Site icon Trickbd.com

নিজের নাম ও ছবি দিয়ে বানিয়ে ফেলুন Eid Mubarak ক্যালেন্ডার-২০২৩। তাও আবার আপনার হাতে থাকা মোবাইল দিয়েই।

Unnamed



আশা করি সবাই ভাল আছেন আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি।

আশা করি,টাইটেল দেখেই বুঝে গেছেন আজকে আমি কি নিয়ে আলোচনা করব।

দেখতে দেখতে রমজান মাসের প্রায় ২১ দিন চলে গেল। আর কিছুদিন পরেই ঈদ উল ফিতর। ঈদের আনন্দ ঘরে ঘরে শুরু হয়ে গেছে। সবাই ব্যস্ত হয়ে পড়েছে ঈদের জন্য নতুন জামা কাপড় কেনা নিয়ে। আর সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে গেছে ব্যানার ফেস্টুনের রং বেরঙের সমাহার।সবাই ঈদ মোবারক এর পোস্টার, ব্যানার ,ফেস্টুন দিয়ে নিজের প্রোফাইল ভরিয়ে ফেলছে।

বিশেষ করে যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ জানে,তারা হরেক রকমের ব্যানার এবং ফেস্টুন ডিজাইন করে নিজের প্রোফাইলে আপলোড দিচ্ছে। আর আমাদের মত সাধারন জনগণ তাকিয়ে আছি তাদের প্রোফাইলের দিকে। অবাক হয়ে তাকিয়ে থাকা ছাড়া আর কিছু করার নেই আমাদের। তাদের চিন্তা ছেড়ে দিন, আপনি এখন তাদের চেয়েও স্মার্ট হয়ে যাবেন। আপনি আপনার ছবি facebook প্রোফাইল নেম এবং নিজের নাম দিয়ে তৈরি করতে পারবেন ঈদ মোবারক Calender 2023.

হ্যাঁ ভাই, আপনাদের কথা বিবেচনা করেই আমি নিয়ে এসেছি ২০২৩ সালের ঈদ মোবারক ক্যালেন্ডার।আমার ডিজাইন করা এই ক্যালেন্ডার এ আপনি দিতে পারবেন নিজের ছবি এবং নাম।

[বিশেষ দ্রষ্টব্য: এই ক্যালেন্ডারটির হাই রেজুলেশন HD কোয়ালিটিতে ও Save করতে পারবেন। তাই আপনি চাইলে ক্যালেন্ডারটি প্রিন্ট করেও নিজের ঘরে টাঙ্গিয়ে রাখতে পারবেন।]

তো চলুন শুরু করা যাক:
ঈদ মোবারক ক্যালেন্ডার ২০২৩ তৈরি করতে আমাদের যা যা লাগবে:

১. PixelLab TJ অ্যাপস। (অবশ্যই Pixellab এর এই ভার্সনই ডাউনলোড করতে হবে, তা না হলে কিছু স্টিকার এবং ফন্ট মিসিং হতে পারে।)
২. Eid Mubarak Calendar-2023.plp
৩. আপনার ছবি(যেটা ক্যালেন্ডারে লাগাতে চান) প্রথমে ছবিটি Remove.bg সাইট থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিন।)

==> এবার আসি মূল কাজে।
প্রথমে Pixellab অ্যাপ এ প্রবেশ করুন।

নিচের দেখানো 3 ডট মেনুতে ক্লিক করুন।

এবার open .plp file এ ক্লিক করুন।

তারপর ওপরে .plp লেখার উপর ক্লিক করুন।

এবার আপনার ডাউনলোড করা plp ফাইলটি সিলেক্ট করুন।

এখন OPEN AND ADD এ ক্লিক করুন।

এবার Ok তে ক্লিক করুন।

এবার দেখুন সম্পূর্ণ ক্যালেন্ডারটি Show করবে। এখান থেকে উপরে দেখানো জায়গায় ক্লিক করুন।

আমি আপনাদের নাম এবং ছবি ২ টাই পরিবর্তন করে দেখাবো। প্রথমে নিচের মত নাম যেখানে আছে সেই লেয়ার এর উপর ক্লিক করুন।

এবার নামের লেয়ারের নিচের দেখানো Edit বাটনে ক্লিক করুন।

এবার নাম পরিবর্তন করে নিচে দেখানো OK বাটনে ক্লিক করুন। দেখুন নাম পরিবর্তন হয়ে গেছে।এভাবে আপনি যতগুলা লেয়ার আছে সবগুলার তথ্য পরিবর্তন করতে পারবেন। আপনার প্রয়োজন মত তথ্য দিয়ে সবগুলা পূরণ করুন।

এবার আসি ছবি পরিবর্তনের পালায়। ছবি পরিবর্তনের জন্য আমাদের আগের ছবির লেয়ার টি ডিলিট করে দিন।

এবার নিচের মতো প্লাস (+) বাটনে ক্লিক করুন।

তারপর from gallary তে ক্লিক করুন।

এবার Remove.bg থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবির ফাইলটি মেমোরি থেকে সিলেক্ট করুন।

এবার নিচের মতো টিক(✓) চিহ্নতে ক্লিক করুন।

এবার ছবিটি সঠিক জায়গায় বসিয়ে নিন।

একটা জিনিস মনে রাখবেন ছবিটি যে লেয়ারের উপরে বা নিচে আছে সেখানেই রাখতে হবে। নইলে মিলাইতে পারবেন না।

লেয়ার উপরে বা নিচে নিয়ে আসার জন্য নিচের দেখানো জায়গায় ক্লিক করে নিচের দিকে Drag করুন।এবার যেখানে লেয়ারটা রাখবেন সেখানে ছেড়ে দিন।

তারপর উপরে দেখানো Save বাটনে ক্লিক করুন।

এবার Save as image এ ক্লিক করুন।

সবশেষে SAVE TO GALLARY তে ক্লিক করুন। ব্যাস কাজ শেষ।

আশাকরি সবাই বুঝতে পারছেন। তবুও কেউ না বুঝলে কমেন্ট জানাবেন। কেউ বাজে মন্তব্য করবেন না।

[ বিঃদ্রঃ এই ফাইলটি আমার নিজের ডিজাইন করা। তাই ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।]