Site icon Trickbd.com

নতুন ভোটার হতে চান? আবেদন পদ্ধতি জানেন না??নিয়ে নিন সমাধান!!

Unnamed

আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আমাদের সবার জীবনের গুরুত্তপূর্ণ এক জিনিষ হলো জাতীয় পরিচয় পত্র,, যেটির মধ্যে আমাদের জাতীয়তা প্রকাশ পায়।

জাতীয় পরিচয় পত্র পেলে সব ধরনের নাগরিক সুবিধা পাওয়া যায়,, কিন্তু যাদের কাছে এটা নেই তারা বেশ সমস্যার সম্মুখীন হয়।

তো যাদের জাতীয় পরিচয় পত্র নেই তারা কি করবেন জেনে নিন এই পোস্ট এর মাধ্যমে।

মূলত বর্তমানে ম্যানুয়ালি ভোটার হওয়ার জন্য আবেদন করা লাগে না,, চাইলেই নিজে নিজে ঘরে বসেই আবেদন করতে পারবেন নিজের ভোটার আইডি কার্ড এর জন্য।

আমাদের মধ্যে অনেকেই একটু চিন্তা করেন অনলাইন এ আবেদন করবেন নাকি উপজেলা তে গিয়ে নির্বাচন অফিসে আবেদন করবেন।

তাদের কে আমি বলবো আপনারা নিজে নিজে আবেদন করুন,, কারণ অনেক সময় সকল তথ্য দেওয়ার পর ও নির্বাচন অফিস থেকে ভুল আসে।

এটার মূল কারণ হলো উপজেলা তে অনেক লোকজন আসে আবেদন এর জন্য,, সুতরাং তাদের দ্রুত কাজ করতে হয় সবার জন্য।

সেই কারণে সব কিছুর ক্ষেত্রে মাঝে মাঝে অনেক এর সমস্যা হয়,, পরে আইডি কার্ড হাতে পেলে তাদের বিভিন্ন সমস্যা তে পড়তে হয়।

আজকে বলবো আপনারা নিজেরা আবেদন করবেন যখন সব হয়ে যাবে এসএমএস পাবেন আপনার ফোনে তখন উপজেলা তে গিয়ে

হাতের আঙ্গুলের ছাপ এবং ছবি তুলে আসবেন এক মাস এর মধ্যে জাতীয় পরিচয় পত্র পেয়ে যাবেন।

অনলাইনে যেভাবে ভোটার হবেন

প্রথমে আপনি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করুন,, এইবার এই লিংকে ক্লিক করুন আবেদন এর জন্য।

এইখানে আপনাকে আপনার কিছু তথ্য দিয়ে একটি একাউন্ট খুলতে হবে,, আশা করছি পারবেন আপনারা তাই দেখলাম না।

এইবার প্রবেশ করে আবেদন লিখা আছে সেখানে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিবেন ।

একাউন্টে রেজিষ্টার করবেন যেভাবে

আপনারা অনেকেই আছেন যে রেজিস্ট্রেশন একা একা পারেন না,, তাদের জন্য আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে রেজিষ্টার করবেন।

নির্বাচন কমিশন এর অফিসিয়াল এই লিংকে ক্লিক করবেন প্রথমে।

একাউন্ট খুলতে এইখানে ক্লিক করুন

সঠিক জন্ম তারিখ এবং একটা ক্যাপচা এন্ট্রি করতে হবে।

এইবার আপনার মোবাইল নাম্বার দিয়ে একটা ভেরিফিকেশন কোড যাবে সেটা এইখানে দিয়ে দিবেন এবং একাউন্ট সেট করে নিবেন।

ব্যক্তিগত তথ্য প্রদান

এইবার আপনাদের তো রেজিস্ট্রেশন হয়ে গেলো এইবার কাজ হলো আপনার প্রোফাইল সেট করা।

বিস্তারিত প্রোফাইল লিখা তে ক্লিক করুন।

এইবার মূলত আপনার ৩ প্রকার কাজ করতে হবে,,

এই যে এডিট অপশন দেখা যাচ্ছে সেইখানে ক্লিক করুন।

এইবার আপনারা এইসব তথ্য গুলো পূরণ করুন।

✅আপনার জন্ম নিবন্ধন অনুযায়ী তারিখ দিবেন।

✅ আপনার ব্যক্তিগত তথ্য দিবেন।

✅ আপনার আসল ঠিকানা লিখবেন ।

সব কিছু ঠিকমত দেখে পূরণ করবেন, ভুল যেনো না হয়,, ভুল হলে আপনার নিজের জন্যই ক্ষতি।

এইবার সব দেখে নিয়ে এই যে সাবমিট লিখা আছে সেটাই ক্লিক করবেন।

আবেদন যদি করেন পেন্ডিং দেখাবে আর যদি সব ঠিক থাকে এই যে এইখানে ডাউনলোড আইকন দেখতে পাচ্ছেন,, সেটাই ক্লিক করে ডাউনলোড করে নিন।

কারণ এইখানে আপনার দেওয়া সকল তথ্য আছে,, যেটা উপজেলা নির্বাচন কমিশন অফিসে জমা দিতে হবে।

ডাউনলোড শেষ হলে এইখানে আপনি আপনার সব তথ্য গুলো দেখতে পারবেন।

✅ চেয়ারম্যান সার্টিফিকেট লাগবে, আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ থেকে পাবেন।

✅ মেম্বার এবং চেয়ারম্যান এর ভোটার আইডি কার্ড এর ফটোকপি

✅মা বাবার ভোটার আইডি কপি

✅আপনার জন্ম নিবন্ধন কপি।

✅আপনার ছবি।

✅ বাড়ির ট্যাক্স বা বিদ্যুৎ বিল এর কাগজ লাগবে।

সব কিছু এক সাথে করে নিয়ে দেখে শুনে নিয়ে উপজেলা নির্বাচন কমিশন অফিসে জমা দিবেন

এবং ২ বা ২.৫ মাস এর মধ্যে আপনার ফোনে এসএমএস আসবে আইডি কার্ড এর জন্য।

তারপর আইডি কার্ড এর জন্য আপনারা গিয়ে সব কিছু কাজ কমপ্লিট করবেন,, ভোটার আইডি কার্ড পেয়ে যাবেন।

তো এইভাবেই চাইলে নিজে নিজে ভোটার হতে পারবেন কারো সাহায্য ছাড়াই।

ধন্যবাদ সবাইকে TRICKBD এর সাথেই থাকুন।