আসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। কেমন আছেন আপনারা। নিশ্চয় ভালো আছেন। ভালো থাকুন বা না থাকুন ট্রিকবিডিকে যারা ভালোবাসে তারা দিনে একবার হলেও প্রবেশ করে থাকেন। আজকে আমি একটু ডিফারেন্ট টাইপের পোষ্ট নিয়ে হাজির হয়েছি। আমরা প্রতিনিয়ত দেখি এই ট্রিকবিডিতে টেক রিলেটেড পোষ্ট তাই ভাবলাম র দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা দিলে কেমন হয়।

র দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা

র দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা

অনেক লোকজন আছেন যারা র দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা খুজে থাকেন। আমি সেসব ভাইদের জন্য র দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা নিয়ে আসছি। সন্তান জন্ম হলেই সন্তানের জন্য নাম রাখা প্রত্যেক পিতামাতার কর্তব্য। তো চল বন্ধুরা র দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা গুলো দেখে নিই।

র দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা

  • রঈসুদ্দীন – নামের অর্থ কি = দ্বীনের সাহায্য কারী
  • রওনাক – নামের অর্থ কি = সৌন্দর্য
  • রজনী – নামের অর্থ কি = রাত
  • রফি উদ্দীন – নামের অর্থ কি = দ্বীনের সুগন্ধী ফুল
  • রফিক – নামের অর্থ কি = বন্ধু
  • রফিকুল ইসলাম – নামের অর্থ কি = ইসলামের মহত্ত্ব
  • রফিকুল হাসান – নামের অর্থ কি = সুন্দেরের উচ্চ
  • রবীউল হাসান – নামের অর্থ কি = ইসলামের বসন্ত কাল
  • রব্বানি – নামের অর্থ কি = স্বর্গীয়
  • রমীজ – নামের অর্থ কি = প্রতীক
  • রশিদ – নামের অর্থ কি = ধার্মিক
  • রশিদ আবরার – নামের অর্থ কি = সঠিক পথে পরিচালিত ন্যায়বান
  • রশিদ আমের – নামের অর্থ কি = সঠিক পথে পরিচালিত শাশক
  • রশীদ – নামের অর্থ কি = সঠিক পথে পরিচালিত
  • রহমত – নামের অর্থ কি = রহমত
  • রহস্যাবলী – নামের অর্থ কি = রহস্যাবলী
  • রাইয়্যান – নামের অর্থ কি = জান্নাতের দরজা বিশেষ
  • রাইয়্যান – নামের অর্থ কি = সন্তুষ্ট
  • রাইস – নামের অর্থ কি = ভদ্রব্যক্তি
  • রাইহান – নামের অর্থ কি = জান্নাতী ফুল
  • রাকিম – নামের অর্থ কি = লেখক
  • রাকীন – নামের অর্থ কি = শ্রদ্ধাশীল
  • রাকীব – নামের অর্থ কি = অশ্বারোহী
  • রাগীব – নামের অর্থ কি = আকাঙ্খীত
  • রাগীব আখইয়ার – নামের অর্থ কি = আকাঙ্ক্ষীত চমৎকার মানুষ
  • রাগীব আখতার – নামের অর্থ কি = আকাঙ্ক্ষিত তারা
  • রাগীব আখলাক – নামের অর্থ কি = আকাঙ্গ্ক্ষীত চারিত্রিক গুনাবলি
  • রাগীব আনজুম – নামের অর্থ কি = আকাঙ্ক্ষিত তারা
  • রাগীব আনসার – নামের অর্থ কি = আকাঙ্গ্ক্ষিত ব্ন্ধু
  • রাগীব আনিস – নামের অর্থ কি = আকাঙ্গ্ক্ষিত বন্ধু
  • রাগীব আবসার – নামের অর্থ কি = আকাঙ্ক্ষিত দৃষ্টি
  • রাগীব আবিদ – নামের অর্থ কি = আকাঙ্গ্ক্ষিত এবাদতকারী
  • রাগীব আমের – নামের অর্থ কি = আকাঙ্গ্ক্ষিত শাসক
  • রাগীব আশহাব – নামের অর্থ কি = আকাঙ্গ্ক্ষিত বীর
  • রাগীব আসেব – নামের অর্থ কি = আকাঙ্গ্ক্ষি যোগ্য ব্যক্তি
  • রাগীব ইয়াসার – নামের অর্থ কি = আকাঙ্ক্ষিত সম্পদ
  • রাগীব ইশরাক – নামের অর্থ কি = আকাঙ্ক্ষিত সকাল
  • রাগীব নাদিম – নামের অর্থ কি = আকাঙ্ক্ষিত সংগী
  • রাগীব নাদের – নামের অর্থ কি = আকাঙ্ক্ষিত প্রিয়
  • রাগীব নিহাল – নামের অর্থ কি = আকাঙ্ক্ষিত চারা গাছ

আশা করি আজকের র দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা টি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট জানাবেন প্লিজ। যদি আপনি ফটোশপ টুলস পরিচিতি ও  এস ই ও বাংলা টিউটোরিয়াল শিখতে ক্লিক করুন Gender Discrimination

আমার সাইটঃ- Amarload.com

4 thoughts on "র দিয়ে ছেলেদের ইসলামিক নামের তালিকা"

  1. Lucifa Expert Author says:
    Trickbd magazine type er website na vai. Tech related post publish korar try korun

Leave a Reply