বাংলাদেশ সেনাবাহিনীর কোন পদবীতে চাকরির জন্য কি কি যোগ্যতা লাগে তা হয়ত সবাই আমরা মোটামুটি জানি –
কিন্তু এটি হয়ত জানি না যে – সেনাপ্রধান হতে গেলে কি কি যোগ্যতা লাগে ? [ আপনি চাইলে ভিডিও টি দেখতে পারেন ] ভিডিও –
এখন হয়ত ভাবছেন যে এ আর তেমন কি বিষয় কারণ – ধাপে ধাপে সেনাপ্রধান হওয়া যায় ।
যদি আপনি এটি ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন – কারণ সেনাপ্রধান হওয়ার জন্য চাকরির হওয়ার আগে থেকে চাকরি জীবন পর্যন্ত অনেক ব্যাপার রয়েছে ।
কারণ – বাংলাদেশের সেনাপ্রধান হতে গেলে প্রথমত আপনাকে ১৭-১৮ বছর বয়সের মধ্যে বিএমএ লং কোর্স বা দীর্ঘ মেয়াদী কোর্সে জয়েন করতে হবে। সর্ট কোর্স বা স্বল্প মেয়াদী কোর্সের কেও সেনাপ্রধান হতে পারবে না ।
সেনাপ্রধান হওয়ার ক্ষেত্রে এখানে একটি টুইস্ট আছে যেমন – সাধারণত বিএমএ লং কোর্সে জয়েনিং এর বয়স ১৭-২১ বছর হয় –
কিন্তু আপনি যদি ২০/২১ বছর বয়সে জয়েন করেন তবে বয়সের কারণে সেনাপ্রধান পদে পদোন্নতির জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন ।
ফলে আপনাকে Lt. General পদে যেয়ে অবসরে যেতে হবে। সুতরাং সেনাপ্রধান হতে হলে আপনাকে ১৭ থেকে ১৮ বছরের মধ্যে চাকরিতে জয়েন করতে হবে ।
এরপর আসা যাক পদন্নোতি কীভাবে হবে। –
সাধারণত Lieutenant থেকে Major(বা জুনিয়র অফিসার) দের পদন্নোতি হয় নির্দিষ্ট সময় সার্ভিস এবং প্রমোশন পরীক্ষা দেওয়ার মাধ্যমে।
মেজর পদে একজন জুনিয়র অফিসারের চাকরির বয়সসীমা ২৩ বছর পর্যন্ত হয়ে থাকে এবং সেনাবাহিনীর অধিকাংশ কর্মকর্তা বা জুনিয়র অফিসার এই মেজর পদবীতে এসে অবসর গ্রহণ করেন।
এরপর যারা পরবর্তীতে পদোন্নতি পেয়ে Lt. Colonel হয় তাদের চাকরির বয়স সীমা প্রতিটি প্রোমোশনের সাথে বাড়তে থাকে।
এবং নির্দিষ্ট ক্রাইটেরিয়া পূরণের মাধ্যমে পরবর্তী প্রমোশনগুলো পেয়ে থাকেন একজন প্রার্থী বা অফিসার ।
তবে এই উচ্চ পদস্থ পদবীগুলো পাওয়ার জন্য উচ্চশিক্ষা বিশেষ গুরুত্ব রাখে এবং প্রার্থীর চাকরি জীবনের রিপোর্ট ও দৈনন্দিন জীবনের রিপোর্ট অত্যন্ত স্বচ্ছ হতে হয় ।
এরপর Colonel থেকে Brigadier General তারপর Major General
এরপর Lieutenant General পদে পদোন্নতির পর নির্দিষ্ট সময় এই Lieutenant General পদে সার্ভিস দেওয়ার পর প্রধানমন্ত্রী পরামর্শে রাষ্ট্রপতি যেকোনো একজন Lieutenant General কে সেনাপ্রধান হিসেবে নিযুক্ত করেন ।
এক্ষেত্রে সিনিয়রটিকে প্রাধান্য দেওয়া হয় ।
অর্থাৎ সকল Lieutenant General এর মধ্যে যার ব্যাচ নাম্বার আগে সেই ই সেনাপ্রধান হিসেবে নির্বাচিত হতে দায়িত্ব পালন করা শুরু করে । এর বাহীরেও কিছু বিষয় থাকতে পারে তবে মুখ্য বিষয় এগুলোই ।
আই হোপ আজকের বিষয় টি থেকে অনেক কিছু জানতে পেরেছেন – টপিক টি ভালো লাগলে একটি কমেন্ট করবেন । এমন আরও তথ্য পূর্ণ ভিডিও পেতে চ্যানেল টি সাবস্ক্রাইব করে পাসের বেল আই কোন টি ক্লিক করে রাখুন ।
সবাই ভালো থাকবেন । Career Message এর সাথেই থাকবেন । আল্লাহ হাফে-য ।
আমাদের ইউটিউব চ্যানেল Career Message ও চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ।
আমাদের ফেসবুক ম্যাসেঞ্জার গ্রুপ – জয়েন করুন
আল্লাহ হাফেয । #Trickbd এর সাথেই থাকুন আশা করি এমন অনেক কিছুই পাবেন । যা আগে কখনো কোথাও পান নি ।
THANKS FOR VISIT & WITH LOVE
For Business Inquiries Contact me: – israfilhossaintxt@gmail.com