হ্যালো ব্রো, স্বাগতম, সবাইকে, আমার আজকের আরেকটা নতুন টিউটোরিয়ালে । আশা করি সবাই খুবই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, কারন trickbd র সাথে থাকলে সবাই খুব ভালো থাকে । আর ভালো থাকার জন্যই মানুষ ট্রিকবিডিতে আসে। চলুন শুরু করা যাক।
পোস্টের টাইটেল দেখে আপনার অবশ্যই বুঝতে পেরেছেন যে আজকে আমার পোস্টটিতে আমি আপনাদেরকে কি বিষয়ে লিখতে যাচ্ছি আজকে আমি আমার পোস্টে টেলিগ্রাম এর তিনটি মজার মজার ট্রিক্স আপনাদেরকে দেখাবো l অনেকেই এই ট্রিকটি জানেন, আবার অনেকেই এটি সম্পর্কে জানেন না যারা জানেননা আজকের পোস্টটি শুধুমাত্র তাদের জন্য l তো চলুন কথা না বাড়িয়ে মূল পোস্টে যাওয়া যাক l
trick no. 1 : আপনারা কি জানেন টেলিগ্রামে কেউ একজন ক্লাউড স্টোরেজ এর মত আনলিমিটেড ভাবে নিজের যেকোনো ফাইল সেভ করে রাখতে পারেন l এ জন্য আপনাকে প্রথমে আপনার কাঙ্খিত সেভ করার ফাইলটি কাউকে পাঠাতে হবে তারপর সেখান থেকে ফরওয়ার্ড করে সেভ মেসেজে রাখতে হবে l
যেমন আমি এই ছবিটা ফরওয়ার্ড করে সেভ করে রাখতে চাই তাই ছবিটা প্রথমে সিলেক্ট করলাম এরপর ফরোয়ার্ড অপশন এ ক্লিক করি l
ফরওয়ার্ড অপশনে ক্লিক করার পর যে নতুন উইন্ডো আসবে সেখানে আপনি দেখতে পারবেন যে সবার উপরে লেখা আছে saved massages l সেভ মেসেজ অপশনটি ক্লিক করে ওখানে ফরওয়ার্ড করে দিন l
এভাবে আপনি আপনার দরকারি যেকোনো ফাইল টেলিগ্রাম এ সংরক্ষণ করে রাখতে পারেন l
এবার যেকোনো সময় এই সংরক্ষণ করা ফাইলটি আবার দেখার জন্য আপনি টেলিগ্রামের বাম পাশে উপরের থ্রি ডট মেনুতে ক্লিক করুন এবং এখানে আপনি সেভ মেসেজেস নামে একটি অপশন পাবেন l এই অপশনে ক্লিক করলেই আপনি আপনার সেভ করা মেসেজ গুলো দেখতে পারবেন l
trick 2: আপনি জানেন কি টেলিগ্রামে আপনার প্রোফাইল পিকচারে আপনি একটি ভিডিও পিকচার হিসেবে দিতে পারেন? এটি যদিও কোনো ট্রিস না তারপরেও বিষয়টি অনেকেই জানেন না তাই আপনাদের সাথে শেয়ার করছি l
এজন্য আপনার প্রোফাইলে গিয়ে প্রোফাইল পিকচার সিলেক্ট করে গ্যালারি থেকে যেকোন একটা ভিডিও যদি আপনি আপলোড করে দেন তাহলেই আপনার প্রোফাইল পিকচারে ওই ভিডিওটি প্লে হতে থাকবে l যদি না বুঝতে পারেন তাহলে আমার নিচে দেয়া স্কিনশট গুলো ফলো করুন
trick 3:
এখান থেকে মোর অপশন টি ক্লিক করুন l
এখান থেকে ইমপোর্ট মেসেজ অপশন টি ক্লিক করুন l
এবার এখান থেকে টেলিগ্রাম অপশনটি সিলেক্ট করুন l
এবার আপনি যাকে ফরোয়ার্ড করতে চান তার কাছে মেসেজটি ফরওয়ার্ড করে দিন l
না বুঝতে পারলে আমার ss গুলো follow করুন l
( নোট: এই ক্ষেত্রে কিছু নিয়মকানুন রয়েছে আপনি এমন কাউকে মেসেজটি ফরওয়ার্ড করতে পারবেন না যার সাথে আপনি ফ্রেন্ড নন কিংবা যার নাম্বার আপনার ফোনে সেভ করা নেই l)
trick no 4 : আমরা যখন টেলিগ্রামে কোন একটা চ্যানেল থেকে অন্য কোন একটা চ্যানেল থেকে অন্য কোন একটা চ্যানেলে কোন কিছু ফরওয়ার্ড করি তখন দেখা যায় যে আমরা যে চ্যানেল থেকে ওই মেসেজটা ফরোয়ার্ড করেছিলাম সেই চ্যানেল এর নামটা ফরোয়ার্ডের মেসেজ এর উপর রয়ে যায় l যেমন : আপনারা নিচের স্ক্রীনশটএর দেখতে পাচ্ছেন l
তো আজকে এখানে এমন একটি ট্রিক দেখাবো যেখানে আপনি মেসেজ ফরওয়ার্ড করার পরেও দেখাবে না যে আপনি কোন চ্যানেল থেকে সেটি ফরওয়ার্ড করেছেন l এক্ষেত্রে আপনি যেকোনো একটি চ্যানেল থেকে ফরওয়ার্ড অবস্থানে আসুন l এরপর এই জায়গায় ক্লিক করুন l
এবার এখান থেকে hide sender name অপশনটি সিলেক্ট করে দিন l
এবার সেন্ড মেসেজ অপশনটিতে ক্লিক করুন l
ব্যাস আপনার কাজ শেষ এবার দেখুন যে মেসেজটি গিয়েছে সেটিতে কোন চ্যানেল এর নাম লেখা নেই যে চ্যানেল থেকে আমি মেসেজটি ফরওয়ার্ড করেছি l
তো তাহলে আমার আজকের পোস্ট আমি এখানেই শেষ করছি। আশা করছি পোস্টটি আপনার বিন্দুমাত্র হলেও উপকার করবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পোস্টটি মনোযোগ দিয়ে পড়ার জন্য।
মানুষ মাত্রেই ভুল হয় , তাই পোষ্টে কোন ভুল থাকলে দয়া করে মাপ করে দিয়েন, আর প্লিজ কমেন্টে লিখে ভুলগুলা শোধরানোর সুযোগ করে দিয়েন।
কোন কিছু না বুঝলে বা কোন কিছু জানার থাকলে, আমাকে কমেন্টে জানান।
পোস্টটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্টে তা জানিয়ে দেবে যেন আমি আরো নতুন নতুন পোস্ট করার উৎসাহ পাই।
আর যেকোন প্রবলেমে ফেসবুকে আমি [—>profile link]
তাহলে সবাইকে ট্রিকবিডির সাথে থাকার জন্য আমন্ত্রন জানিয়ে আজকে আমি আমার আজকের পোস্ট এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ।
সাপোর্ট এডমিন কে বলবো আপনাকে লিজেন্ড অথর পদটি দেয়ার জন্য ❤️