সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন।

আজকে আপনাদের সাথে ChatGpt এর ওয়েব টুলস শেয়ার করব, 

তো যেহেতু Chattgpt নিয়েই কথা বলব প্রথমে chatgpt  সম্বন্ধে কিছু ধারণা দিয়ে দেই কারণ এটা নিয়েই যেহেতু এই Post টা,

প্রায় কয়েক সপ্তাহ আগে আমি একটি চ্যাট জিপিটি এপ বানানোর পর সেটি নিয়ে অলরেডি ট্রিকবিডি ওয়েবসাইটে  পোস্ট করেছিলাম,

এখন একটি ওয়েব তৈরি করে সেটা নিয়ে পোস্ট করছি আপনারা চাইলে আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন, এমন চ্যাট ডিপিটি শুধুমাত্র আপনারা ওপেন এ আই এর এপিআই ব্যবহার করে।

যেটি আপনারা অ্যাকাউন্ট তৈরি করে ডেভেলপার সেকশনে থেকেই এপিআই তৈরি নিতে  পারেন তো যাই হোক,

Chatgpt হলো Open Ai এর তৈরি একটি চ্যাট Bot. যার মাধ্যমে আপনারা যে কোন প্রশ্ন করে সেটির answer বা উত্তর নিতে পারেন।

তবে আপনাদের সব প্রশ্নের সঠিক উত্তর পাবেন তাও নয় কিছু কিছু প্রশ্ন হয়তো বা একটু ভুল হতে পারে।

তবে আপনারা এখানে প্রোগ্রামিং রিলেটেড একদম যে কোন সঠিক প্রশ্নের উত্তর পাবেন এবং আপনারা চাইলে বিভিন্ন প্রশ্ন লিখতে পারেন বা সেখান থেকে জানতে পারেন।

আর ইংলিশে আপনারা খুব সহজেই এটি ব্যবহার করতে পারবেন এবং এই chat  জিপিটি অফিসিয়াল ওয়েবসাইট এর থেকেও,

অনেক অনেক ভাল স্পিডে কাজ করবে,  আমি যেটা শেয়ার করবো আজকে।

প্রথমে আমি আপনাদের সাথে Chatgpt অফিসিয়াল ওয়েবসাইটে যে সমস্যা গুলো আছে এগুলো তুলে ধরি।

সাধারণত আমরা যখন চ্যাট gpt ওয়েব সাইটে ব্যবহার করে কোন প্রশ্ন করি তখন দেখা যায় এটা যদি প্রোগ্রামিং রিলেটেড হয় তাহলে ধরুন আমরা যদি কোন একটি ওয়েবসাইট বা অ্যাপের জন্য কোন প্রোগ্রাম করতে চাই তাহলে দেখা যায় যে এটি কোডগুলো লিখতে লিখতে হঠাৎ থেমে যায়।

অর্থাৎ পরিপূর্ণ কোড না দিয়েই এটা অটোমেটিক বন্ধ হয়ে যায় আবার দেখা যায় আমরা যখন ওয়েবসাইটটি ওপেন করি তখন হচ্ছে ChatGPT বিভিন্ন ভেরিফিকেশন করতে বলে, তারপর ও chatgpt ওয়েবসাইট ওপেন হয় না.

এবং যারা সাধারন পাবলিক আছে তারা যখন ChatGPT ব্যবহার  করে তখন তাদের কাছে যখন রোবট ভেরিফাই দেওয়া হয়।

তারা অনেকে এটি ভেরিফাই করতে পারেনা ফলে ChatGPT

ব্যবহার করতে পারেনা এবং কখনো যদি অফিশিয়াল ইন্টারফেস  শো করে তখন প্রশ্ন করার পর, অনেক সময় আটকে আটকে কোশ্চেনের উত্তর দেয় সেটি অনেকের কাছে বিরক্ত লাগে।

কিন্তুু

আজকে আমি  Cgatgpt api দিয়ে Chatgpt বানানোর পর আপনাদের সাথে শেয়ার করছি ওপরে যে সমস্যাগুলোর কথা বলা হয়েছে আমি আশা করছি আপনাদের একটা সমস্যা থাকবে না.

বিশেষ করে এখানে আপনাকে কোন একাউন্ট খুলতে হবে না কোন রোবট ভেরিফাই করতে হবে না বা কোন ক্যাপচা ভেরিফাই করতে হবে না.

