Be a Trainer! Share your knowledge.
Home » Education Guideline » ফ্রিতেই নিয়ে নিন নতুন কারিকুলাম-২০২৩ এর ৬ষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সম্পূর্ণ সমাধান নোট। [ Word+PDF]

ফ্রিতেই নিয়ে নিন নতুন কারিকুলাম-২০২৩ এর ৬ষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সম্পূর্ণ সমাধান নোট। [ Word+PDF]

আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা।আশা করি সবাই ভাল আছেন ,আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালই আছি।

বর্তমানে বাংলাদেশে প্রায় অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান।সরকারি, বেসরকারি ,কিন্ডার-গার্ডেনসহ বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন অথবা পড়াশোনা করে এরকম ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকার জন্য বর্তমান ২০২৩ শিক্ষাবর্ষের নতুন কারিকুলামে ষষ্ঠ এবং সপ্তম শ্রেণির যে পাঠ্যবই গুলো রয়েছে তা একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে। কারণ নতুন কারিকুলামে এখনো গাইড বই বাজারে প্রকাশ পাইনি।ফলে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং ছাত্রছাত্রীরা বিপাকে পড়েছে গণিত এবং অন্যান্য বইয়ের সমাধান নিয়ে।

তাই আপনাদের কথা বিবেচনায়,আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব কাওসার স্যারের তৈরি নতুন কারিকুলাম ২০২৩ এর ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সম্পূর্ণ সমাধান।

[ বিঃ দ্রঃ এই পিডিএফ ফাইল অথবা বইটি কেউ বিক্রির উদ্দেশ্যে ব্যবহার করবেন না।নিজের প্রয়োজন অথবা নিজের প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করবেন।]

বইটির বৈশিষ্ট্য:
১. সম্পূর্ণ নতুন কারিকুলাম-২০২৩ অনুযায়ী তৈরি।
২. অত্যন্ত সহজ ও সাবলীলভাবে সকল প্রশ্নের উত্তর সাজানো রয়েছে।
৩. প্রতিটি অধ্যায়ের প্রশ্ন ধারাবাহিকভাবে সাজানো রয়েছে এবং তার সমাধান সহ প্রশ্ন উল্লেখ রয়েছে।
৪. যে সকল প্রশ্নের উত্তর চিত্রসহ বর্ণনা করা প্রয়োজন সে সকল প্রশ্নের উত্তর চিত্রের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।

৫. বইটি সম্পূর্ণ কম্পিউটারাইজড অর্থাৎ কোন হাতের লেখা ব্যবহার করা হয়নি।
৬. বইটি pdf এবং মাইক্রোসফট ওয়ার্ড ফাইল (.doc) সংযোজন করা রয়েছে আপনি চাইলে যে কোন অংশ পরিবর্তন/পরিবর্ধন করতে পারবেন।
৭. বইটিতে প্রথম অধ্যায় থেকে দশম অধ্যায় পর্যন্ত প্রায় সকল অংকের সমাধান রয়েছে।

নিচে বইটির কিছু স্ক্রিনশট শেয়ার করা হলো:




বইটির সাইজ: 6.5 MB
বইটির পৃষ্ঠা: ১৩১
বইটির ডাউনলোড লিংক:(Drive)

ধন্যবাদ সবাইকে। ফাইলটি আপনার উপকারে আসলে অবশ্যই কমেন্টে একটা ভালো মন্তব্য করবেন । প্রয়োজনে ফেসবুকে মেসেজ দিন।

ফেসবুক আমি: Alimul Islam

2 years ago (Apr 02, 2023)

About Author (44)

Alimul Islam
author

ট্রিকবিডিকে অনেক ভালবাসি। সম্মান করি। শ্রদ্ধা করি। প্রযুক্তির মাঝেই বেচে থাকতে চাই। Facebook: Alimul Islam Website: Tech Box 420

Trickbd Official Telegram

5 responses to “ফ্রিতেই নিয়ে নিন নতুন কারিকুলাম-২০২৩ এর ৬ষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সম্পূর্ণ সমাধান নোট। [ Word+PDF]”

  1. shahalamctg50gmail.com Contributor says:

    class 7 er ta hbe?

    • Alimul Islam Author Post Creator says:

      এখন আমার কাছে নেই। পেলে পরবর্তীতে পোস্ট করবো ইনশআল্লাহ।

  2. khanreturns Contributor says:

    ক্লাস ১ থেকে শুরু করে ১০ম পর্যন্ত সব অংক বইয়ের সল্যুশন দিলে উপকৃত হব।

    • Alimul Islam Author Post Creator says:

      সবগুলো তো পুরাতন কারিকুলামে রচিত। শুধু ৬ ষ্ঠ এবং ৭ ম নতুন কারিকুলামে। তাই এগুলাই মানুষ বেশি চায়।

    • khanreturns Contributor says:

      পুরাতন হলেও সমস্যা নাই। লাগবে।

Leave a Reply

Switch To Desktop Version