ফ্রিনেটের কথায় যখন আসছি কথা না বাড়িয়ে পোস্টে চলে যাই। কারন ফ্রিনেট দেরি করলেই গায়েব।
প্রথমে আপনাকে প্লেস্টোর থেকে HTTP custom অ্যাপ ইন্সটল করে নিতে হবে আপনার ফোনে।
তারপর সেখানে একটি কনফিজ যুক্ত করতে হবে।
কনফিগ কোথায় পাবেন?
প্যারা নাই চিল।
আমি এখানেই দিচ্ছি পোস্টের শেষে
কনফিগ ডাউনলোড শেষ?
বাহ আপনিতো মারাত্মক চালু।
এবার http custom অ্যাপ এ যেয়ে নিচের প্লাস বাটনে ক্লিক করে কনফিগ ইনপোর্ট করে সেইভ করুন এবং কানেক্ট বাটনে ক্লিক করুন।
তবে কানেক্ট বাটবে ক্লিক করার আগে অবশ্যই এই কাজটি করবেন
এয়ারটেল সিমে আগে PPU চালু করতে হবে। নিচের কোড ডায়ালের মাধ্যমে চালু করতে পারবেন।
*8444*9999#
এবার কানেক্ট বাটনে ক্লিক করুন। ব্যাস আপনার ফ্রি নেট চালু
স্পীড মুটামুটি ভালো পাবেন। এখানের স্পীড আমার ফোনের না। আমার ফোনে স্পীড ১-২ এমবি পায়। তবে আপনার এরিয়া ভালো হলে স্পীড ও বেশি পাবেন।
কনফিগ লিংক :