Site icon Trickbd.com

সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং শহীদ বা মৃত সদস্য দের পড়িবার গন কি কি সুযোগ সুবিধা পায় এবং কি কি ভাতা পাবে ?

আমরা হয়ত জানি যে , সশস্ত্র বা সামরিক বাহিনী বলতে বোঝায় বাংলাদেশের সেনা নৌ ও বিমান বাহিনী কে ।


সর্বশেষ নতুন তালিকায় –
সুযোগ সুবিধা এবং ভাতা সর্বমোট ১৪ টি রয়েছে – আজকের ভিডিও তে আমরা সব গুলো সুযোগ সুবিধা ও ভাতা আপনাদের জানানোর চেষ্টা করবো ।
আশা করি আজকের পোষ্ট টি দেখার পর – আপনাদের সশস্ত্র বাহিনীতে চাকরি করার আগ্রহ আগের তুলনায় আরও বেরে যাবে । চাইলে ভিডিও টি দেখতে পারেন ।#CareerMessage

ভিডিও এর শেষে থাকছে আপনাদের জন্য একটি কুইজ প্রশ্ন আশা করি সবাই উঁর দেয়ার চেষ্টা করবেন -#CareerMessage

নাম্বার ১
শিক্ষা-বৃত্তি – ( শুধুমাত্র প্রাক্তন বা অবসর প্রাপ্ত জীবিত বা মৃত সদস্যের সন্তানদের জন্য প্রযোজ্য )
মাধ্যমিক – উচ্চ মাধ্যমিক – স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত ।

নাম্বার – ২
উৎসাহ মূলক বৃত্তি – (শুধুমাত্র প্রাক্তন বা অবসর প্রাপ্ত জীবিত বা মৃত সদস্যের সন্তানদের জন্য প্রযোজ্য)
৫ম শ্রেণী থেকে স্নাতকোত্তর পর্যন্ত ।

নাম্বার – ৩
পেশামূলক বৃত্তি – ( প্রাক্তন বা অবসর প্রাপ্ত জীবিত বা মৃত পড়িবারের সদস্য বা উভয়ের জন্য প্রযোজ্য )
সকল প্রকার কারিগরি প্রশিক্ষণ এ বিনামূল্যে অংশগ্রহণ করার সুযোগ ।

নাম্বার – ৪
চক্ষু চিকিৎসা ( শুধুমাত্র সশস্ত্র বাহিনীর প্রাক্তন বা অবসর প্রাপ্ত সদস্য এবং তাদের স্ত্রী গন এর জন্য প্রযোজ্য এবং চাকরিরত সদস্যদের সন্তান এর ক্ষেত্রে প্রযোজ্য – তবে সন্তান এর বসয় ১৮ বছর এর মধ্যে হতে হবে । #CareerMessage ]
বিনামূল্যে চক্ষু চিকিৎসা সহ অপারেশন এর প্রয়োজন হলে তা বিনা মূল্যে প্রদান করা হবে ।

নাম্বার – ৫
কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন – ( শুধুমাত্র সশস্ত্র বাহিনীর প্রাক্তন বা অবসর প্রাপ্ত সদস্যে দের জন্য প্রযোজ্য )

যদি কোন সদস্যের কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন বা মেরামত এর প্রয়োজন হয় – তাহলে তাকে তা বিনামূল্যে প্রদান করা হবে ।

নাম্বার – ৬
বিশেষ কিছু রোগের চিকিৎসা – ( প্রাক্তন বা অবসর প্রাপ্ত জীবিত বা মৃত পড়িবারের সদস্য উভয়ের জন্য প্রযোজ্য )
কিডনি – হৃদরোগ সহ মোট ১২ টি জটিল রোগের জন্য সকল খরচ বাবদ যত টাকা খরচ হবে সকল খরচ-কৃত টাকা বহন করা হবে ।

নাম্বার – ৭
বিশেষ চিকিৎসা – শুধুমাত্র সশস্ত্র বাহিনীর প্রাক্তন বা অবসর প্রাপ্ত সদস্য এবং তাদের স্ত্রী গন এর জন্য প্রযোজ্য এবং চাকরিরত সদস্যদের সন্তান এর ক্ষেত্রে প্রযোজ্য – তবে সন্তান এর বসয় ১৮ এর মধ্যে হতে হবে । #CareerMessage
বিশেষ চিকিৎসা বলতে বোঝায় – উন্নত চিকিৎসা বা বাংলাদেশ এ চিকিৎসা হয়না এমন কোন কাড়নে যদি দেশের বাহীরে যাওয়ার প্রয়োজন হয় তাহলে তা বিনামূল্যে বহন করা হবে ।

