আসসালামুয়ালাইকুম প্রিয় Trickbd এর সকল সদস্যগণ।

কেমন আছেন সবাই।

আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সবাই।

আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।

আজকের পোস্টে দেখাবো কিভাবে আপনি

বাসায় বসে অনলাইনে আপনার

কোরবানীর পশু বিক্রি করবেন।

ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ।

আমাদের মুসলিম সম্প্রদায় এর প্রধান ধর্মীয় উৎসব হলো

ঈদ।

মুসলমানদের ২ টি ঈদ আছে।

এইগুলো হলো

ঈদুল ফিতর এবং ঈদুল আযহা ।

ঈদুল আযহা সবচেয়ে বেশি প্রাধান্য,

আল্লাহ্ এর তাকওয়া অর্জন এর জন্য

প্রতি ঈদুল আযহা তে কোরবানী করতে হয়, সামর্থবান

ব্যক্তিদের।

কোরবানী এর জন্য সুস্থ সবল পশু

আল্লাহর নামে উৎসর্গ করতে হয়।

বর্তমানে সবকিছু ডিজিটাল হয়ে গেছে

এখন আর মানুষ হাটে গিয়ে পশু কিনে না

তারা অনলাইনে গরু কিনে নিজের পছন্দ মতো।

অনেকে জানেন না কিভাবে অনলাইনে নিজের

পশু গুলোর বিজ্ঞাপন দিবেন।

আজকের পোস্ট টি দেখলে আপনারা পারবেন।

বর্তমানে বাংলাদেশে অনেক ইকমার্স সাইট আছে

যেমন: দারাজ,বিক্রয় ডট কম, কিউকম, আলেশামার্ট, ইত্যাদি।

তবে অনলাইনে পশু এর অ্যাড দেওয়ার জন্য,

বিক্রয়.কম সবচেয়ে জনপ্রিয়।

প্রথমে আপনারা প্লে স্টোর থেকে বিক্রয়.কম এর

অ্যাপটি ইনস্টল করে নিবেন।

বা চাইলে এই লিংক থেকে ডাউনলোড করতে পারেন।

ডাউনলোড করতে ক্লিক করুন

এরপর নাম্বার বা Gmail দিয়ে অ্যাকাউন্ট খুলে নিবেন।

আমরা সবাই কমবেশি জানি একাউন্ট কিভাবে খোলে

তাই বিস্তারিত বললাম না।

প্রথমে অ্যাপস টি ওপেন করুন

এরপর এই ( +) আইকণে ক্লিক করুন

এরপর আপনি, দেখতে পারবেন

“অন্য ক্যাটাগরিতে বিক্রি করুন”

এইটাই ক্লিক করুন।

এরপর

“পোষা প্রাণী ও জীবজন্তু”

সিলেক্ট করুন

এরপরে “গবাদি পশু” সিলেক্ট করুন।

তারপরে আপনার সামনে

এরকম একটি পেজ চলে আসবে

এখানে আপনি আপনার ঠিকানা আপডেট করুন।

স্কিনশটে দেখানো জায়গায় ক্লিক করুন

লোকেশন এড করতে হলে ওপরে দেখানো

লেখায় ক্লিক করবেন।

এরপর আপনার কোরবানী এর পশুর ছবি আপলোড করুন

স্ক্রিনশট এ দেখানো জায়গা তে ক্লিক করে।

এরপর আপনি বিস্তারিত লিখে পোস্ট করুন

সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে আপনার

পোষ্ট পাবলিস হয়ে যাবে।

আর যদি পোস্ট করার পরে এই রকম

কোনো কিছু আসে

সেটা স্কিপ করে চলে আসবেন।

কারন বিক্রয়.কম অ্যাপসে ফ্রি তে

বিজ্ঞাপন দেওয়া যায়।

আপনার পোস্ট পাবলিস হয়ে গেলে

আপনার ইমেইলে একটি এসএমএস যাবে

এভাবে আপনি ঘরে বসে

আপনার কোরবানীর পশু বিক্রি করতে পারবেন অনলাইনে।

ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য।

আল্লাহ হাফেজ সবাইকে।

যেকোনো প্রয়োজনে ফেসবুকে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

3 thoughts on "ঘরে বসে অনলাইনে কোরবানীর পশু বিক্রি করবেন যেভাবে!!"

    1. pkb Contributor says:
      ?

Leave a Reply