Site icon Trickbd.com

[Walton Primo E2][Rom Porting Method]এবার থেকে কোনো Bug ছাড়াই Custom Rom ব্যবহার করুন খুব সহজ নিয়মে Port করে।

সুপ্রিয় Walton Prino E2 ইউজার ভাইয়েরা,আজকে আপনাদের সাথে Rom Porting এর খুব সহজ একটি Method নিয়ে আলোচনা করবো।

আমরা যখন Custom Rom ব্যবহার করি,তখন বিভিন্ন ধরণের সমস্যার সম্মুখীন হই। অনেক Rom এ প্রচুর Bug থাকায় Custom Rom ব্যবহার করে আমাদের বিরক্তিই শুধু বাড়ে। আর তাই আপনাদের জন্য আমার এই Post.

আমি যখন প্রথম প্রথম Custom Rom ব্যবহার করি,তখন সব Custom Rom এ শুধু একটি Sim এর Network আসতো। অথচ আমি MT6572 Chipset এর Rom ই ইন্সটল করতাম।

পরে আমি আমাদের TrickBD এর Custom Rom Specialist “Riadrox” ভাইয়ের কাছে Help চাই। তিনি আমাকে “Network IC” পাল্টানোর কথা বলেছিলেন।

হয়তো এতে সমস্যাটা Solved ই হতো,কিন্তু টাকা খরচ করতে হতো। সৌভাগ্যবশত আমি Rom গুলো Port করে এই সমস্যা থেকে মুক্তি পাই। এরকম আরো অনেক Bug আছে,যেগুলো Port করেই সমাধান করা যায়।

তো E2 ইউজার ভাইয়েরা,চলুন দেখে নিই আমাদের সহজ সেই Porting Method টি—

1.প্রথমে Recovery Mode এ গিয়ে Stock Rom এর Backup নিন। অথবা Flashable Stock.Zip ফাইল টা Download করা থাকলে Root Exolorer এ গিয়ে Extract করুন এবং আপনার Custom Rom এর Zip ফাইলটিও Extract করুন।

কারো Root Explorer না থাকলে নিচের Link থেকে Download করে নিন–

Root Explorer Paid

2.তারপর আপনার Stock Rom এর Backup অথবা Extract করা Stock Rom এর boot.img টা Custom Rom এর boot.img এর সাথে Replace করুন।

3.তারপর Stock Rom এর—

Exit mobile version