নাম্বার – ৮
মেডিক্যাল ডিসপেনসারি সুবিধা – [ শুধুমাত্র সশস্ত্র বাহিনীর প্রাক্তন বা অবসর প্রাপ্ত সদস্য এবং তাদের স্ত্রী গন এর জন্য প্রযোজ্য ]
সামরিক বাহিনীর অবসর প্রাপ্ত সদস্য ও তাদের স্ত্রী গন কে –
জেলা সামরিক বাহিনীর বোর্ডের আওতায় ২২ টি এবং ৭ টি সি এম এইচ এ অবস্থিত ডিসপেনসারি সমূহের মাধ্যমে
নিয়মিত চিকিৎসা জন্য ডাক্তার এবং ঔষধ সুবিধা প্রদান

নাম্বার – ৯
দুঃস্থ ভাতা – শুধুমাত্র সশস্ত্র বাহিনীর শহীদ ও মৃত সদস্য দের স্ত্রী গন এর জন্য প্রযোজ্য –
কোন সদস্য শহীদ হলে বা মারা গেলে তাদের স্ত্রী গন এই ভাতার অন্তর্ভুক্ত হবে ।

নাম্বার – ১০
বয়োজ্যেষ্ঠ ভাতা – শুধুমাত্র সশস্ত্র বাহিনীর প্রাক্তন বা অবসর প্রাপ্ত সদস্য জাদের বয়স ৬৫ ও ৭০ তাদের ক্ষেত্রে প্রযোজ্য ।
উক্ত ভাতা টি শুধুমাত্র মুক্তিযোদ্ধা সদস্য ( বয়স ৭০) এবং পার্বত্য চট্টগ্রাম এলাকায় অপারেশনে আহত সদস্য ( বয়স ৬৫) তাদের ক্ষেত্রে প্রযোজ্য ।

নাম্বার – ১১
আর্থিক সাহায্য – শুধুমাত্র সামরিক বাহিনীর অবসর প্রাপ্ত সদস্যদের কল্যাণার্থে সেনা কল্যাণ সংস্থার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিশেষ তহবিল হতে অর্থপ্রদান ।

নাম্বার – ১২
বিশ্রামাগার – সেনা কল্যাণ সংস্থার পরিচালনায় ঢাকা ও চট্টগ্রামে অফিসার বিশ্রামাগার এবং
জেসিও এবং ও আর দের জন্য ঢাকা চট্টগ্রাম ও রাজশাহীতে বিশ্রামাগার এর সুবিধা রয়েছে ।

নাম্বার – ১৩

বাসস্থান ব্যবস্থা – শুধুমাত্র সামরিক বাহিনীর অবসর প্রাপ্ত হত দরিদ্র মুক্তিযোদ্ধা সদস্য এবং শহীদ সদস্য বা মৃত সদস্য দের স্ত্রী দের জন্য বাসস্থান এর ব্যবস্থা ।
এবং সর্বশেষ নাম্বার – ১৪
শান্তি-নিবাস – শুধুমাত্র সামরিক বাহিনীর অবসর প্রাপ্ত হত দরিদ্র ও অসহায় সদস্য এবং তাদের স্ত্রী দের জন্য প্রযোজ্য ।
সেনা কল্যাণ সংস্থার অর্থায়নে পরিচালিত রংপুর সেনানিবাস এ শুধুমাত্র সামরিক বাহিনীর অবসর প্রাপ্ত হত দরিদ্র ও অসহায় সদস্য এবং তাদের স্ত্রী গন এর জন্য থাকা খাওয়া ও চিকিৎসার সু – ব্যবস্থা ।

এই চ্যানেলে আপনি ডিফেন্স এর সকল বাহিনী সম্পর্কিত সাহায্য মূলক ও তথ্যপূর্ণ ভিডিও সহ সকল সরকারি চাকরির গুরুত্বপূর্ণ ভিডিও পাবেন। সেই সাথে আপনাদের যে কোন প্রশ্ন অথবা মেডিক্যাল সমস্যার জন্য আমাদের ফেসবুক পেজের মাধ্যমে প্রশ্ন করে সাহায্য নিতে পারবেন।

আমাদের ইউটিউব চ্যানেল Career Message ও চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ।

আমাদের ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপ – জয়েন করুন 

আল্লাহ হাফেয । #Trickbd এর সাথেই থাকুন আশা করি এমন অনেক কিছুই পাবেন । যা আগে কখনো কোথাও পান নি ।

THANKS FOR VISIT & WITH LOVE  #CareerMessage #BangladeshArmy_Navy_Airforce #BangladeshArmedForces #MilitaryForces #DefenseAcademy #GovtJobBangladesh #BdDefenseJobCircular #BDJob #Trickbd

For Business Inquiries Contact me: – israfilhossaintxt@gmail.com