নিজেকে দিব্যি এনালাইস করার জন্য হেলথ ট্রাকিং থেকে শুরু করে ডিফারেন্ট টাইপের স্পোর্টস মুড ও নানা ধরনের ফিচার ইউজ করার জন্য। আমরা স্মার্টওয়াচ ব্যবহার করে থাকি।

আর আজকে এই গেজেট সিরিজে দেখতে চলেছেন কয়েকটি বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচ আর এই সকল স্মার্ট ওয়াচ গুলি আপনি বাংলাদেশ থেকে কিনে নিতে পারবেন।

তো চলুন দেখে আসি পাঁচটি বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচ।


Kospet Rock


আজকের পোস্ট শুরু করব একটি অ্যাডভান্স লেভেলের আউটডোর স্মার্ট ওয়াচ দিয়ে! নরমালি আমরা স্মার্ট ওয়াচ ইউজ করে থাকি। ডিফারেন্ট টাইপের ফিচারের জন্য।

এন্ড এটা ইজি টু ইউজ এন্ড ক্যারি হয়ে থাকে।

উপরের যে স্মার্ট ওয়াচের নাম বললাম ওটির মাঝে আপনি মাল্টিপল স্মার্ট ফিচার পেয়ে যাবেন। স্মার্ট ওয়াচটি দেখতে গুড লুকিং আর এটাকে যদি আপনি পানির মধ্যে রেখে বরফ জমিয়ে ফেলেন। তারপরও এই ওয়াচের মধ্যে বিন্দু পরিমাণ পানি ঢুকবে না। এর মানে হচ্ছে এটি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ।

স্মার্ট এই ওয়াচ টির ডিসপ্লে এতটাই স্ট্রং হয়ে থাকে যে এটার হেল্প এ আপনি ছোটখাটো যে কোন কিছু ভাঙতেও পারবেন।

সেই সাথে এটা ফুললি ডাস্ট প্রুফ ,প্রেশার প্রুফ। মানে এটার উপর দিয়ে গাড়ি গেলেও এই ওয়াচের কিছুই হবে না।

৩০ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং মাল্টিপল স্মার্ট ফিচার পাবেন।

মানে একটি স্মার্টও আছে যতগুলি ফিচার থাকে এর মাঝে পেয়ে যাবেন। অফার আল দেখা যায় আউটডোর এবং ফিটনেস ট্র্যাক করার জন্য এই স্মার্ট ওয়াচ টি আপনার জন্য পারফেক্ট চয়েজ হয়ে যাবে।

আর এই স্মার্ট ওয়াচটি কিনতে পারবেন দারাজ থেকে মাত্র ২৭০০ টাকা দিয়ে।


116 Plus Smart Watch


বন্ধুরা যদি আপনি একদম কম বাজেটের মধ্যে স্মার্ট ওয়াচ নিতে চান। তাহলে দেখে নিতে পারেন এই ওয়াচটি। আর এটার মাঝে আপনি অন্যান্য স্মার্টওয়াচ এর মত সব ধরনের ফিচার পেয়ে যাবেন।

স্মার্ট ওয়াযচ টি দেখতেও অনেক সুন্দর। আর এটার মাঝে আপনি স্কিপ কাউন্টার, হার্টবিট মনিটর, স্পোর্টস মুড, মেসেজেস ,মিউজিক প্লেয়ার, স্লিপ মনিটর, ওয়েদার আপডেট, ইভেন এটার মাঝে ক্যামেরাও পেয়ে যাবেন।

স্মার্ট এই ওয়াচটি আপনার স্মার্ট ফোনের সাথে কানেক্ট করতে হবে। এবং সবকিছু এনালাইস করতে পারবেন।

সেই সাথে এই স্মার্ট ওয়াচটি আপনি ডিফারেন্ট কালারের পেয়ে যাবেন এর ফলে আপনার পছন্দমত কালার প্রসেস করতে পারবেন।

এখানেই শেষ নাই এটার মাঝে কালার রিমান্নি অপশন হার্ট রেট মনিটর, ইভেন এটা ওয়াটার প্রুফ এটার ফলে যেকোনো সিচুয়েশনে ইজিলি ইউজ করতে পারবেন।

তো ফ্রেন্ডস বাজেটের মাঝে এ ধরনের স্মার্টওয়াচ আসলে অনেকটাই কাজে এসে থাকে আমাদের ডেইলি লাইফ এ।

আর ডিফারেন্ট টাইপের স্মার্ট ফিচার আপনার ডেইলি লাইফ কে এডভান্স এবং সিইউর বানায় দিবে।

