Site icon Trickbd.com

বিনামূল্যে ইন্টারনেট সেবা দিতে স্যাটেলাইট বসাবে ফেসবুক।

Unnamed

বিশ্বের প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে ইন্টারনেট
সহায়তা দিতে কাছ করছে ফেসবুক। সবার কাছে
ইন্টারনেট পৌঁছে দিতে বিভিন্ন প্রকল্প হাতে
নিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে আছে লোকাল
টেলিকম অপারেটরদের সহায়তায় ফ্রি ইন্টারনেট
এবং ড্রোন থেকে লেজার বিমের মাধ্যমে ভূমিতে
ইন্টারনেট নেটওয়ার্ক বিস্তৃত করা।
এবার ফেসবুক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট
নেটওয়ার্ক বিস্তৃত করার পরিকল্পনা নিয়েছে।
ফেসবুক জানিয়েছে, বিস্তৃত এলাকায় বিনামূল্যের
ইন্টারনেট নেটওয়ার্ক কভারেজ তৈরির ক্ষেত্রে
স্যাটেলাইট বিশাল ভূমিকা রাখতে পারে। এজন্য
প্রতিষ্ঠানটি ফ্র্যান্সের যোগাযোগ বিশেষজ্ঞ

প্রতিষ্ঠান ‘ইউটিলস্যাটে’র সঙ্গে জোট বেধেছে।
স্যাটেলাইটের মাধ্যমে ফেসবুক আফ্রিকার ১৪ টি
দেশে বিনামূল্যে ইন্টারনেট সহায়তা দেবে।
এসব এলাকায় নেটওয়ার্ক বিস্তার করার জন্য
ফেসবুক এবং ইউটিলস্যাট ইসারায়েলের স্পেসকম
নামের একটি কোম্পানির সঙ্গে কাজ করবে। এই
প্রতিষ্ঠানটি ফেসবুককে অ্যামস-৬ নামের একটি
স্যাটেলাইটের মাধ্যমে আফ্রিকায় ব্রডব্যান্ড
ইন্টারনেট নেটওয়ার্ক তৈরি করতে সাহায্য করবে।
এই স্যাটেলাইটটি আগামী বছরে উৎক্ষেপণ করা
হবে।
ফেসবুকের বিনামূল্যের ইন্টারনেট সহায়তা প্রকল্প
‘ফেসবুক ডট অর্গে’র নাম পরিবর্তন করা হয়েছে। এখন
এটি ‘ফ্রি বেসিকস বাই ফেসবুক’ নামে পরিচালিত
হচ্ছে। নাম পরিবর্তিত হলেও কাজের পরিধি একই
আছে।
ফেসবুক দাবি করছে স্যাটেলাইটের মাধ্যম
আফ্রিকায় তাদের ইন্টারনেট পরিষেবা ২০১৬
সালের মাঝামাঝিতে চালু হবে। এছাড়া ফেসবুক
সোলার চালিত অ্যাকুইলা নামের ড্রোনের
মাধ্যমেও বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা চালু
রাখবে।

[সৌজনে :Tipsfo.Tk

Exit mobile version