Site icon Trickbd.com

Free Net: এমবি ছাড়া অনলাইনে ইন্টারনেট চালানোর এক উপায়

Free Net চালানোর App

প্লে স্টোরে হাজারো অ্যাপ রয়েছে বিশেষ করে ফ্রি নেট চালানোর জন্য, কিন্তু বেশিরভাগ এপ কাজ করে না। আমরা মূলত যে অ্যাপসটি নিয়ে কথা বলবো এটি খুব প্রফেশনাল মানের অ্যাপ নয়।

আবার যে একেবারে খারাপ তাও নয় বলতে পারেন মাঝে মাঝেই একটা অ্যাপ যার মাধ্যমে ফ্রিতে নেট চালানো সম্ভব হবে।

জোর দিয়ে এ কারণেই বলতে চাই কারণ আমি নিজে দেখেছি, এমনকি এই অ্যাপ আমার বেশ ভালোই উপকার করেছে। এ কারণে শেয়ার না করে থাকতে পারলাম না।

https://play.google.com/store/apps/details?id=com.wiretun

ফ্রী ইন্টারনেট এপ

Steps: 1 Free Net চালানোর Practically Settings SetUp

অ্যাপসটি ইন্সটল করার পর আপনার মোবাইল ফোনের সেটিং টা সেটাপ না করলে হয়তো একটু সমস্যা হতে পারে।

সমস্যাটি বলতে এখানে ইন্টারনেটের স্পিড স্লো হওয়াকে বুঝিয়েছি। কারণ এই অ্যাপ দিয়ে আনলিমিটেড ফ্রি স্পিড সম্ভব নয় তাই এই সেটিংটি করে রাখা ভালো।

আপনি সেটিং এর ভিতরে গিয়ে, Apns এর ভেতর একটি নতুন ফাংশন ক্রিয়েট করবেন। যেমন আমি যেভাবে করে রেখেছি, প্রথমতঃ + চিহ্নতে ক্লিক করবেন নতুন ভাবে ফাংশন ক্রিয়েট করার জন্য,,,

+ চিহ্নতে ক্লিক

আমি যেটা ক্রিয়েট করেছি সেটা দেখতে এমন যেমনটা আপনাকে করতে হবে।

Apn ক্রিয়েট

আমার ফাংশন এর ভিতরে বেশি কিছু করি নাই দুইটা কাজ করে রেখেছি আর বাদবাকি যেমন ছিল তেমনি রাখা হয়েছে। এবং সম্পূর্ণ কাজ শেষ করার পর সেভ করে দিবেন

সেভ

সেভ 2

Steps: 2 Free Net চালানোর Practically All Servers

প্লে স্টোর থেকে ফ্রি ইন্টারনেট যে অ্যাপ আমি ইন্সটল করতে বলেছি এই অ্যাপসের ভিতর একাধিক সার্ভার রয়েছে।

সার্ভার

১০ থেকে ২০ সেকেন্ডের জন্য ইন্টারনেট কানেকশনের ডাটা প্রয়োজন

এই কাজটি হয়ে গেলে আনলিমিটেড আপনি ফ্রি ইন্টারনেট এই অ্যাপসটি ব্যবহার করে মজা নিতে পারবেন।

Steps: 3 Free Net চালানোর Practically Time End

ফ্রি ইন্টারনেট ব্যবহার যেভাবেঃ

ফ্রি ইন্টারনেট চালানোর জন্য প্রথমত আপনি যে সিম ব্যবহার করবেন, সেই সিমে টাকা (মানে মূল ব্যালেন্সে টাকা) না রাখার চেষ্টা করবেন।

তারপর সেই সিমে ডাটা কানেকশন অন করে দিবেন। এরপরে এপের ভিতর প্রবেশ করবেন।

  1. এপের ভিতর Not connected লেখার উপরে চাপ দিবেন। 15 সেকেন্ড এর মত অপেক্ষা করলে অটো ভিপিএন কানেক্ট হয়ে যাবে আপনার মোবাইল ফোনে।
  2. দেখুন আমি সকল সেটিং সেটআপ করে ইউটিউবে প্রবেশ করলাম। এবং একটি ভিডিও প্লে করলাম ফ্রি ইন্টারনেট চলছে কিনা সেটা আপনি বুঝেছেন? একটা কমেন্ট না করলে বুঝবো কেমন করে!

ফ্রি ইন্টারনেট চলছে!!!

সঠিকভাবে কাজ করেছে কিনা সেটি বোঝার জন্য আপনি অ্যাপের ভিতরে টাইম কাউন্ট দেখতে পারবেন। মূলত তাদের এর সার্ভার ১৫ মিনিটে উপরে ফ্রি ইন্টারনেট চালানোর সুযোগ দিয়ে থাকে।

তবে অ্যাড দেখে টাইম বাড়াইয়া নিতে পারবেন, যখনই ভিপিএন কানেক্টেড টাইম শেষ হয়ে যাবে আবার নতুনভাবে Not connected অ্যাপের ভিতরে যে অপশন সেখানে ক্লিক করবেন। আবারো ১৫ সেকেন্ডের ভিতর কানেক্টেড হয়ে যাবে আশা রাখি!

Steps: 4 Free Net চালানোর Practically Last Tips

ইন্টারনেট স্পিড কমে গেলে যা করবেনঃ

প্রথম অবস্থায় নিয়ে আসলে ইন্টারনেট স্পিড কাজ করবে। যেমন আমরা শুরুতে মোবাইল সেটিং এর কাজ শিখেছিলাম, এই কাজটি সঠিকভাবে করতে পারলে ইন্টারনেট স্পিড বেড়ে যাবে।

এটি করার জন্যঃ মূল APN থেকে আপনার তৈরি করা apn এ সিলেক্ট করবেন। তারপর আবার Main Apn যেটা শুরুতে ছিল সেটা সিলেক্ট করবেন।

Main Apn To Created Apn Then Main APN

দেখবেন যে আপনার ডাটা কানেকশন অফ হয়ে আবার অন হয়েছে। এরপরে আপনি ইউটিউব ফেসবুক বা যেকোনো অনলাইন ভিত্তিক ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন।

সর্বশেষে এই অ্যাপস এর ব্যবহার, মানে ফ্রি ইন্টারনেট আপনি চাইলে আনলিমিটেড ব্যবহার করতে পারবেন। (যদিও লিমিটেড সময় রয়েছে) আনলিমিটেড ব্যবহার করার জন্য, আপনি টাইম শেষ হওয়ার পর আবার কানেক্ট করে নিবেন তবে, মোবাইলের সিস্টেমটা মিনিমাইজ করে রাখবেন।

এপের সিস্টেমটা মিনিমাইজ

(Ami Gp Sim User.)