Site icon Trickbd.com

বন্যা পরিস্থিতির মধ্যে করণীয় কাজ !!

Unnamed

আসসালামুয়ালাইকুম প্রিয় মেম্বার গণ।

কেমন আছেন সবাই।

আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন।

আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।

কিন্তু মানসিকভাবে ভালো নাই।

দেশের এই

সংকটময় পরিস্থিতির মধ্যে ভালো থাকবো

কিভাবে বলেন,

সারাদেশে বিভিন্ন জায়গায় ভয়াবহ বন্যা

পরিস্থিতি

লক্ষ করা যাচ্ছে।

মানুষজন অসহনীয় কষ্টে আছে।

আজকে এই সংকটময় মুহূর্তে

কিভাবে নিজেকে নিরাপদ রাখবেন

সেই সম্পর্কে আলোচনা করবো।

প্রথমত: বন্যা এর সময়

দেখা যায় কাঁচা ঘরবাড়ি গুলো তে

পানি উঠে যায়, এবং ফলে কাঁচা ঘর বাড়ি গুলো

ধসে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাই দ্রুত কাঁচা ঘরবাড়ি

গুলো পরিত্যাগ করে আশ্রয় কেন্দ্রে চলে যান

দ্বিতীয়ত: বন্যা কবলিত এলাকায় নৌকা এর খুব

সংকট, আর মানুষ এই সংকটময় পরিস্থিতির

সুযোগ নিচ্ছে দেখা যাচ্ছে মানুষ তীব্র পানির স্রোতে

নিরাপদ আশ্রয় এর জন্য নৌকা তে করে পার হতে চাচ্ছে

আর এই সময় কিছু অসাধু ব্যাক্তি মাত্র একটু নৌকা

পার করার জন্য ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত

চাচ্ছে।

ধিক্কার জানাই এইসব মানুষদের।

এখন এই সময় নৌকা এর অভাব তাই আপনারা

কলা গাছের ভেলা বানিয়ে

এক স্থান থেকে অন্য জায়গা তে যাতায়াত করতে

পারেন।

তৃতীয়ত: বন্যা এর সময় মানুষজন

যখন নিজেকে নিরাপদ করতে ব্যাস্ত ঠিক তখন

পালিত পশুপাখি গুলো কে তারা রক্ষা করতে

পারছে না তীব্র স্রোতে তারা ভেসে যাচ্ছে।

তাই পশুপাখি গুলোকে নিরাপদ আশ্রয় প্রদান করবেন।

চতুর্থত: বন্যা এর সময় বিশুদ্ধ পানির খুব

সংকট তাই যদি পারেন পানি সংগ্রহ করে রাখবেন

যদি কোনো কল থাকে কলের মুখ ভালো করে বেধে থাকবেন

বা কল উচু করে বাঁধবেন,, এরফলে

পানিবাহিত রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব

পঞ্চমত:

পরিবারের যত সদস্য আছেন

সবার খেয়াল রাখা,, বলা যায়না এই সংকটময়

সময় কখন কি ঘটে যেতে পারে

আর পরিবারের শিশু এবং বৃদ্ধ সদস্যা দের

প্রতি খেয়াল রাখতে হবে।

এবং কথা সম্ভব উচুঁ জায়গা তে অবস্থান করতে হবে।

তো বন্ধুরা সবাই এই সংকটময় পরিস্থিতির সময়ে একে অপরের সঙ্গে থাকবেন

ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে।

যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

Exit mobile version