আসসালামু আলাইকুম।আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক দিন পর একটি পোষ্ট করছি তাই ভুল হলে মাফ করে দেবেন।তো আর কথা না বলে শুরু করা যাক।

আমি বলতে চাচ্ছি যে আপনার ইচ্ছা আপনি নিজেই ইমেজ তৈরি করতে পারবেন।যা লিখবেন তারি ইমেজ তৈরি করতে পারবেন আরো অনেক রকম ইডিট থাকবে যা না দেখে বুঝতেই পারবেন না। এখান থেকে ইমেজ তৈরি করতে পারবেন বা নিচে দেখুন কিভাবে তৈরি করবেন নিচে আপনি ইমেজ তৈরিও করতে পারবেন।

এভাবেই তৈরি করতে পারবেন আপনার ইচ্ছা মতো ইমেজ।আর এখানে আপনি সহজেই বুঝে যাবেন যে কিভাবে কি করবেন।

ওই ফাকা বক্সে যে লেখা লিখবেন তাই ইমেজ এ লিখা হবে আর লেখার কালার ও পরির্বতন করতে পারবেন Font Color এ যেকোনো কালার সিলেক্ট করলে তার মতো হয়ে যাবে আরো জানতে হলে নিচের বাটনে ক্লিক করে সব যানুন

আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ট্রিকবিডির সাথে থাকবেন।

21 thoughts on "[‘Text To Image’ আপনার ইচ্ছা মতো অনলাইনে Logo/Image তৈরি করুন! সব ফোনে হবে.]"

    1. ঠিক তবে এটাতে সবাই তো আর ভিজিট করতে পারে না।
  1. Avatar photo MD Shakib Hasan Author says:
    ধন্যবাদ ?
  2. Avatar photo Riaz khan Contributor says:
    এই সমস্ত পোস্ট দেখে নিজের চুল ছিড়তে ইচ্ছা করছে।
    ??????
    হারিয়ে ফেলেছি সেই পুরনো ট্রিকবিডি কে , বর্তমানে ম্যাক্সিমাম পোস্টগুলো দেখলে মনে হয় সবগুলো গাজা খেয়ে এসেছেন।
    1. H̥ͦḀͦS̥ͦḀͦN̥ͦ Contributor Post Creator says:
      আমার পোষ্ট ঠিক আছে কিন্তু আমি জেগুলো কোড ব্যবহার করেছি সেগুলো ট্রিক বিডিতে সার্পোট করছে না তাই পোষ্টি এরকম দেখাচ্ছে আর যদি এই পোষ্টের রিয়াল দেখতে চান তাহলে এখানে গিয়ে দেখে আশুন = http://starxbd.wapaxo.com
    2. Avatar photo MD AZAD HOSSAIN Contributor says:
      সহমত
    3. Avatar photo Riaz khan Contributor says:
      ভাই মানসম্মত একটা পোস্ট বলতে বুঝেন কোন কিছু।
      আন্দাজে হুদা চিল্লাইলে মার্কেট পাওয়া যায়না।
      আপনি যে সাইটের শেয়ার করলেন সেটা আজ থেকে পাঁচ বছর আগে ঘুরে দেখে আসছি বুঝছেন। আর আজকে আপনি এগুলো শিখাইতে ??
  3. Avatar photo saifur Contributor says:
    Eita kicu holo????
    1. ঠিক বলছেন।
  4. Avatar photo B@dsh@khan Contributor says:
    বলদ মার্কা পোষ্ট দেখে 4year পর আইডিতে login করলাম কমেন্ট করার জন্য। ২০২২ এ এই সব বাজে পোস্ট চলে??5+ year দরে trickbd এর পাসে আছি।সব নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। রানা ভাইয়ের দৃষ্টি আকর্ষন করছি।
    1. পোষ্ট টি ভালো হলো না।
  5. Avatar photo sharif Author says:
    ভাই ইমেজ থেকে টেক্সট করা যায় এরকম কোনো ভালো অ্যাপ দিন।যেটা শতভাগ কাজ করবে।
    1. ট্রিকবিডিতে এই নিয়ে অনেক পোষ্ট আছে চেক করুন।
  6. Avatar photo Rahul Islam Contributor says:
    Riaz Khan এতই যদি জানো তাহলে নিজেই পোষ্ট করো।
    দেখি কেমন আগের মতো ইউনিক পোষ্ট করো?..
    1. H̥ͦḀͦS̥ͦḀͦN̥ͦ Islam Contributor Post Creator says:
      ঠিক বলছেন ভাই
  7. mrfarhanisrak Levi Author says:
    আপনার পোস্ট গুলোর আগা মাথা কিছুই নেই।
  8. কিভাবে তৈরি করবো এটা বললে ভালো হতো।
  9. এটা কোনো পোষ্ট।
  10. ভালো তবে একটু খারাপ।
  11. অ্যাপ হলে ভালো হতো।

Leave a Reply