Site icon Trickbd.com

Tecno camon 20 premier স্মার্টফোন রিভিউ। এক নজরে দেখে নিন।

আসসালামু আলাইকুম।
আশা করি সকলেই অনেক ভালো আছেন।ইদানিং দেখতে পাচ্ছি স্মার্টফোন বাজারে একপ্রকার যুদ্ধ চলছে।এটা যুদ্ধ নয় প্রতিযোগিতা। কারণ বাজারের অনেক ব্র্যান্ড নন-ব্র্যান্ড স্মার্টফোন কোম্পানি তাদের নিত্য নতুন স্মার্টফোন বাজারে নিয়ে আসছে।তারা কেও স্বল্প মূল্যে ভালোটা দেওয়ার চেষ্টা করছে, আবার অন্য একজন একই স্মার্টফোন বাজারে আনছে নতুন কোনো প্রযুক্তি সংযোজন করে।

আরো কিছু কথাঃ যারা এন্ট্রি লেভেল স্মার্টফোন তৈরী করে তারা এর প্রাইজ নিয়ে প্রতিযোগিতা করে।  আর এদিকে বাজেট স্মার্টফোন এনে মার্কেট কাঁপাচ্ছে বড় বড় ব্যান্ডের কোম্পানি।  আজকে আজকে আমি ওরকম একরি স্মার্টফোন নিয়ে আপনাদের কাছে বিস্তারিত জানাবো। পোস্টটি শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইলো।

কথা না বাড়িয়ে পোস্টে মনোযোগ দিই।
Tecno Camon 20 Premier,


আমরা বরাবরই জানি যে Tecno খুব ভালো এবং স্বল্প দামের স্মার্টফোন বানায়। এবং একের পর এক ভালো ফিচার সমৃদ্ধ আপডেটেড স্মার্টফোন বাজারে নিয়ে আসে।
specifications:
সিম কার্ড  ডুয়াল সিম সাপোর্টেড।

কানেক্টিভিটিঃ এটিতে থাকছে 2G,3G,4G এবং 5G সুবিধা। যা এখনকার সব ফোনেই দিয়ে থাকে।
ডিসপ্লেঃ  6.67 inches amoled display + 395 ppi density ।  এক্সট্রা থাকছে 120 Hz এর রিফ্রেশ রেট just wow!,,  Android version 13 + Hi os13.


বডিঃ সামনে gorilla glass এর প্রোটেকশন রয়েছে।ব্যাকসাইড এবং ফুল বড়ি প্লাস্টিকের তৈরী।
চিপসেটঃ Mediatek helio MT6893Z Dimensity 1300 (6 nm) এটি একটি অক্টাকোর (8 core) প্রসেসর  ।গ্রাফিক্স হিসেবে রয়েছে Mali-G77 MC9,,  চিপ এবং গ্রাফিক্স কিন্তু দুর্দান্ত, ভারি  গেমিং করতে পারবেন অনায়াসে। অভারঅল ইউনিক একটা স্মার্টফোন হতে যাচ্ছে এটি।
ক্যামেরাঃ Triple camera setup with wide(108 mp) and ultrawide(13 mp) and macro(2 mp) camera,, এটা দিয়ে 1080p  কোয়ালিটিতে ভিডিও রেকর্ড করা যাবে।4k দিলে ভালো হতো। Quad এলইডি ফ্ল্যাস সহ সাধারণ কিছু ফিচারই এখানে পাওয়া যাবে। সেলফি ক্যামেরা wide(32 mp) দিয়ে ১০৮০পি তে এইডি ভিডিও রেকর্ড করতে পারবেন।


মেমোরীঃ ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি এবং ৮ জিবি র্যাম ২৫৬ জিবি স্টোরেজ এতে দেওয়া হয়েছে। এক্সটার্নাল মেমোরি ইউজ করা যাবেনা।
ব্যাটারীঃ লি-পলিমার ৫০০০ এম.এ.এইচ এর ব্যাটারি  এতে দেওয়া হয়েছে। ৩৩ ওয়ার্টের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে যা দ্রুত চার্জ করতে সক্ষম , সাথে Usb Type-C দেওয়া হয়েছে।  এবং কোনো ওয়ারলেস চার্জের সুবিধা নেই।

ফিচারসঃ ডিসপ্লের মধ্যে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট এর অবস্হান।  gyro, proximity, compass এসব সাধারণত ফিচার যুক্ত আছে।
কালারঃ predawn black, doodle edition, cerenity blue এই তিন কালার আপনি মার্কেটে পেয়ে যাবেন।

বিঃদ্রঃ এটি এখনো রিলিজ হয়নি, সম্ভাব্য মে মাসের শেষের দিকে মার্কেটে রিলিজ করবে।

ভুলক্রটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কোথাও কিছু কিসটেক হয়ে গেলে কমেন্টে জানাবেন  এবং খারাপ মন্তব্য করবেন না। ধন্যবাদ,সবাই ভালো থাকুন,আল্লাহ হাফেজ।