আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। এই পোস্ট টা করার জন্য আমাকে একজন রিকুয়েস্ট করেছে তাই করলাম, সাধারনত এসব সিক্রেট কোড কেও শেয়ার করে না। যাই হোক কাজের কথায় আসি। আমরা যারা ওয়েবসাইট চালাই তারা সাধারনত Mp3 Upload দিতে হলে প্রথমে সেই ফাইলাটা কালেক্ট করতে হয় এবং এর সাথে Cover Photo, Voice Tag ইত্যাদি লাগিয়ে তারপর আপলোড দিতে হয়। না হলে ডিরেক্ট আপলোড দিলে অন্য সাইটের নাম এবং ছবি থাকতে পারে। আমি আজকে যে কোডটা শেয়ার করবো এটা দিয়ে আপনি Url এর মাধ্যমে Mp3 Upload
দিতে পারবেন এবং একই সাথে Mp3 এর সকল Tag Edit করতে পারবেন।ফলে মোবাইল থেকে বা কম্পিউটার থেকে এডিট করে আর আপলোড দিতে হবে না অন্য কোন সাইট থেকে আপলোড দিতে পারবেন.. সময় ও বাঁচবে অনেক…
এক নজরে এর সুবিধা গুলো..
## Url দিয়ে Mp3 Upload
## সকল ট্যাগ এডিট করার সুবিধা
## কভার ফটো লাগানোর সুবিধা
## ভয়েস ট্যাগ লাগানোর সুবিধা
## কভার ফটোতে ওয়াটার মার্ক লাগানোর সুবিধা
চলুন কাজ শুরু করি
প্রথমে ওয়াপকাতে লগইন করুন এবং যে সাইটে আপলোড দিবেন সেটাতে ঢুকুন দারান আগেই এডমিন মোড এ যাইয়েন না… সাইটের Pid টা সংগ্রহ করুন এবং কোথাও লিখে রাখুন বা মনে রাখুন। এবার এডমিন মোডে যান এবং একটা নতুন পেইজ খুলুন নাম দিন My Uploader… অবশ্যই ভিজিবিলিটি এডমিন মোড.. বানানো পেইজটাতে ঢুকুন এবং নিচের কোডটা বসান।
pid="PPPPPPP"; sitename="(SSSSSSSSS)"; taggersite="tagg"; album_art="ARARARAR"; wmurl="http://"; voicetag="VTVTVTVT";oth=":get-oth:"; tp=":get-tp:"; ct=":get-ct:"; cid=":get-cid:"; cidname=":get-cidname:"; blk=":get-blk:";hash=":admin-hash-amp:"</p><br /><div><br /> <div class="catclock"><br /> <h4 class="headtitle">:get-tp: :get-cidname(No File Found+musicblue.tk):</h4><br /> <div class="catlistblock">:list-category-:get-tp::cid=:get-cid(0)::: </p><br /> <div class="catlist list2">»<a href="">%name%</a></div><br /> <p>:: :/list-category-:get-tp:: </p><br /> <div align="left">:list-:get-tp(app)::cid=:geti-cid(0):,l=10,s=:geti-n(1):,o=createtime:: title="%title%"; cmid="%cmid%"; filesize="%filesize%"; thumburl="%thumburl%"; viewurl="%viewurl%"; :: :/list-:get-tp(app)::</div><br /> </div><br /> <p>:paging:n=:geti-n(1):,u=?get-cid=:geti-cid:&get-ct=:get-ct:&get-tp=:get-tp:&get-oth=:get-oth:&get-cidname=:get-cidname:&get-n=%n%:admin-hash-amp::: </p><br /> <div class="paging" align="center">%prev% %next%<br />%n%-%n%-%n%-%n%-%n%-%n%-%n%-%n%-%n%-%n%-%n%-%n%-%n%-%n%-%n%</div><br /> <p>:/paging:</p></div><br /> </div><br /> <p>
কোড ভুল হলে বা কাজ না করলে নিচের লিংক থেকে কপি করুন Click Here For Codes
Note:দাড়ান আগেই সাবমিট দিয়েন না, কোডের ভিতর কিছু পরিবর্তন করতে হবে।
## PPPPPP কেটে আপনার সাইটের Pid বসান
## SSSSSS কেটে আপনার সাইটের ডোমেইন বসান।যেমনঃ www.Amarwap24.ga
## VTVTVT কেটে আপনার ভয়েস ট্যাগ Url আসান।
ব্যাস কাজ শেষ এবার Url দিয়ে Mp3 Upload দিলে তার কভার ফটো আপনার দেওয়া ফটো লিংক অনুযায়ী বদলে যাবে এবং সাথে আপনার ভয়েস ট্যাগও যুক্ত হয়ে যাবে।
আজ এ পর্যন্তই,ভালো লাগলে একটা ধন্যবাদ জানাবেন, আর কিছু যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট করে জানান।
For Any Help: Me in Facebook
পোস্ট টা ভালো লাগলে একটা Thanks দিতে ভুলবেন না