Site icon Trickbd.com

নিজেই তৈরী করুন OurTips24.com এর মত আকর্ষনীয় ফোরাম সাইট পর্ব ২ (স্ক্রিনশট সহ)

Unnamed

আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই?
আশা করি ভাল আর যারা ট্রিকবিডির সাথে থাকে তারা সবাই ভাল থাকে।
আজ আমি আপনাদের জন্য টপিক টি নিয়ে আসলাম নিজেই তৈরী করুন OurTips24.com এর মত আকর্ষনীয় ফোরাম সাইট (পর্ব – ২) (স্ক্রিনশট সহ) টিউটোরিয়াল।
গত পর্বে দেখিয়ে ছিলাম কিভাবে ওয়াপকাতে সাইন আপ করতে হয়,
আজ আপনাদের দেখাচ্ছি কিছু অপশন সিলেক্ট করে রাখার জন্য।
এখন wapka তে লগ ইন করুন তারপর আপনার বানানো সাইটের manage এ যান,দারান আগেই এডমিন এ যাবেন না
নিচে দেখুন other লেখা আছে অখানে ক্লিক করুন।স্ক্রিনশট দেখুন:

তারপর ২টা অপশন আছে তাতে টিক দিন এইভাবে

দিয়ে submit setting দিন।
তারপর আবার back এ আসুন
আবার other এর উপরে দেখুন local time লেখা আছে অখানে ক্লিক করুন।

তারপর


বাংলাদেশ করে submit time setting এ দিন।

তারপর নিচের মত কাজ করুন।
edit site এ যান




তারপর global setting এ যান



তারপর head tag এ যান



তারপর বক্স দেখতে পাবেন অখানে কোড টা পেস্ট করেন।


.

<br /><br />
  . . .</p><br />
<p> 

আমি দুঃখিত ট্রিকবিডিতে হেড টেগ কোড শো করে না তাই কস্ট করে কোডটি এখান থেকে কপি করুন।
কোডটি পেস্ট করে সেট দিন।
তারপর back on site এ ক্লিক করুন

এবার হোম দেখুন কালার হয়েছে

এখন আবার edit site

আবার global setting

তারপর forum এ ক্লিক করুন।

তারপর নিচের স্ক্রিনশটের মত করুন


ধন্যবাদ।
এখন এই পর্যন্তই।পরের পর্বের জন্য অপেক্ষা করুন।আর আমাদের সাথেই থাকুন