আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

কেমন আছেন সবাই?আশা করি মহান আল্লাহ তা’আলার অশেষ রহমতে ভাল-ই আছেন।

আলহামদুলিল্লাহ আপনারদের দোয়াতে আমি প্রায় ট্রিকবিডিতে ৫০+ পোস্ট করেছি এবং সবাই আমাকে অনেক ভাল রেসপন্স করেছেন।সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের মাঝে আরো ভাল টপিক নিয়ে হাজির হতে পারি।

তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মুল টপিকে যাওয়া যাক।

আজকে আলোচনা করবো কয়েকটি এন্ড্রয়েড অনলাইন গেমস নিয়ে।আশা করি এই গেমস গুলো আপনাদের অনেক ভাল লাগবে।

প্রথমেই থাকছে এন্ড্রয়েড অনলাইন গেমস Call Of Duty Season-5 এই গেমস নিয়ে।
এর আগে হয়তো অনেকেই Call Of duty গেমস খেলেছেন। তবে এই গেমসটির সিজন ৫ এ অনেকটাই আগের গেমস থেকে ব্যাপক পরিবর্তন এনেছেন।এই গেমসটিতে আপনি অনেক নতুন মানচিত্রে Collateral মানচিত্র বানিয়েছেন যা বাংলাদেশের মানচিত্র।এটি একটি সুন্দর এবং গ্রাউন্ড ওয়ার ম্যাপ যা খুবই মজার।
অনলাইন মাল্টি-প্লেয়ার Call Of Duty Season-5 খেলে আপনারা এক অসাধারণ আনন্দ বোধ করবেন।
গেমসটি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন।

https://play.google.com/store/apps/details?id=com.activision.callofduty.shooter

দ্বিতীয়তে রয়েছে Modern Strike Online” গেমেস।

এই গেমসে আপনি একটি প্রশিক্ষণ ক্যাম্পে যোগ দিয়ে শুরু করেন এবং একটি টিমের সদস্য হিসাবে অন্যান্য গেমারদের সঙ্গে যুদ্ধ করেন।এই গেমে আপনি বিভিন্ন গোলধাঁধার মধ্যে যুদ্ধ করতে পারেন, যেমন ঘাসের মাঠ, শহরের রাস্তা, বনের অংশ এবং অন্যান্য সৃষ্টিস্থলের মধ্যে। আপনি সমর্থন যুদ্ধবিমান, ট্যাঙ্ক, স্নাইপার রাইফেল এবং অন্যান্য বিভিন্ন সশস্ত্র ব্যবহার করতে পারেন।

গেমসটি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন

https://play.google.com/store/apps/details?id=com.gamedevltd.modernstrike

তৃতীয় নম্বরে রয়েছে Shadow Fight 3 RPG ফাইটিং গেমস।

এই গেমসটি ফাইটিং লাভারদের সেরা একটি গেমস।এই গেমসটিতে আপনি একজন যোদ্ধা থাকবেন এবং এই গেমসটিতে আপনার বিভিন্ন শুত্রুদের সাথে লড়াই করতে হবে।এই গেমসটির গ্রাফিক্স ডিজাইন এবং সাউন্ড সিস্টেম অনেক হাই যা আপনার গেমস খেলাকে আরো আর্কশনীয় করে তুলবে।

গেমসটি ডাউনলোড করতে এই লিংকে করুন https://play.google.com/store/apps/details?id=com.nekki.shadowfight3

চতুর্থ নম্বরে রয়েছে আমার প্রিয় একটি গেমস Doomsday: Last Survivors

এই গেমসটিতে আপনার বেচেঁ থাকার জন্য লড়াই করে যেতে হবে। গেমসটির গ্রাফিক্স ডিজাইন এবং সাউন্ডটি যে কাউকে মুগ্ধ করবে।

গেমসটি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন https://play.google.com/store/apps/details?id=com.igg.android.doomsdaylastsurvivors

পঞ্চম নম্বরে রয়েছে Ashpalt 9 Legends Multiplayer games

এই গেমস সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি। রেচিং গেমস হিসেবে এই গেমসটি সবার কাছে অব্যশই ভাল লাগবে।গেমসটির গ্রাফিক্স ডিজাইন অসাধারন এবং এর সাউন্ড কোয়ালিটিও অনেক ভাল । যারা অনলাইনে রেচিং গেমস খুজছেন তারা এই গেমসটি ডাউনলোড করতে পারেন । গেমসটি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন https://play.google.com/store/apps/details?id=com.gameloft.android.ANMP.GloftA9HM

ট্রিকবিডিতে আমি এর আগে আরো কয়েকটি গেমস নিয়ে আলোচনা করেছি  পোস্ট গুলো দেখতে এই লিংক গুলোতে ক্লিক করুন Games Post 1Games Post 2Games Post 3Games Post 4

তো আর কথা না বাড়িয়ে আজ এইখানেই বিদায় নিচ্ছি আমি

সোহেল আরমান রাজু

আমার সাথে যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে চাইলে Facebook – Instagram – & Telegram

পোস্টের কোন অংশে ভুলক্রটি হলে সবাই ক্ষমাদৃষ্টিতে দেখবেন ।

সবাই ভাল থাকুন সুস্থ থাকুন আর নিয়মিতো ট্রিকবিডির সাথেই থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ,ধন্যবাদ

আল্লাহ হাফেজ

Leave a Reply