Site icon Trickbd.com

যারা ওয়াপকাতে ডায়নামিক ডিজাইনের সাইট তৈরী করতে চান তারা আমার টিউটোরিয়ালগুলো ফলো করতে পারেন , “ওয়াপকা ডায়নামিক ডিজাইন পর্ব-২” ।

হ্যালো ট্রিকার কমিউনিকেশন।

আশা করি সবাই ভাল আছেন।

আজ “ওয়াপকা ডায়নামিক ডিজাইন পর্ব-২”  এ আপনাদের স্বাগতম।

গত পর্বে আমরা হেডার, ফুটার এবং হোম পেজের কাজ করেছি ,

আজ মোবাইল ভার্সন এর জন্য হোম পেজ তৈরী করব।

 

মোবাইল ভার্সনঃ

 

 

মুলত মোবাইল ভার্সন তৈরী করা হয় মোবাইল বা ট্যাব দিয়ে যাতে সহজ ও সরল উপায়ে চালানো যায় এ চিন্তা মাথায় রেখে ।এছাড়াও মোবাইল ভার্সন বানানোর আগে যা মাথায় রাখা দরকার।

 

এছাড়াও অনেক জিনিস মাথায় রাখতে হয় যদি কোনদিন অ্যাডভান্সড কিছু নিয়ে কিছু করার মনোভাব থাকে তাহলে বিস্তারিত লিখব।

  1. তো প্রথমে “EDIT SITE” এ গিয়ে “Mobile_Version” নাম দিয়ে একটি “New Page” তৈরী করেন ।
  2. এরপর তৈরী করা (Mobile_Version) নতুন পেজটিতে ঢুকুন ।

 

গত পর্বে কিছু ফরাম তৈরী করে আইডি নোট করতে বলেছিলাম যা এখন কাজে লাগবে।

Mobile_Version_Theme_Copy_From_Here

 

 

দাড়ান এখনি সাবমিট দিয়েন না , আগে নোট করা আইডি গুলো xxxxxxxxx,yyyyyyyyy,zzzzzzzzz পরিবর্তে ঠিকমত বসান মানে চেঞ্জ করে নিন।

আজকের কোডটা আশা করি Advanced User দের কোন সমস্যা হবেনা ,

নতুন ইউজার দের সমস্যা হলে জানাবেন আর কার যদি সমস্যা হয় কমেন্টে জানাবেন আশা করি দেখা মাত্র কমেন্ট রিপ্লাই করব।

 

 

 

যারা প্রথম পর্ব মিছ করেছেন তারা একনজর দেখে নিতে পারেন।

যারা ওয়াপকাতে ডায়নামিক ডিজাইনের সাইট তৈরী করতে চান তারা আমার টিউটোরিয়ালগুলো ফলো করতে পারেন , “ওয়াপকা ডায়নামিক ডিজাইন পর্ব-১”

“Now I Have To Go , See You Soon With New Tune”