আমরাও পারি!! ডিসেম্বরে সারা বিশ্বব্যাপি মুক্তি পেতে যাওয়া বাংলাদেশের ১ম সায়েন্স ফিকশন মুভি “পরবাশিনীর” ট্রেইলার দেখে নিন। হলিউড থেকে কম নয়..
.
আজ আমরাও দেখিয়ে দিলাম। বাংলাদেশের প্রথম সায়েন্স ফিকশন মুভি “পরবাশিনীর” ট্রেইলার বের হয়েছে। দেখে তো পুরা মাথাই নষ্ট। বলিউডের থেকেও ভালো মানের ছবি। আপনিও দেখে নিন।
পরবাসিনী একটি আসন্ন বাংলাদেশী বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর চলচ্চিত্র। চলচ্চিত্রটিতে ফ্রান্স, জার্মানি ও ইতালির কয়েকজন শিল্পী অভিনয় করবেন। চলচ্চিত্রটি বিশ্বব্যাপী মুক্তি দেয়ার সম্ভাবনা আছে।
.
কাহিনিঃ বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসের দীর্ঘ পরিক্রমার সর্বশেষ সংযোজন, দেশের প্রথম বৈজ্ঞানিক কল্পকাহিনী ভিত্তিক ছবি “পরবাসিনী”। ২০১৫ সালের শেষ নাগাদ মুক্তির প্রতীক্ষায় থাকা ছবিটি এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্র । সময়টা ২১১৫। বাঙালী প্রত্নতত্ত্ববিদ চর্যাপদ সেন তার মেয়ে রি সেন কে সাথে নিয়ে আসেন ধবংসপ্রাপ্ত ঢাকা এবং কলকাতা শহরে। ১০০ বছর আগের এলিয়েনদের আক্রমণের পর শহর দুটিকে পুনঃআবিষ্কার করা। এরমধ্যে মহাশূন্যে পাঠানোর ৩৭ বছর পর বাংলাদেশ স্পেস রিসার্চ এ্যাসোসিয়েশন (বিএসআরএ) একটি বেতার তরঙ্গের জবাব আসল। ১১০ সেকেন্ডের একটি
স্বল্পদৈর্ঘ্যের বেতার তরঙ্গ বার্তা রেকর্ড করা হল। বিএসআরএ ঘোষণা করে বসল ,এলিয়েনদের একটি বিরাট মহাকাশযান পৃথিবীর দিকে এগিয়ে আসছে। তারপর এক ঝড়ের রাতে এলিয়েনরা হিলিয়াম-৩ ও হিলিয়াম-৪ সংগ্রহের জন্য মাধবপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে আক্রমণ করে। কিন্তু তাদের বাঁধা দিতে এগিয়ে এল বাংলাদেশ স্পেশাল ফোর্সেস (বিএসএফ)। “পৃথিবীর এই ক্রান্তিকালে এসে কি করবে ভেবে দেখ; বাঁচতে হলে জেনে নেও,
.
ছায়াছবির নিম্নলিখিত অবস্থানে শুটিং হয়েছিল:
বাংলাদেশ
ফ্রান্স
সুইজারল্যান্ড
বেলজিয়াম
জার্মানি
ইতালি
.
বিপণন-
প্রথমে ২০১৩ সালের ১১ জুলাই তাদের অফিসিয়াল ইউটিউবে চলচ্চিত্রটির নির্মাতা প্রকাশ করা হয়। এম SIB দ্বারা পরিকল্পিত পরবাসিনীর দ্বিতীয় মোশন গ্রাফিক্স টিজার ৩০ অক্টোবর ২০১৩ তে মুক্তি পায়। একমাত্র অনলাইন মিডিয়া পার্টনার এবং মার্কেট ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করছে আরটিস্ট্রি রিকন্সিলিয়েশন ক্রু।
.
এদিন দূরে নয় যেদিন আমরাও হলিউড মুভির মতো মুভি তৈরী করব।
আশা করি, সময় পেলে আমার সাইট থেকে একবার ঘুরে আসবেনঃ BDprozukti.Tk