একদম শুধুমাত্র লিংক ওপেন করেই আপনারা আপনার মন খুলে যে কোন প্রশ্নের উত্তর নিতে পারবেন এবং খুব দ্রুত স্পিডে আপনারা এই প্রশ্নগুলোর উত্তর নিতে পারবেন.

আমাদের বাংলা ভাষা সেটি মাঝেমধ্যে কাজ করে না কিন্তু এটার মাধ্যমে আপনারা খুব সহজে বাংলা ভাষা দিয়েও লিখতে পারেন।

তো প্রথমে আপনারা এই চ্যাট জিপিটি ওয়েবসাইটটি ওপেন করে নিবেন,

তারপর আপনার সামনে ওয়েবসাইটটি ওপেন হবার পর এরকম শো করবে এবং এখানে আপনারা যে লিখতে লেখার অপশন আছে সেখানে আপনারা ক্লিক করে আপনার যে ভাষায় প্রশ্ন করতে মন চায় আপনি সেই ভাষায় প্রশ্ন করবেন।

তো সাপস আমি আপনাদের দেখানোর জন্য এখানে কিছু উদাহরণস্বরূপ প্রশ্ন করলাম,

এটা আমি ইংরেজিতে প্রশ্ন করলাম আপনাদের দেখানোর জন্য, এখানে আপনারা বাংলা ভাষা দিয়েও,

সহজে যেকোন ভাষায় প্রশ্ন করতে পারেন সাপস আমি বাংলায় নিচে একটি প্রশ্ন করলাম,

দেখুন জাস্ট ওয়াও আমি আপনাদের কিছু বলবো না আপনারা নিজেরাই যখন ওপেন করবেন যখন প্রশ্ন করবেন তখন দেখতে পারবেন।

এখন ধরুন আমি html এর কিছু ট্যাগ নেবো

তো এখানে দেখুন প্রশ্ন করা মাত্রই কত সুন্দর সাজিয়ে গুছিয়ে একদম ইজি ভাবে সব ট্যাগ দেখিয়ে দিল এখানে নিচে আরো ট্যাগ আছে, তবে আমি আপনাদের উপরে প্রশ্নের উত্তর গুলো শুধু স্ক্রিনশট দিলাম।

নিচের লিংক থেকে এই ChatGPT Open করে নিন।

Chatgpt Web Link: https://tinyurl.com/teamxChatgpt

এরকম বিভিন্ন টুলস এবং  হ্যাকিং, বাগ বাউন্টি, বিভিন্ন টিপস এন্ড ট্রিকস, এন্ড্রয়েড অ্যাপস সহ সকল প্রিমিয়াম এপস এবং যাবতীয় প্রযুক্তি ইন্টারনেট বিষয়ে ইনফরমেশন পেতে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ক্লিক করতে পারেন।

ব্যবহার করতে কোন সমস্যা হলে উল্টাপাল্টা কমেন্টে বংশের পরিচয় না দিয়ে আমাকে জানাবেন আমি সব সমস্যা ঠিক করে দেব তবুও বলছি কোন প্রকার উল্টা পাল্টা মন্তব্য করবেন না।

তো এই ছিল মূলত আজকের পোস্ট দেখা হবে বা কথা হবে আগামী কোন পোস্টে।

সবাই ভাল থাকবেন আল্লাহ হাফেজ।

19 thoughts on "বানিয়ে ফেললাম ChatGPT Web. কোনো প্রকার একাউন্ট লগইন ছাড়াই ফুল ফিচার্স এ ব্যবহার করুন ChatGPT।"

  1. Md Swapon Mia Contributor says:
    কিভাবে বানালেন এই চ্যাট বট A-Z প্রসেস দিলে ভালো হতো
    1. Shofikul Islam Author Post Creator says:
      @Md Swapon Mia Typescript, html css এবং Open Ai এর Api Key use করে বানিয়েছি
  2. KawႽαᖇ AӀɑო✨ Contributor says:
    অসাধারণ, ধন্যবাদ ✔️
    কিন্তুু আপনি তো বললেন বানিয়ে ফেললাম ChatGPT Web? সেটা কিভাবে?? #Shofikul Islam
    1. Shofikul Islam Author Post Creator says:
      @KawႽαᖇ AӀɑო Thanks for your best comment bro? এটা html, css, typescript, open ai api key use করে বানিয়েছি।
  3. Arif6676 Contributor says:
    Gaja kheye likhchilen naki vai? Post ta ekbar nijei pore dekhun to, ki likhechen eshob.
    Heday naki abar programmer. Banan er ja obostha, koti koti error kheye boshe thakben
    1. Shofikul Islam Author Post Creator says:
      @Arif6676 আপনার মত কিছু নুব মার্কা গাজাখোর কমেন্ট করবে দেখে এজন্য পোস্টের ভিতর বলে দিলাম, তারপর ও এরকম কমেন্ট করলেনই। বাংলা টাইপ করে লিখলে ৩০/৪০ মিনিট লাগবে, এজন্য বাংলা লেখা Voice Typings করছিলাম। যে কারনে কিছু বানান মিস্টেক আছে। যা পরবর্তী পোস্টে সেগুলো ইমপ্রুভ করবো। সেটা ভালো ভাবে বললেও তো পারতেন। আসা করি বুঝতে পারছেন ইয়াবা খোড়।?

