Site icon Trickbd.com

Wapka এর Default Tag এর ব্যবহার [ Default Tags ]

Unnamed

WELLCOME TO MY POST

আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি হাজির হলাম আরো একটি নতুন পোষ্ট নিয়ে।

Assalamu Alaikum. Hope you are well. I am here with another new post. Trickbd.com

আপনি যদি একজন wapka user হযে থাকেন তাহলে অবশ্যই এই সমস্যায় আপনাকে পড়তে হইছে যে Default tag বা অন্যান্য Function কিভাবে ব্যবহার করে তা বুঝেন না ।

wapka এর কোডিং সিস্টেম আলাদা হওয়ার কারনে অনেকেই বলতে গেলে 80% লোকই wapka এর Function বুঝতে পারে না।

আপনি যদি wapka এর Functions বুঝতে পারেন তাহলে আপনার website কে এক অন্য level এ নিয়ে যেতে পারবেন।

তো চলুন শুরু করা যাক।

আজকের টপিকঃ
Default Tags এর ব্যবহার




এখানে কতো গুলো tags আছে যেগুলো কিভাবে ব্যবহার করলে কি হবে তা বলবো।

কিছু কথাঃ
এই Tags গুলো আলাদা ভাবে ব্যবহার করতে হলে অবশ্যই Tag code হিসাবে ব্যবহার করবেন। নাহলে কোড কাজ করবে না।

তো চলুন যেনে নেই..

#%VAR(SITE_NAME)%#
এটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার যে ওয়েবসাইট এর নামটা থাকবে সেটা দেখাবে। বলতে গেলে sub domain যেটা থাকবে সেটা দেখাবে।
#%VAR(PAGE_NAME)%#
এটি যেখানে ব্যবহার করবেন সেইখানের পেজ যেটা থাকবে সেটা Show করবে। বলতে গেলে Index পেজ হলে Index দেখাবে অন্য পেজ হলে অন্য পেজের নাম দেখাবে।
#%VAR(PAGE_ID)%#
আগের মতোই ওই খানে যেমন পেজ এর নাম দেখাচ্ছিল তেমনি এই কোড ব্যবহার করলে page name দেখাবে।
#%VAR(PAGE_TYPE)%#
এটা ব্যবহার করলে আপনি যে পেজ ব্যবহার করছেন সেটির content type কি তা দেখাবে। বলতে গেলে Html/java script/xml .. এসব type দেখাবে।
#%VAR(USER_NAME)%#
এটি ব্যবহার করলে যেখানে ব্যবহার করবেন সৃভেখানে আপনার username দেখাবে।বলত গেলে সব user তাদের নিজেদের নিজ নিজ নাম দেখতে পাবে এতে।
#%VAR(USER_ROLE)%#
এটি ধারা user দের role বলতে সে author/admin/moderator/subscriber.. এসব দেখাবে।
#%VAR(USER_ID)%#
এটি ধারা সবাই নিজ নিজ userid দেখতে পাবে।
#%VAR(USER_EMAIL)%#
এটি ধারা নিজের email টি দেখতে পাবেন।
#%VAR(USER_TYPE)%#
এটি ধারা user type দেখাবে। বলতে আপনার I’d active/inactive/blocked.. এসব দেখাবে।
#%VAR(IP)%#
এটি ধারা আপনার IP Address দেখাবে।
#%VAR(USER_AGENT)%# 
এটি বলতে আপনি website টি http/https দিয়ে ব্যবহার করছেন সেটি দেখাবে।
#%VAR(DEVICE)%#
এটি ধারা আপনি Mobile/Desktop ব্যবহার করছেন তা বলে দেবে।
#%VAR(BROWSER)%#
আপনি কি Browser ব্যবহার করছেন সেটা দেখাবে।
#%VAR(OS)%#
এটি ধারা আপনার অপারেটিং সিস্টেম এর নাম দেখাবে Android/iOS
#%VAR(URL)%#
এটি ধারা আপনি যে page এ আছেন তার url দেখাবে।

END MY POST

তো বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হবে আরো কোনো পোষ্ট এ। যদি পোষ্টটি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করুন। আর যেকোনে নতুন বিষয়ে জানতে ট্রিকবিডি সাথে থাকুন।


So friends, that’s it for today. See you in another post. If you like the post then like and comment. Stay tuned to Trickbd.com for any updates.