আর যদি বলা হয় এটির প্রাইজের কথা তাহলে আপনি দ্বারাজ থেকে খুব সহজে ৩৮৯ টাকার মাঝেই পার্সেস করতে পারবেন।


Q12 Children Smart Watch


তিন নাম্বার স্মার্টওয়াচকে রাখা হয়েছে বাচ্চাদের জন্য একটি স্মার্ট ওয়াচ, আর এটার লুক এন্ড ডিজাইন দেখতে একদমই আই কেচিং।

যা বাচ্চাদের সহজেই পছন্দ হয়ে যেতে বাধ্য।

মাটি ওয়াচের মাঝে আপনি ভয়েস কল, লোকেশন ফিচার, এসওএস ফিচার, মানে বাচ্চারা কোথাও দূরে চলে গেলে বা বিপদে পড়লে এটি ব্যবহার করে সহজে বাচ্চার প্যারেন্টস কে নোটিফিকেশন নেয়া যাবে।

সেই সাথে স্মার্ট ওয়াচটি ওয়াটারপ্রুভ, তাই এটা সহজেই পানিতে নষ্ট হয়ে যাবে না।

এই স্মার্ট ওয়াচটির মাঝে রয়েছে কল ,ডাইল অপশন, ক্যামেরা ফিচার, মানে এটার হেল্প এ ফটোস বা ভিডিওস ধারণ করতে পারবেন।

এছাড়াও এফএম রেডিওর মতো অ্যাডভান্স ফিচার এটির মধ্যে পেয়ে যাবেন। এছাড়াও উইচ্যাট ,মিউজিক প্লেয়ার, ভয়েস চ্যাট, টু এ টু কলিং, এলাম ক্লক, ব্যাক কেস, এছাড়াও এ টির মাঝে আরো অনেক ধরনের এডভান্স ফিচার পেয়ে যাবেন।

স্মার্ট এই ওয়াচটির বিশেষ ফির্চার হচ্ছে এটির মাঝে সিম কার্ড ইনসাল্ট করার অপশন পেয়ে যাবেন! এর ফলে স্মার্টফোনের সাথে কানেক্ট করা ছাড়াই কল থেকে শুরু করে নোটিফিকেশন ইজিলি পেয়ে যাবেন।

অভারাল দেখা যায় ডিফারেন্ট টাইপের স্মার্ট ফিচার থাকায় বাচ্চাদের জন্য একদম পারফেক্ট চয়েজ হয়ে যায়! আর যদি বলি এটার প্রাইজের কথা তাহলে দারাজ থেকে কিনতে পারবেন মাত্র ৯৩০ টাকায়।


T500 Smart Watch


নরমালি এটেম সিরিজের স্মার্ট ওয়াচ প্রাইজের দিক দিয়ে অনেক বেশি হয়ে থাকে! আর যদি আপনি অ্যাপেলের ফ্যান হয়ে থাকেন।

আর কোন বাজেটের মধ্যে আপেলের স্মার্ট ফিউচার নিতে চান। তাহলে চোখ বন্ধ করে দেখে নিতে পারেন এই স্মার্টওয়াচটি।

আর এটি মূলত আপেল ওয়াচ এর কপি একটি স্মার্টওয়াচ। এটির মাঝে আপনি মাল্টিপল স্মার্ট ফিচার পেয়ে যাবেন।

ওয়াচ টি দেখতে গুড লুকিং এবং এটি দেখতে একদমই অ্যাপেল ওয়াচের মত।

স্মার্ট এই ওয়াচটির মাঝে স্টাইলিং ওয়ালপেপার পেয়ে যাবেন আর এটা একদম স্মুতলি ওয়ার্ক করে থাকে।

সেই সাথে এটার হেল্পে কল থেকে শুরু করে কল রিসিভ করতে পারবেন। মোশন রেকর্ড ফিচার, ক্যালেন্ডার, ফিজিক্যাল। হাইড্রেট মনিটর ব্লাড প্রেসার মনিটর, এছাড়াও এটির মাঝে আরো মাল্টিপল অ্যাপস পেয়ে যাবেন।

লাইক ফেসবুক মেসেঞ্জার টুইটার ইত্যাদি ইত্যাদি।

গাইজ এ ধরনের স্মার্ট ওয়াচ সত্যি অনেক আমেজিং হয়ে থাকে। আর এটির মধ্যে থাকা মাল্টিপল ফিচার আপনার ডেইলি লাইফ কে অনেক বেশি অ্যাডভান্স বানিয়ে দিবে।

