Site icon Trickbd.com

আপনার ফোন স্লো হওয়ার জন্য দায়ী কোন অ্যাপ? চিহ্নিত করে সরিয়ে দিন | জানুন উপায়!

Unnamed

আসসালামু আলাইকুম।আশা সবাই ভালো আছেন।আজ আমি Apps নিয়ে কথা বলবো।

এই সময় ডিজিটাল ডেস্ক: সম্প্রতি Android ডিভাইসে প্রায় প্রত্যেক অ্যাপের সাইজ আগের তুলনায় অনেকটা বড় হয়েছে। ফলে স্মার্টফোনে বেশি মেমোরির সঙ্গেই গ্রাফিক্স ও প্রসেসিং পাওয়ারের প্রয়োজন হচ্ছে। আজকাল প্রায় সব স্মার্টফোনেই 6GB থেকে 8GB RAM থাকছে।বেশি RAM থাকলে ফোন ব্যবহারের অভিজ্ঞতা সুমধুর হয় ঠিকই। কিন্তু সবার পক্ষে কি এত দামি ফোন ব্যবহার করা সম্ভব? এছাড়াও যে সব অ্যাপ বেশি মেমোরি ব্যবহার করে, সেই অ্যাপগুলিকে চিহ্নিত করার উপায় রয়েছে। এই সব অ্যাপগুলিকে চিহ্নিত করে আনইনস্টল করে দিতে পারেন। এই কাজ করলে আপনার ফোন ফাস্ট হবে এবং সেই সঙ্গেই ফোনের ব্যাটারি ব্যাক আপও আগের চেয়ে অনেকটাই বাড়বে।ফোন স্লো হওয়া এবং ফোনের ব্যাটারি দ্রুত শেষ হওয়ার জন্য অনেকেই হেভি গেমকে দায়ী করেন। কিন্তু মনে রাখতে হবে, বেশিরভাগ ক্ষেত্রেই Facebook ও Instagram-এর মতো অ্যাপের জন্যই ফোন স্লো হয়।এই অ্যাপগুলি বেশি মেমোরি ব্যবহার করে ও নিয়মিত ব্যাকগ্রাউন্ড ডেটা নিজেদের সার্ভরে পাঠাতে যাকে, ফলে একদিকে যেমন ফোন স্লো হয় অন্যদিকে ফোনে ব্যাটারি হু হু করে কমতে থাকে। কোন অ্যাপ আপনার ফোন স্লো করছে, কী ভাবে তাকে চিহ্নিত করবেন, জেনে নিন।
Settings ওপেন করুন।কোন অ্যাপ আপনার ফোন স্লো করছে এই সহজ উপায়ে
চিনুন :-
*
* স্ক্রোল ডাউন করে Storage/Memory ওপেন করুন।
* এখানে একটি তালিকায় যে অ্যাপ সবথেকে বেশি স্টোরেজ ব্যবহার করছে সেই অ্যাপ সবার উপরে দেখা যাবে।
* সেখানে শুধুই ইন্টারনাল স্টোরেজের ব্যবহার বোঝা যাবে।
* এবার ‘Memory’ সিলেক্ট করে ‘memory used by apps’ অপশন বেছে নিন।
* এবার 3 ঘণ্টা, 6 ঘণ্টা, 12 ঘণ্টা ও 24 ঘণ্টা সময়ের(পছন্দের ইন্টারভাল সিলেক্ট
করুন) মধ্যে, কোন অ্যাপ সবথেকে বেশি RAM ব্যবহার করেছে জানিয়ে দেবে।এই তালিকা থেকে আপনি বুঝতে পারবেন যে, আদতে আপনার ফোনে কোন অ্যাপ বেশি মেমোরি ব্যবহার করছে। সেই মতো অ্যাপ কিল করে দিন অর্থাৎ বন্ধ করে দিন। চাইলে অ্যাপ আন ইনস্টল করতে পারেন। এছাড়াও প্রত্যেক দিন অন্তত একবার ফোন রিস্টার্ট করতে ভুলবেন না।
আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ট্রিকবিডির সাথে থাকবেন।