Site icon Trickbd.com

নিজেই সম্পূর্ন ডিজাইন করা ওয়াপকা forum সাইট বানান [পর্ব -১]

Unnamed

Hello,,,User. … কেমন আছেন সবাই।।।আশা করি ভালোই,,,
অনেকের রিকুয়েস্টে পোষ্টটি করা।।আজ থেকে প্রতিদিন আমি এখানে ওয়াপকা সাইট বানানো নিয়ে পোষ্ট করব।।সম্পূর্ন ডিজাইন সহ।।তো বেশি সময় নষ্ট করতে চায়না অনেক কাজ বাকি।।।

প্রথমে এখান থেকে ওয়াপকাতে একটা একাউন্ট খুলে নিন।
ফরমে যা কিছু চাইবে সঠিকভাবে পূরন করবেন।
এখন রেজিষ্টেশন করা হয়ে গেলে লগইন করুন।
এখন Site List থেকে আপনার খোলা সাইটে যান অথবা আবার একটা খুলুন create new site থেকে।
সাইটে যাওয়ার পর দেখবেন Basic Setting এ other বলে একটা অপশন আছে।ওইটাতে প্রবেশ করুন।
ওখানে দেখবেন দুইটা অপশন দুইটাতে টিক দিন।
এবার Change Setting এ দিন।
এখন ব্যক এ আসুন।।
এবার Other এর উপরে দেখেন Edit text বলে একটা অপশন আছে ওইটাই প্রবেশ করুন।

এবার private message /friends এ যান।
এবার ওখানে যে বক্সগুলা আছে ওখানে কোড বসাতে হবে,,কোডগুলা নিয়ে নিন,,
You have new private message –

Message Coming …You Have Got New Mail…

offline

Online

+
Accept

Reject

কোডগুলা বসান হয়ে গেল সাবমিট দিন।।।
আজ অনেক হয়ে গেছে।।।
কাল হোমপেজের সাদা জায়গাটা ডিজাইন করব।।

তাই সবাই ট্রিকবিডির সাথেই থাকুন।
এখান থেকে কোড Error দেখালে এখান থেকে কপি করুন♥♥

পোষ্টটি অনেক সহজ ভাষায় লিখেছি।।। তবুও কারোর বুঝতে অসুবিধা হলে কমেন্ট করুন অথবা ফেসবুকে যোগাযোগ করুন।।

বি.দ্র.-পোষ্টটি অনেক কষ্ট করে লিখেছি দয়া করে কেউ খারাপ কমেন্ট করবেন না।।যদি কোনো ভুল হয়ে থাকে কমেন্টে ভ্দ্রভাবে বলবেন সমাধান করে দেব