Site icon Trickbd.com

ওয়াপমাস্টার ভাইয়েরা নিন Wapka App, আর Automatic Correct হয়ে যাবে সকল ভুল HTML Codes

সবাইকে স্বাগতম জানাচ্ছি।
আজকাল তো প্রায় সবারি Website আছে।

ওয়েবসাইট বানানোর জন্য কেউ ওয়ারডপ্রেস ব্যবহার করে, কেউ বা আবার ওয়াপকা।
তবে বাংলাদেশে ওয়াপকা সাইট ই বেশি।

কিন্তু অনেক কোডই দেখা যায় একটুর জন্য ভুল হয়ে তখন সবারি পড়তে হয় বিশাল ঝামেলায়।

কিন্তু ওয়াপকার অফিসিয়াল App এ আছে জাভাস্ক্রিপ্ট, যা HTML Code গুলো কে Auto Correct করে দেয়, যা অনেক ভালো লাগে। আসলে আপনি যদি App ছারা ও PC Browser দ্বারা যদি ওয়াপকা চালান তবে ও এই সুবিধা পাবেন।

এই জাভাস্ক্রিপ্ট টি শুধু এই App এবং পিসি তে Support করে।।

অনেক বললাম, কথা । চলুন কিছু স্ক্রিনশট দেখি।

Screenshot :


Download :

Here

Size :210 KB only

Copied from Net

This code is Nothing:
Just a Test Code in Post..