Site icon Trickbd.com

GOKANO.COM এর POINT বাড়িয়ে নিন অনেক।

Unnamed

অনেক দিন বাদে হ্যাকিং টিউন।ভাল আছেন আশাকরি।
যাইহোক সাবাই দেখি Gokano এ নিয়া কি না কি করতাছেন।শেষকালে পয়েন্ট নাই।

আমি আজ এইটা নিয়াই পোস্ট দিতাছি চিন্তা নাই।যারা রেজিস্ট্রিশন করেন নাই করে ফালান। GOKANO

যাইহোক রেজিট্রেশন করা থাকলে লাগবে না।এতে একাউন্ট এর ক্ষতিজনক কিছু নেই।
২ টা ব্রাউজার এ কাজ করবেন।না হলে হবে নাহ।

১টি ব্রাউজার দিয়া শুরু করেন।
চলে যান http://myway.com এ। এমন একটি
পেজ দেখতে পাবেন। এরপর ক্লিক করুন
এখানে।
এরপর এমন একটি পেজ পাবেন। লাল দাগ
দেয়া ঘরগুলা ফাঁকা রাখলেও প্রবলেম
নেই। আপনি যা ইচ্ছা নাম আর পাসওয়ার্ড
দিতে পারেন।কারন এটা আপনার কোন
দরকারি অ্যাকাউন্ট না।শুধুমাত্র Gokano তে
পয়েন্ট নেয়ার জন্য আপনি আপনার ইচ্ছামত
অ্যাকাউন্ট খুলতে পারেন এখানে। তবে
ইউজার নেম কিছু সময়ের জন্য মনে
রাখবেন।

ফর্মটি পুরন করার সাথে সাথে আপনি
আপনার একটি ইমেইল অ্যাকাউন্ট পাবেন
যা ফর্মেই আপনাকে জানিয়ে দেয়া হবে
এমনভাবে
এই ইমেইল এড্রেসটি পরের ৫ মিনিটের
জন্য মুখস্ত রাখবেন।দরকার হলে লিখেও
রাখতে পারেন।এরপর স্ক্রল করে নিচে

গেলে একটি ক্যাপচা পাবেন।সেইটা পুরন
করে তার নিচে লেখা ” I agree ” তে
ক্লিক করবেন।
ক্লিক করার পরে নতুন একটি পেজ আসবে।
পেজটির একটু নিচে স্ক্রল করে এখানে
ক্লিক করবেন
এরপর এমন একটি মেইলবক্স পাবেন
এবার ব্রাউজার এ একটি নতুন ট্যাবে GOKANO লিঙ্কে গিয়ে আপনার Gokano
অ্যাকাউন্ট এর ইমেইল এবং পাস ওয়ার্ড
দিয়ে লগ ইন করে ” Invite Friends ” অপশনে
ক্লিক করুন।এরপর এমন একটি পেজ পাবেন।
পেজ থেকে আপনার রেফারেল লিংকটি
কপি করুন।
এবার যে ব্রাউজার দিয়ে কাজ করছেন
সেটি টাস্কবারে মিনিমাইজ করুন এবং অন্য
একটি ব্রাউজার ওপেন করুন। অন্য ব্রাউজার
দিয়ে আপনার কপি করা রেফারেল
লিঙ্কে ভিসিট করুন (পেস্ট করে)। এমন
একটি পেজ দেখতে পাবেন।আপনাকে
GOKANO এর জন্য রেজিস্ট্রেশান করতে
বলা হবে যেভাবে ইচ্ছা রেজিস্ট্রেশান
করুন।ইচ্ছামত নাম,বয়স, টিউনাল কোড দিয়ে
রেজিস্ট্রেশান করুন।কিন্তু ইমেইল এর ঘরে
আপনার সেই আগের মুখস্ত করা ইমেইল
এড্রেসটি দিবেন। অন্য কিছু দিলে কাজ
হবে না।এরপর ক্যাপচা পুরন করবেন এবং
register এ ক্লিক করবেন।

এবার এমন একটি পেজ পাবেন

এবার এই ব্রাউজারটিও মিনিমাইজ করুন এবং
আগের মিনিমাইজ ব্রাউজারটি আবার
ওপেন করুন।ওপেন করে inbox অপশনে ক্লিক
করুন।দেখবেন gokano থেকে একটি ইমেইল
আসছে।

ইমেইলটি ওপেন করলে একটি লিংক
দেখতে পাবেন। ” Activate ” নামের একটি
লিংক দেখতে পাবেন।ঐ লিংকটা
মাউসের রাইট বাটন ক্লিক করে কপি
করেন।
এবার এই ব্রাউজারটি আবার মিনিমাইজ করুন
এবং অন্য মিনিমাইজ করা ব্রাউজারটি
আবার ওপেন করে লিংক পেস্ট করে
ভিসিট করেন। এবার এমন একটি পেজ
দেখতে পেলেই আপনার কাজ শেষ।
এবার অন্য যেকোনো ব্রাউজার দিয়ে
আপনার gokano অ্যাকাউন্ট এ লগ ইন করে
দেখবেন আপনার অ্যাকাউন্টে পয়েন্ট
যোগ হয়েছে।