Site icon Trickbd.com

ফোনের অপ্রয়োজনীয় Apps ডিলিট করার সহজ উপায়।

Unnamed

আসসালামু আলাইকুম।আশা সবাই ভালো আছেন।আজ আমি APPS নিয়ে কথা বলবো।
স্মার্টফোনে এমন কিছু অ্যাপস থাকে যেগুলো কোনো কাজেই লাগে। এসব অকাজের অ্যাপস ফোনে থাকার ফলে স্টোরেজ কমে যায়। ফোনও হয়ে যায় স্লো।তাই এসব অ্যাপস ডিলিট করাই উত্তম।জেনে নিন ফোনের অ্যাপস ডিলিট করার উপায়। অপ্রয়োজনীয় অ্যাপস ফোন থেকে ডিলিট করতে পারলে ফোনের স্টোরেজ অনেকটা বেড়ে যায়। এর ফলে ফোন আবার স্বমহিমায় চলতে শুরু করে।একাধিক পদ্ধতিতে অ্যানড্রয়েডে অ্যাপ ডিলিট করা সম্ভব। আসুন দেখে নেওয়া যাক সেই
উপায়গুলো।
প্রথম পদ্ধতি
স্টেপ ১। Google Play ওপেন করুন।
স্টেপ ২। বাঁ দিকে উপরে ট্যাপ করে My apps & games সিলেক্ট করুন।
স্টেপ ৩। উপরে Installed ট্যাব সিলেক্ট করুন।
স্টেপ ৪। এখানে আপনার ডিভাইসে ইনস্টল থাকা সব অ্যাপ এক জায়গায় দেখতে পাবেন। যে যে অ্যাপ ডিলিট করতে চান সেটিকে সিলেক্ট করুন।

স্টেপ ৫। এরপরে Uninstall সিলেক্ট করলে আপনার ফোন থেকে সেই অ্যাপ ডিলিট
হয়ে যাবে।
দ্বিতীয় পদ্ধতি আপনি যে অ্যাপ ডিলিট করবেন সেই অ্যাপ এর নাম জানা থাকলে এই পদ্ধতি চেষ্টা করে দেখতে পারেন।
স্টেপ ১। Google Play ওপেন করুন।
স্টেপ ২। ডান দিকে উপরে সার্চ বারে যে অ্যাপ ডিলিট করতে চান তার নাম লিখে সার্চ করে ওপেন করুন।স্টেপ ৩। এরপরে Uninstall সিলেক্ট করলে আপনার ফোন থেকে সেই অ্যাপ ডিলিট হয়ে যাবে।
তৃতীয় পদ্ধতি
স্টেপ ১। যে অ্যাপটি ডিলিট করতে চান সেটি ওপেন করেন।
স্টেপ ২। যে অ্যাপ ডিলিট করতে চান তার উপরে ট্যাপ করে হোল্ড করলে স্ক্রিনের উপরে Uninstall অপশান দেখতে পাবেন।
স্টেপ ৩। অ্যাপটিকে ড্র্যাগ করে Uninstall অপশানের উপরে ছেড়ে দিন।
চতুর্থ পদ্ধতি স্টেপ ১। Settings > Apps ওপেন করুন
স্টেপ ২। এখানে আপনার ডিভাইসে ইনস্টল থাকা সব অ্যাপ এক জায়গায় দেখতে পাবেন। যে যে অ্যাপ ডিলিট করতে চান সেটিকে সিলেক্ট করুন।
স্টেপ ৩। এরপরে Uninstall সিলেক্ট করলে আপনার ফোন থেকে সেই অ্যাপ ডিলিট
হয়ে যাবে।
আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ট্রিকবিডির সাথে থাকবেন।