Site icon Trickbd.com

নতুন কারিকুলাম-২০২৩ এর ৭ম শ্রেণীর গণিত বইয়ের সম্পূর্ণ সমাধান নোট নিয়ে নিন একদম ফ্রিতে। [ Word+PDF Editable]

Unnamed



সবাইকে জুম্মা মোবারক। আশা করি সবাই ভাল আছেন ,আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালই আছি।

বর্তমানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা অভিভাবক এবং ছাত্রছাত্রীদের কথা বিবেচনায় কিছুদিন আগে আমি নতুন কারিকুলাম ২০২৩ এর ষষ্ঠ শ্রেণির একটি গাইড বই শেয়ার করেছিলাম। অনেকেই কমেন্টে সপ্তম শ্রেণীর গাইড বই চেয়েছিলেন। অনেক খোঁজাখুঁজি করে সপ্তম শ্রেণীর নতুন কারিকুলাম ২০২৩ এর গাইড বইটি সংগ্রহ করতে পেরেছি।
আমার আগের পোস্ট টি দেখে নিন:

ফ্রিতেই নিয়ে নিন নতুন কারিকুলাম-২০২৩ এর ৬ষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের সম্পূর্ণ সমাধান নোট। [ Word+PDF]

তাই আপনাদের কথা বিবেচনায়,আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব নতুন কারিকুলাম ২০২৩ এর সপ্তম শ্রেণীর গণিত বইয়ের সম্পূর্ণ সমাধান।বইটি সংগ্রহ করতে অনেক খোঁজাখুঁজি এবং কষ্ট করতে হয়েছে তাই দয়া করে কেউ বাজে মন্তব্য করবেন না। কোন ভুল থাকলে কমেন্টে জানাবেন।

বইটির ধরন: PDF + Word Document
বইটির সাইজ: 9 MB
বইটির পৃষ্ঠা: ২২৫ পৃষ্ঠা

    বইটির বৈশিষ্ট্য:
    ১. এই বইটি সম্পূর্ণ নতুন কারিকুলাম-২০২৩ অনুযায়ী তৈরি।
    ২. বইটি অত্যন্ত সহজ ও মার্জিত ভাষায় লেখা হয়েছে।
    ৩. প্রতিটি প্রশ্নের উত্তর সুন্দরভাবে সাজানো এবং সঠিকভাবে দেওয়া হয়েছে।
    ৪. যে সকল প্রশ্নের উত্তর চিত্রসহ বর্ণনা করা প্রয়োজন সে সকল প্রশ্নের উত্তর চিত্রের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে এছাড়াও যে সকল প্রশ্নের উত্তরে ছক ব্যবহার করা প্রয়োজন সে সকল প্রশ্নে ছকের কাঠামো দেওয়া হয়েছে।
    ৫. এ বইটিতে ব্যবহারকৃত ছবিগুলো সম্পূর্ণ রঙিন।
    ৬. বইটি pdf এবং মাইক্রোসফট ওয়ার্ড ফাইল (.doc) সংযোজন করা রয়েছে আপনি চাইলে যে কোন অংশ পরিবর্তন/পরিবর্ধন করতে পারবেন।
    ৭. বইটিতে প্রথম অধ্যায় থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত প্রায় সকল অংকের সমাধান রয়েছে।
    ৮. বইটি তৈরি করেছেন মোঃ সাজ্জাদ হোসাইন স্যার।

নিচে বইটির কিছু স্ক্রিনশট শেয়ার করা হলো:


বইটির ডাউনলোড লিংক:(Drive)


[ বিঃদ্রঃ এই পিডিএফ ফাইল অথবা বইটি কেউ বিক্রির উদ্দেশ্যে ব্যবহার করবেন না। ফলে লেখকের নতুন করে লেখার উৎসাহ কমে যাবে।নিজের প্রয়োজন অথবা নিজের প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করবেন।]

বইটি আপনার উপকারে আসলে অবশ্যই কমেন্টে একটা ভালো মন্তব্য করবেন । প্রয়োজনে ফেসবুকে/টেলিগ্রামে মেসেজ দিন।

ফেসবুক আমি: Alimul Islam
টেলিগ্রামে আমি: Alimul Islam
Exit mobile version