Site icon Trickbd.com

বিদেশ থেকে যেভাবে বিকাশ অ্যাপ ব্যবহার করবেন!!

Unnamed

আসসালামুয়ালাইকুম প্রিয় Trickbd এর সব

সদস্যগণ, কেমন আছেন সবাই।

আশা করছি ভালোই আছেন।

আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করবো

কিভাবে বিদেশে বসে বিকাশ অ্যাপ ব্যবহার করতে পারবেন।

আমরা সবাই জানি বিকাশ হলো

বাংলাদেশের সব চেয়ে ট্রাস্টেট একটি ফিনান্সিয়াল

সার্ভিস।

বাংলাদেশে বিকাশ সবাই তাদের সব প্রয়োজনে

বিকাশ ইউজ করে থাকে।

বিশেষ করে যারা প্রবাসী ভাই আছেন

তারা বিকাশ এর মাধ্যমে টাকা পাঠান

তাদের পরিবার এর কাছে,,,

অনেক সময় দেখা যায় যে আপনি যেখানে থেকে

টাকা পাঠাবেন ওনারা

টাকা পাঠাতে দেরি করে

তাই সময় মতো প্রিয়জনের কাছে কাঙ্খিত টাকা

টা আসে না,,,

তাই আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে

বিদেশে বসে আপনি

বিকাশ ব্যাবহার করে

টাকা পাঠাতে পারবেন।

বিশেষকরে প্রবাসী ভাইদের

জন্য এটা অনেক কাজে লাগবে।

বিদেশে বাংলাদেশ এর সার্ভার না থাকার

কারণে

বিকাশ অ্যাপস এ ঢুকলে এমন

লেখা দেখতে পাবেন।

বিকাশ ইউজ করতে হলে

আপনাকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

এর পর আপনি

অ্যাপস এ ঢুকবেন

তারপর আপনি

Smart locetion এ ক্লিক করবেন

এরপর আপনি স্ক্রল করে নিচে আসে বাংলাদেশ সিলেক্ট করবেন

এর পর আপনি বাংলাদেশ লেখা তে ক্লিক করে প্রথম যেই

সার্ভার আছে ঐটাই ক্লিক করবেন।

এমন লেখা আসলে আপনি ok করে দিবেন।

ভিপিএন কানেক্ট হয়ে গেছে

আপনি বিকাশ অ্যাপস এ ঢুকবেন

দেখবেন আপনার অ্যাপস কাজ

করবে।

এইভাবে আপনি চাইলে বিকাশ ইউজ করতে পারবেন

বিদেশ থেকে।

(বি.দ্র. বিকাশ কিন্তু আগে থেকে লগ ইন রাখতে হবে বাংলাদেশ থেকে, কারণ বিদেশে তো বাংলাদেশ এর মোবাইল সিম কাজ করবে না, তাই যখন বাংলাদেশে থাকবেন বিদেশ যাওয়ার আগে

আপনি বিকাশ লগ ইন করে নিবেন)