আসসালামুয়ালাইকুম। সবাই কেমন আছেন?
আজ আমি আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি। আজকের টিউটোরিয়াল হল কিভাবে আপনার wapka সাইটের ফ্রি বেসিস লিংক কে শর্ট বা ছোট করবেন।
প্রথমে বলব যে,
অনেকে হয়তো নিজের wapka সাইটকে Internet.org অর্থাৎ ফ্রি বেসিকস(free basics)-এ এড করেছেন। মূলত তাদের জন্য আমার এই টিউন। সবাই Internet.org- তে Site সাবমিট করলেও ফ্রি করা wapka সাইটে সরাসরি প্রবেশ করা যাই না। m.Internet.org – তে গিয়ে সাইটও খুজে এড করে তাঁরপর ফ্রিতে প্রবেশ করা যাচ্ছে। এত ঝামেলার কারণে ইউজাররা ফ্রি ব্যবহার করতে পারলেও ফ্রি ব্যবহার করছেনা। অনেকে আবার লিংক কপি করে দিয়ে বলতেছে এখানে গিয়ে ফ্রি চালান। ভাই আপনার Site তো ঢুকতেই ডেটা(Date) কাটতেছে তাইলা আর লিংকে গিয়ে ফ্রি চালানোর কি দরকার। তাই এত ঝামেলা না করে আপনার এতো বড়ও লিংকটা ছোট করে ফেললে সাইটে প্রবেশ করতে অনেক সহজ হয়। যেমন: free.facebook.com
২য়ত মনোযোগ সহকারে পরবেন।
তাহলে শুরু করি আজকের টিউটরিয়াল।
-প্রথমে http://m.internet.org- তে যান।
-এবার আপনার সাইটও টি খুজে সাইটে প্রবেশ করুন। যেমন: আমি প্রবেশ করেছি কালের কণ্ঠে।
-এবার এড্রেস বারে গিয়ে লিংকটি প্রথম থেকে Freebasics.com পর্যন্ত কপি করুন।
-লিংকটি কপি(copy) করে রাখুন পরে কাজে লাগবে।
-এবার আপনার wapka সাইটে যান। নিচের পদ্ধতি অনুসরন করুন।
-সাইটে লগ ইন করুন।
-Admin mode-এ যান।
-New page-এ ক্লিক করুন।
-নিচের মত New Page তৈরী করুন।
-এবার তৈরী করা পেইজটিতে(page) যান।
-Edit Setting-এ গিয়ে Automatic Redirection- এ ক্লিক করুন।
-এবার ১ম বক্সে কত সেকেন্ড পরে লিংকে যাবে সেটা দিন। আমি ৩ সেকেন্ড দিয়েছি কেননা সাইটও লোডিং হতে হতে ৩ সেকেন্ড সময় লাগে। ২য় বক্সে প্রথমে কপি করা লিংকটি দিন। যেমন: http-www-kalerkonto-com-0.freebasics.com
-Ok দিন। এবং সাইটের পেইজ আইডি টা মনে রাখুন। যেমন: 44
-পেইজের কাজ শেষ। এবার ডোমেইন এর কাজ।
-এবার আবার সাইটে লগ ইন করুন।
-সাইটে প্রবেশ করুন।
-ডোমেইন মেনেজারে যান।(Domain maneger)
-এবার প্রথম বক্সে আপনার ডোমেইন এর আগে কি হবে সেটা দিন। যেমন:
-এবং আমরা কিছুক্ষণ আগে যে পেইজ বানিয়েছিলাম সেটার আইডি নোং দিন। যেমন: 44
-তাঁরপর সাবমিট দিন।
-কাজ শেষ। এবার এড্রেস বারে আপনার তৈরীকৃত ডোমেইনটি লিখুন। যেমন: free.TechBuzz.ga . OK দিন।
কি দেখলেন? আপনার ফ্রি সাইটে চলে গেল নাকি!!
আজকের টিউন এখানেই শেষ। ভুল হলে ক্ষমা করবেন।
আমার আজকের টিউনে আপনাদের সামান্য উপহার হলে আমার লেখা সার্থক। ভালো লাগলে কমেন্ট করবেন।(page) img src=