Site icon Trickbd.com

কাগজ কখন কিভাবে আবিষ্কার হলো? কবে থেকে সাদা কাগজের ব্যবহার শুরু হয়েছিলো? চলুন জেনে নিই তার রহস্য।

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু’রা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজ আমরা কাগজের আবিষ্কার ও তার বিবর্তন সম্পর্কে বিস্তারিত জানবো। চলুন শুরু করি….√

কাগজের আবিষ্কারক কে?
প্রথম যিনি কাগজ আবিষ্কার করেছিলেন তার নাম হলো ‘কাই লুন’,, তিনি চিন দেশের অধিবাসী ছিলেন।

 

সাদা কাগজের বিস্তার ও প্রয়োজনীয়তাঃ
আমেরিকান বাসিন্দা চার্লস ফেনেরটি সাদা কাগজ বানানোর পদ্ধতি আবিষ্কার করেছিলেন। তিনি নিজের কাগজ তৈরীর কারখানায় কাঠের তন্তুকে শুদ্ধিকরণ করে সাদা কাগজ বানান। পরবর্তীতে এই সাদা কাগজ তৈরীর পদ্ধতি এবং ব্যবহার সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বর্তমান বিশ্বে কাগজের প্রচুর চাহিদা রয়েছে এবং সকল ক্ষেত্রে কাগজের ব্যবহার বেড়েছে। আমাদের দৈনন্দিন কাজে এমনকি অফিস আদালত সহ এমন কিছু বাকি নেই যেখানে কাগজের ব্যবহার নেই,

ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত থাকার জন্য। পরে আবার দেখা হবো অন্য কোনো আর্টিকেলে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ…!!

Exit mobile version