      আমার সমন্বে না জেনে মন্তব্য করবেন না, ইংরেজি লেখা, কম্পিটিশন যদি করতে চান, মিট এ আসিয়েন লাইভে Writing competition করবোনে। হুদাই একটা মিস্টেক এর জন্য, আহাম্মক এর মত আরেকটার সাথে তুলনা দেন কেনো? বাংলা বানান এর সাথে Programme & কোডিং এর তুলনা দেয় Lol?

    2. Abu Sayed Contributor says:
      @Arif6676 গিটহাব থেকে কপি করে নিজের নামে চালাই দিছে! ফ্যাভিকন ও চেঞ্জ করে নাই!

      https://github.com/ddiu8081/chatgpt-demo
      ডেমোঃ https://chatgpt.ddiu.me/

    3. Shahriar Ahmed Shovon Author says:
      বাদ দেন ভাই। উনি দাবি করল ইংরেজিতে নাকি খুব স্কিল্ড। একটু কষ্ট করে উনার পার্সোনাল পোর্টফোলিও সাইট টা ঘুরে আসেন। ইংরেজির অবস্থা দেখলেই বুঝতে পারবেন কেমন স্কিল্ড। তবে বয়সে ছোটো একসময় এসব পাইরেসি, অপ্রয়োজনীয় তর্ক এগুলোর জন্য নিজেই লজ্জা পাবে। আর আপনিও একটু ভদ্র ভাবে বললেই হতো আরকি।
    4. Shahriar Ahmed Shovon Author says:
      @Arif6676 ভাই এবং @Abu Sayed ভাইকে রিপ্লে দিলাম। এডিট করা যায়না দেখে এভাবে লিখতে হচ্ছে।
  4. Md+Rokon+Khan Contributor says:
    অসাধারণ শফিকুল ভাই। অনেক সুন্দর কাজ করে। আমি আপনার বাাননো সব গুলো এপ ওয়েবসাইট এই প্রায় ইউজ করি, সত্যিই অনেক কাজের আপনার প্রশংসা না করে পারলাম না।
  5. Md+Rokon+Khan Contributor says:
    big fan vai. ভালো মন্দ মিলেই দুনিয়া। লোকজন এর জন্য এতকিছু করেন, আর তারা এমন ভাষা বেবহার করে কমেন্ট করে। এগুলাতে কিছু মনে করবেন না ভাই, ভালোর মধ্যে এরকম কিছু ছেচড়া লোক থাকবেই এগুলাতে কিছু না মনে করে, আপনি আরেও নতুন নতুন কার্যকারী এপ ওয়েবসাইট বানিয়ে শেয়ার করবেন। অনেক কাজের আপনার টুলস গুলা??
    1. Shofikul Islam Author Post Creator says:
      @Md+Rokon+Khan Thank you bro..Apner kotha gulo onek valo laglo.
  6. Rasedul Hasan Contributor says:
    ভাই, ইউজার ইনপুট আর API রেস্পন্স ডানে বামে থাকলে কি ভালো হত না!
    1. Shofikul Islam Author Post Creator says:
      @Rasedul Hasan Thanks for your suggestion. যখন ফ্রী হবো, আপডেট করে ঠিক করে দেবোনে।
  7. Abu Sayed Contributor says:
    আপনি নিজে বানাইছেন! গিটহাব লিংকটা দেয়া উচি ছিল! চো-রের মত কোড কপি করে ডেপ্লয় করলেই প্রোগ্রামার হয় না!

    অর্জিনাল সোর্সঃ https://github.com/ddiu8081/chatgpt-demo

    1. ridwan Contributor says:
      GitHub থেকে কপি করেই এই অবস্থা! ?

      https://github.com/ddiu8081/chatgpt-demo

  8. MD Kholil Author says:
    Api key er ki ekhon free credit dey?? Ami api use krte parchina

    Help me plz

Leave a Reply