Site icon Trickbd.com

[Netflix Premium] মোবাইল/পিসি’তে ফ্রিতেই স্ট্রিম করুন নেটফ্লিক্স। [Premium Cookies]

Tushar Ahmed

Netflix Premium

Tushar Ahmed


আসসালামু আলাইকুম! 

আজকের এই পোস্ট-এ আপনাকে স্বাগতম। আশা করছি পুরো পোস্ট-টি মনোযোগ এবং ধৈর্য সহকারে পড়বেন।

তো কেমন আছেন সবাই? 

আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালোই আছেন। 

Netflix কি?

বর্তমান যুগে Netflix এর নাম শোনে নাই এমন মানুষ হয়তো অনেক কম-ই-পাওয়া যাবে।

Netflix – হচ্ছে একটি মিডিয়া স্ট্রিমিং প্ল্যার্টফর্ম। এটি  ফ্রী মিডিয়া  স্ট্রিমিং প্ল্যার্টফর্ম নয়।   নেটফ্লিক্স এ মুভি বা ওয়েব সিরিজ দেখতে হলে অবশ্যই ব্যবহারকারী’কে টাকা দিয়ে নির্দিষ্ট সময়ের জন্য সাবস্ক্রিপশন কিনতে হয়। বর্তমানে এটি বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয় একটি মিডিয়া স্ট্রিমিং প্ল্যার্টফর্ম। প্রথম যখন নেটফ্লিক্স যাত্রা শুরু করে তখন তারা ডিভিডি ভাড়া দিতো। পরে আস্তে আস্তে তারা স্ট্রিমিং প্ল্যার্টফর্ম হিসেবে আত্মপ্রকাশ করে। তারা অনলাইন সাবস্ক্রিপশন পরিষেবা 1999 সালে দেওয়া শুরু করে। তারপর থেকে আর তাদের পিছে ফিরে তাকাতে হয় নি। ইন্টারনেট একসময় বিশ্বব্যাপী রাজত্ব করবে এটা তারা ঠিকই আন্দাজ করেছিলো। আর তাইতো আজকে তারা এতো জনপ্রিয়।



Cookies কি?

Cookies – হচ্ছে একটি ওয়েব সার্ভার দ্বারা তৈরী করা ডেটার ছোট ব্লক। যখন কোনো ব্যবহারকারী একটি ব্রাউজার এর মাধ্যমে কোনো ওয়েবসাইট ভিজিট করেন তখন এই Cookies তৈরী হয়ে থাকে। ছোট এই ডেটা ব্লক এর মধ্যে ব্যবহারকারীর অনেক গুরুত্বপূর্ণ তথ্য জমা হয়ে থাকে। যেমনঃ লগইন ইনফরমেশন, আইপি অ্যাড্রেস অথবা আপনি কোথায় কোথায় ব্রাউজ করেছেন, একটি ই-কমার্স ওয়েবসাইটে আপনি কি কি আপনার কার্ট এ অ্যাড করেছেন এগুলো সব Cookies – এ জমা হয়ে থাকে। ওয়েব সার্ভার Authentication Cookies – ব্যবহার করে এটা যাচাই করে যে ব্যবহারকারী লগইন করেছেন এবং কোন অ্যাকাউন্ট থেকে লগইন করেছেন। অনেক রকম Cookies আছে যেগুলো আপনারা একটু ঘাটাঘাটি করলেই জানতে পারবেন।


সহজ কথায় বলতে গেলে আপনি যখন কোনো ওয়েবসাইটে লগইন করবেন তখন আপনার লগইন ডিটেইলস Cookies হিসেবে জমা হবে।

Netflix Premium Cookies কি?

নেটফ্লিক্স প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া আছে এমন একটি অ্যাকাউন্ট এর Cookies ই হচ্ছে নেটফ্লিক্স প্রিমিয়াম অ্যাকাউন্ট কুকিজ। প্রিমিয়াম অ্যাকাউন্ট এর কুকিজ আপনার ব্রাউজারে ইনজেক্ট করে আপনি ফ্রি-তে নেটফ্লিক্সে স্ট্রিম করতে পারবেন।



কিভাবে Netflix Premium Cookies ব্যবহার করবো?

নেটফ্লিক্স প্রিমিয়াম কুকিজ ব্যবহার করতে হলে আপনাকে আপনার ক্রোম ব্রাউজারে ‘Cookie-Editor‘ নামক এক্সটেনশন’টি অ্যাড করতে হবে।

 নিচে এক্সটেনশন’টির সরাসরি লিংক দিয়ে দিলামঃ-

Cookie-Editor – Extension Link


লিংকে ক্লিক করলে নিচের মতো ইন্টারফেস দেখতে পারবেন। ডানপাশে ‘Add to Chrome‘ – লেখায় ক্লিক করুন। তারপর পপআপ আসলে ‘Add extension‘ –  ক্লিক করবেন।

নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ-

এক্সটেনশন অ্যাড করা হয়ে গেলে নতুন একটা ট্যাব ওপেন করুন। তারপর নেটফ্লিক্স এর ওয়েবসাইটে প্রবেশ করুন। নেটফ্লিক্স হোমপেজেই থাকবেন।

তারপর ডানপাশে থাকা এক্সটেনশন আইকনে ক্লিক করুন।

নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ-

তারপর  একটু আগেই যে Cookie-Editor এক্সটেনশন’টি অ্যাড করলেন সেটায় ক্লিক করুন।

এখন তিন নাম্বারে থাকা অপশনটিতে অর্থাৎ Import – এ ক্লিক করুন।

নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ-

এবারে একটি ফাঁকা বক্স পাবেন এখানে আমার দেওয়া Cookie টেক্সটগুলো সম্পূর্ণ কপি করে পেস্ট করে দিন। তারপর নিচে ডানপাশে Import আইকনে ক্লিক করুন। 

NETFLIX PREMIUM COOKIES – GDRIVE

নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ-



Import – এ ক্লিক করার পর কিছু এরর দেখাইতে পারে আপাতত সেগুলো ইগনোর করুন এবং ব্রাউজারের রিফ্রেশ আইকনে ক্লিক করুন।

নিচের স্ক্রিনশট লক্ষ্য করুনঃ-

ব্রাউজার রিফ্রেশ হয়ে গেলে নিচের মতো নেটফ্লিক্স ইন্টারফেস দেখতে পারবেন। তারপর আপনারা আপনাদের পছন্দের মুভিগুলো স্ট্রিম করতে থাকুন।


সতর্কবার্তাঃ অ্যাকাউন্ট লগইন করার পর কেউ ভুলেও লগআউট বা পাসওয়ার্ড পরিবর্তন করতে যাবেন না।



আজকে এ পর্যন্তই।

বুঝতে বা আমার লেখায় কোন ভুল-ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। 


আপনাকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ লেখাটি পড়ার জন্য। আপনার সময় অনেক অনেক ভালো কাটুক।


ফেসবুকে আমি
Join Telegram Channel – Premium Resources|Free