আপনার daily ব্যবহার করার জন্য এ ধরনের স্মার্ট ওয়াচ অনেক কাজে আসবে। আর অ্যাপেলের কপি হওয়ার কারণে দেখতে একদম আপেলের মতোই লাগে।

স্মার্ট এই গ্যাজেটটি আপনি অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএসও কানেক্ট করে ব্যবহার করতে পারবেন। আর যদি বলা হয় এটির দামের কথা তাহলে দারাজ থেকে মাত্র ৯৯০ টাকার মধ্যে কিনতে পারবেন।


FD68S Smart Watch


গাইস স্মার্ট ওয়াচ তো অনেক দেখলেন তাহলে চলুন আরেকটি একদম কম বাজেটের স্মার্ট ওয়াচ সম্পর্কে দেখে নেয়া যাক।

ফাস্টফল স্মার্ট এই ওয়াচ টি ডিজাইন করা হয়েছে সার্কুলার শেপ এ। যা দেখতে অনেকটাই কুলিং লাগে।

এছাড়াও আপনি এটির মাঝে অন্য সকল স্মার্টওয়াচের মত সব ধরনের সুবিধা পেয়ে যাবেন। কল থেকে শুরু করে মেসেজেস এছাড়াও ডিফারেন্ট টাইপের অ্যাপ ফিচার এটির মাঝে পেয়ে যাবেন।

স্মার্ট এই ওয়াচটির মাঝে ক্যামেরা কন্ট্রোল ফিচার দেয়া হয়েছে। এর ফলে ইমারজেন্সি সিচুয়েশনে এটার সাহায্যে ফটোস বা ভিডিও ইজিলি শুট করতে পারবেন।

সেকেন্ড কাউন্টার, হার্টবিট মনিট, মাল্টিপল স্পোর্টস মুড,মিউজিক প্লেয়ার, ওয়েদার আপডেটসহ ইত্যাদি ফিচার্স পেয়ে যাবেন এটির মাঝে।

শুধু এখানেই শেষ নয় এটির মাঝে গ্যালারি থেকে শুরু করে এলাম ক্লক অ্যাপ্লিকেশন নোটিফিকেশন স্লিপ মনিটর অপশন পেয়ে যাবেন। অভারল দেখা যায় বাজেটের দিক দিয়ে কম হলেও ফিচারের দিক দিয়ে কম রাখা হয়নি।

তাই আপনার বাজেট যদি একদমই কম হয়ে থাকে তাহলে এটি আপনার জন্য বেস্ট চার্জ হবে কারণ এটি প্রাইস হচ্ছে মাত্র ৫৫০ টাকা যেটি দারাজ থেকে আপনি চাইলে সহজেই কিনতে পারবেন।

তো ফ্রেন্ডস শেষ করছি আজকের আয়োজন এই পাঁচটি স্মার্টওয়াচের মধ্যে কোন স্মার্টওয়াচটি আপনার সবচাইতে ভালো লেগেছে সেটি কমেন্ট সেকশনে জানাতে পারেন।

আরো পড়ুন-


পর্নোগ্রাফির মধ্যে গড়ে ওঠা এক জেনারেশন!

ফারহানের কলিজা কাঁপানো কষ্টের পাঁচটি নাটক দেখুন এখানে ক্লিক করে

আজকের মত এ পর্যন্তই আমাদের TrickBD এর সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ।

12 thoughts on "১ হাজার টাকার মাঝে সেরা ৫ স্মার্টওয়াচস।"

  1. MD Musabbir Kabir Ovi Author says:
    যদিও ওয়াচ আমি use করিনা, তবুও এই পোস্ট দেখে

    কিনার ইচ্ছে জাগছে, যায় হোক পোস্ট টি ভালো হয়েছে, কম বাজেটে ভালো কিছু পাওয়া যাবে

    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      Hmm thank you ?
    2. MD Musabbir Kabir Ovi Author says:
      You are wellcone
  2. Ashraful Author says:
    Kom takar Watch e shomossa hocche er sensor thikmoto kaj korena. But jader budget kom tara nite pare.
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      Ji.
  3. Shamim Author says:
    Eta ki rokom hobe
    1. Anamika Chowdhury Subscriber Post Creator says:
      Konta?
  4. Adhish-ABS Author says:
    t500 kinsilam 700tk die
  5. ৪০০-৫০০ টাকার মধ্যে কোন ঘড়ি আছে?
  6. λττιτυδξ κιζζεπ Contributor says:
    1000 tk e kothay kospet rock watch sell kore…online shop er link ta din
  7. vromonkal.com Contributor says:
    দারুন, কম বাজেটে ভালো কিছু পাওয়া যাবে।

Leave a Reply