Site icon Trickbd.com

চলুন জেনে নেয়া যাক ২০২২সালের আলোচিত ঘটনাগুলো!!

Unnamed

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

দেখতে দেখতে ২০২২ সালের শেষ পর্যায় চলে আসলো ।আজকে ২০২২ সালের শেষ দিন অর্থাৎ ৩১শে ডিসেম্বর ২০২২।

বছর বছর বিভিন্ন আলোচিত ঘটনা গুলো ঘটে থাকে ২০২২ সালে এর ব্যতিক্রম ঘটেনি। তো চলুন দেখে নেয়া যাক এই বিদায়ী বছরে কি কি আলোচিত ঘটনা ঘটেছে।

প্রথমেই বলতে হয় 2022 সালের শুরুর দিকে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ। ২০২২ সালের ২৪ শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেন কে আক্রমণ করে।

এরপর থেকে দুই দেশের মধ্যে সংঘাত চলে আসছে এখনো এটি চলমান এই জন্য বিশ্বব্যাপী সবকিছুর মূল্যস্ফীতি ঘটেছে বাংলাদেশও এর ব্যতিক্রম নয়।

২০২২ সালের ৮ সেপ্টেম্বর বৃটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। এবং রাজা তৃতীয় চার্লস সিংহাসন আরোহণ করেন।

বলা হয়ে থাকে ব্রিটিশদের মধ্যে সর্বোচ্চ বেশি শাসনকারী ব্যক্তি হচ্ছেন রানী দ্বিতীয় এলিজাবেথ তিনি প্রায় ৭০ বছরের মতো শাসন করেছেন।

জাপানের প্রধানমন্ত্রীর শিনজো অ্যাবে ২০২২ সালের ৮ই জুলাই জাপানে রাজনৈতিক সমাবেশ চলাকালে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে অনেক সাহায্য সহযোগিতা করে। মূলত বাংলাদেশ তার কাছে ঋণী।

এতক্ষণ তো আন্তর্জাতিক সংবাদ গুলো শোনা হলো চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশে কি কি ঘটেছে ২০২২ সালে।

বাংলাদেশ বিশেষ করে ২০২২ সালে উন্নয়নশীল বিভিন্ন কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত ছিল। ২০২২ সালের ২৫ শে জুন বাংলাদেশে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করা হয়।

যা নির্মাণে বাংলাদেশের খরচ হয়েছে৩০হাজার কোটি টাকার মতো। যার সুফল এখন বাংলাদেশ পাচ্ছে। কোন বৈদেশিক সহায়তা না ছাড়াই বাংলাদেশের নিজস্ব অর্থায়নে এ সেতুটি নির্মাণ করা হয়েছে।

২০২২ সালের ২৮শে ডিসেম্বর বাংলাদেশে স্বপ্নের মেট্রোরেল চালু হয়। পৃথিবীতে ৫৭ তম দেশের তালিকায় চলে যায় বাংলাদেশ মেট্রোরেল তৈরি করে।

বর্তমানে উত্তরার দিয়াবাড়ি থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। আগামী ২০২৩ সালের মার্চ মাসের পরে থেকে মেট্রো রেলের বাণিজ্যিক কার্যক্রম পুরোপুরি ভাবে চালু হবে।

২০২২ সালে সেপ্টেম্বর মাসে বাংলাদেশের নারী খেলোয়াররা প্রথমবারের মতো নারী সাফ দলের শিরোপা জয় করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে।

তাদেরকে ছাদখোলা গাড়িতে বরণ করে নেওয়া হয় বিমানবন্দর থেকে।

২০২২ সালের ১৮ ডিসেম্বর কাতারে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ফুটবলে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর আর্জেন্টিনা ফিফা বিশ্বকাপ জয় করে।

সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশে ব্যাপক উদযাপনের মাধ্যমে বিশ্বকাপ উদযাপন করে আর্জেন্টিনা ভক্তরা

২০২২ সালে বাংলাদেশের অনেক অর্জন রয়েছে আবার বাংলাদেশের অনেক ক্ষতিকর বিভিন্ন দিক ২০২২ সালে ফুটে উঠেছে।

১১ ই মে ২০২২ থেকে বাংলাদেশের সিলেট বিভাগে প্রচন্ড ঝড় বৃষ্টি হয় চারিদিকে পানি উঠে যায়। এবং তীব্র বন্যার সৃষ্টি হয়। যা মানুষকে অনেক ভোগান্তির মধ্যে ফেলেছিল। অনেক মানুষের মৃত্যু ঘটেছিল।

২০২২ সালের ৪ জুন চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে আগুন এর সূত্রপাত ঘটে। এই ভয়াবহ আগুনে অগ্নিদগ্ধ হয়ে অনেক মানুষ মৃত্যুবরণ করে। এবং অনেক মালামাল ক্ষতিগ্রস্ত হয়।

এছাড়াও ২০২২ সালে আরও বিভিন্ন ঘটনা ঘটেছে তবে এগুলোই সবচেয়ে বেশি উল্লেখযোগ্য ঘটনা ছিল ২০২২ সালে।

২০২২ সাল শেষ আজকে রাত পোহালেই আগামীকাল ২০২৩ সালের শুরু। আশা করি নতুন বছর আমাদের সকলের ভালোভাবে যেন শুরু হয়।

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন। Happy new year 2023

তো বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য এবং নিত্য নতুন সকল আপডেট পেতে trickbd এর সাথেই থাকুন।

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে

আমার ফেসবুক আইডি

Exit mobile version