Hello Dear Trickbd lovers!
আজকে আরেকটা নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
Trickbd এর সুবাদে আমরা অনেকেই জানি যে টেলিগ্রাম এ BDIX CLOUD নামে একটা গ্রুপ আছে যেইখানে আপনি আপনার যেকোনো ফাইল MIRROR করতে পারবেন এবং BDIX স্পীড এ ডাউনলোড করতে পারেন। কিন্তু গ্রুপ টির একটাই সমস্যা সেটা হলো তারা ডিরেক্ট লিংক শেয়ার না করে অ্যাড যুক্ত লিংক শেয়ার করে।
Join BDIX cloud Telegram mirror Group!!
তো আজকে আপনাদের দেখাবো কিভাবে bdix cloud এর adlink bypass করবেন এবং কোনো রকম advertise দেখা ছাড়াই bdix speed এ যেকোনো ফাইল ডাউনলোড করবেন।
আমরা দুইটা পদ্ধতিতে ADLINK BYPASS করতে পারবো। তাই পোস্টটি ধৈর্য ধরে পড়ার অনুরোধ রইলো। সবকিছু ঠিকভাবে করতে করলে আপনি BDIX SPEED এ ফাইল ডাউনলোড করতে পারবেন কোনো রকম অ্যাড দেখা ছাড়াই।
প্রথম পদ্ধতি:
এই ক্ষেত্রে আমাদের গ্রুপ এ প্রবেশ করতে হবে এবং কোনো ফাইল mirror করার পর সেই ফাইল name এর উপর ক্লিক করে এক ফাইল name টি কপি করতে হবে। সাধারণত একটা ক্লিক করলেই আপনার কাঙ্খিত ফাইল টি কপি হয়ে যাবে।
এরপর যেকোনো ব্রাউজার এ গিয়ে এই লিংক টি কপি করে পেস্ট করুন https://files.cleanvpn.cloud/
এরপর আপনার ফাইল name টা নিচে দেওয়া ছবির মত করে দিন এবং কীবোর্ড থেকে enter click করুন। সবকিছু ঠিক থাকলে দেখবেন আপনার ডাউনলোড শুরু হয়ে গিয়েছে।
List command ব্যাবহার করে নির্দিষ্ট ফাইল সার্চ করে বের করার পর নিচের ছবির মত করে ডিরেক্ট ডাউনলোড করতে পারবেন।
File name copy করার পর উপরের step অনুযায়ী কাজ করবেন।
দ্বিতীয় পদ্ধতি:
এই পদ্ধতিতে view link এ ক্লিক করে লিংক কপি করে নিবেন। আর list command এর ক্ষেত্রে নির্দিষ্ট ফাইল সার্চ করার পর সেইখান থেকে ডাউনলোড লিংক copy করে নিবেন। এরপর লিংক থেকে subdomain: client remove করে দিয়ে redirect লিখে enter করবেন। Example: http://client.wecarebd.cloud/w4C4yZG3
To
http://redirect.wecarebd.cloud/w4C4yZG3
এরপর আপনাকে ডাউনলোড পেজ এ নিয়ে যাবে এবং 5 sec অপেক্ষা করার পর আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে। আরো ভালো করে বুঝতে নিচের ছবিগুলো লক্ষ্য করুন।
Boom ? DOWNLOAD STARTED!
“Conclusion“
তো এই ছিল আজকের পোস্ট ভালো লাগলে Like,Share,Comment করতে ভুলবেন না।
ভালো থাকুন ,সুস্থ থাকুন , Trickbd এর সাথেই থাকুন। আপনার দিনটি ভালো কাটুক ধন্যবাদ।
আরো দেখুন: