Site icon Trickbd.com

[HOT_POST]মোবাইলের স্ক্রিন শেয়ার করুন স্মাট॔ টিভিতে খুব সহজেই

আজ আমি আপনাদেরকে দেখাব কীভাবে আপনারা মোবাইলের স্ক্রিন স্মাট॔ টিভিতে শেয়ার করবেন । অথা॔ৎ মোবাইলে যা দেখাবে টিভিতেও সেই একই জিনিস দেখাবে । তো চলুন শিখে আসা যাক ।

আমারা অনেকেই একসাথে মোবাইলে একই জিনিস দেখে থাকতে পছন্দ করি । কিন্তু অনেক সময় মোবাইলে একসাথে অনেক জন মিলে দেখা যায় না । অসুবিধায় পড়তে হয় । এরুপ সময়ে মোবাইলের স্ক্রিন টিভিতে শেয়ার করে উপভোগ করতে পারেন । তো চলুন শুরু করা যাক ।

মোবাইলের স্ক্রিন স্মাট॔ টিভিতে শেয়ার করার উপায় :

১। প্রথমে স্মাট॔ টিভির অ্যান্ড্রয়েড মুডে চলে যান এবং নেটওয়াক॔ অপশনে ক্লিক করুন ।

২। “wire network”-এর Hotspot অন করুন ।

৩। মোবাইলের ওয়াইফাই অন করে টিভির হটস্পট পাসওয়াড॔ ব্যবহার করে কানেক্ট করে ফেলুন ।

৪। আবার অ্যান্ড্রয়েড মুডে চলে আসুন এবং টিভির “MHshare” অ্যাপে ক্লিক করুন ।

উল্লেখ্য, একেক কোম্পানির টিভিতে একেক ধরনের শেয়ারিং অ্যাপ থাকতে পারে ।

৫। অ্যাপে প্রবেশ করার পর স্ক্র্যানার ও একটি কোড দেখতে পাবেন ।

৬। প্লে স্টোর থেকে একটি “Qr code reader” অ্যাপ ডাউনলোড করে QR কোডটি স্ক্যান করবেন । কোডটিতে শেয়ারিং অ্যাপের লিংক দেওয়া থাকবে । অ্যাপটি আপনার মোবাইলে ডাউনলোড করে নিবেন ।

৭। ডাউনলোড করার পর ওপেন করবেন এবং নিচে দেখানো ছবির মতো “connect” অপশনে ক্লিক করবেন ।

৮। শেয়ার কোড অপশনে ক্লিক করুন ।

৯। টিভিতে দেখানো কোডটি বক্সে বসিয়ে দিন এবং কানেক্ট অপশনে ক্লিক করুন ।

উল্লেখ্য যে আগে থেকেই টিভির হটস্পট মোবাইলে কানেক্ট করে রাখতে হবে ।

১০। “Screen sharing” অপশনে ক্লিক করুন ।

১১। এখন, মোবাইলে যা দেখাবে তা টিভিতেও দেখাবে ।

অ্যাপের সাথে কানেক্ট করার পর আপনি শুধু ভিডিও বা ছবি শেয়ার করতে পারবেন । এমনকি মোবাইল দিয়ে টিভির মাউসের কাজও করতে পারবেন ।

আটি॔কেলটি আপনার কেমন লাগল তা অবশ্যয় কমেন্ট করে জানাবেন । আজ এতটুকুই ছিল । সবাইকে ধন্যবাদ ।

Exit mobile version