[Solved][Wapka] 404 Not Found – While file downloading in wapka (Wapka তে আর ফাইল ডাউনলোড Error আসবে না) by Riadrox
Introduction
## এই ট্রিকটা আগে থেকে জানতাম, কিন্তু কোনোদিন চেষ্টাও করে দেখিনি।
## আজ হুট করেই মাথায় এলো তাই তাড়াতাড়ি শেয়ার করে ফেললাম।
,
,
,
,
,
,
Error File not Found
,
,
,
,
,
,
## Wapka সাইটে কোনো ফাইল ডাউনলোড দেওয়ার সময় এই সমস্যায় আমরা অনেকেই পড়ি।
## আমরা ভেবে নেই লিংক ক্রাশড, ব্রোকেন ফাইল, সার্ভার ইরর ব্লা ব্লা ব্লা,,,,,,,!!!!
## ফলে ফাইলটা আর ডাউনলোড দেওয়া হয়ে ওঠে না।
## আমি নিজে ও অনেক সমস্যায় পড়েছিলাম। যাক সমাধানটা খুজে পাওয়া গেল।
## আপনারা সবাই শেয়ারের মাধ্যমে সবাইকে জানিয়ে দিবেন।
মূল কাজঃ
১) কোনো ফাইল ডাউনলোড দেওয়ার সময় যদি উপরের মত ইরর দেখায় তবে নিচের মত ঐ ইরর লিংকটিতে লক্ষ্য করুন।
For Example: File Manager.Apk
২) দেখবেন wapka-files.com দেওয়া আছে। আপনার কাজ হল ঐখান থেকে wapka-files এর মাঝের (-) হাইফেন টা তুলে দেওয়া। এরকম –
৩) এবার ইউআরএলটা তে ঢুকলে আর ইরর দেখাবে না, ডাউনলোড হবে।
১০০% কাজ করবে।
————————————————–
এই পোস্ট অন্য কোথাও পোস্ট করা হয়নি। গুগলে নেই। তাই কপি করবেন না,ধরা খাবেন না।করলে লিংক ঠিক রাখবেন।
ধন্যবাদ।
সম্পূর্ণ ক্রেডিটঃ Riadrox –
Like & Support me on Fb/Riadrox