হ্যালো বন্ধুরা। আমি আরমান। আমার ধারণা সাপেক্ষে আপনাদের কাছে একটি সবচেয়ে বড় খারাপ খবর নিয়ে এলাম। বিশেষ করে যাদের Wapka সাইট রয়েছে। আর যারা Wapka কে লাভ করেন।
আপনারা জানেন যে Wapka হলো একটি শীর্ষ Mobile Wap Hosting Company. Wapka প্রতিষ্ঠিত করেন Mr Martin যিনি তার পরিচয় গোপন রাখেন। তাই এখন পর্যন্ত আমরা কেউ ওয়াপকার আসল Administrator কে তা জানতে পারিনি।
এখন এটা হলো ২০১৭ সাল। আর এই দীর্ঘ ৯ বছরে Wapkaর জনপ্রিয়তা কিন্তু ধীরে ধীরে বেড়েই চলেছে এবং এটি হয়ে উটেছে সব চেয়ে শক্তি শালি free mobile wapsite hosting company। তার কারণ হলো তার শক্তিশালি ও সহজ প্রণিত Dashboard। সব কিছুই ঠিক যাচ্ছে যদিও কিছু প্রবলেম হচ্ছে Wapka তে। যেমন Counter কাজ করছে না এবং আরো অনত্র কিছু Bug রয়েছে। তবু আমাদের মতো কিছু Wapmaster দের এটা কোন প্রবলেম নয় কারণ সব কিছুই আমরা ফ্রী তেই করতে পারছি।
যাই হোক না কেন Wapka এডমিন স্বতঃস্ফূর্তভাবে সেই সমস্যার সংশোধন করে যাচ্ছেন। কিন্তু অন্য বিষয় হলো Wapka কে বিক্রি করা হয়েছিল ২০১৩ সালে। হতে পারে।
কিন্তু আশ্চর্যের বিষয় এই যে, ওয়াপকার অগ্রযাত্রা হয়ত থামতে পারে 2018 সালের February তে। কেন জান? আমি কিছু বিষয় চিন্তিত করেছি।
ওয়াপকার Domain “Wapka.Mobi” টি কিনা হয়েছিল ২০০৮ সালের February তে। আপনারা হয়ত জানেন যে, কোন Domain ১০ বছর পর্যন্ত নেওয়া যায় তার বেশি না।
এই তথ্যের ভিত্তিতে, Wapka.Mobi ডোমেইন ফেব্রুয়ারি 02, 2018 উপর মেয়াদ শেষ হবে.
এখন প্রশ্ন হলো Wapka কি তার অগ্র যাত্রা শেষ করবে ২০১৮ সালের ফ্রেবরোয়ারিতে নাকি সেষ করবে না? Renew করবে তার domain? কারণ Wapka তার server Upgrade করেছিল ৬ মাস হয়ে যাচ্ছে কিন্তু এখনো কোন খবর নেই। Wapka server upgrade করা জরুরি।
আমি ট্রিকবিডির সাথে আছি সেই ২০১৩ সাল থেকে এখন পর্যন্ত। কিন্তু ট্রিকবিডি তে দুর্ভাগ্য বসত টিউনার হতে পারিনি তখন যখন ট্রিকবিডি ছিল Wapkaর আয়ত্তে। ২০১৫ সালে ট্রিকবিডি সম্ভবত wordpress এর আয়ত্তে চলে আসে wapka বাদ দিয়ে। কিন্তু মনে রাখবেন ট্রিকবিডির যাত্রা হয়েছে Wapka দিয়েই। আমিও এই Wapka এর জন্যই প্রযোক্তির সম্পর্কে সব জেনেছি। তার কারণ Wapka এর সাইট গুলো।
কোন ভুল ক্রটি থাকলে ক্ষমার দৃষ্ঠিতে দেখবেন।