আসসালামু আলাইকুম,আশা করি সবাই ভালো আছেন।
কাজের কথায় আসি আমরা অনেকেই আছি যারা ওয়েব ডিজাইন শিখতে চায় কিন্তু কোর্স করার টাকা নেই কিংবা অনলাইন কোন ভাই সোর্স পাচ্ছেন না তাই আমি আপনাদের সামনে আজ একটি সুন্দর সাইট নিয়েছে। যা থেকে আপনারা মোটামুটি ওয়েব ডিজাইন শিখতে পারবেন তা ও সব বাংলায়।
আর এই সাইটে অনলাইন কোড রানার ও আছে যা দিয়ে আপনি নিজের লেখা কোডের আউটপুট দেখতে পারবেন।
সাইটে যা যা আছে :
নতুনদের নির্দেশনা
ক্যারিয়ার
এইচটিএমএল টিউটোরিয়াল
সিএসএস টিউটোরিয়াল
জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল
জেকোয়েরি টিউটোরিয়াল
এক্স এম এল (XML)
পিএইচপি টিউটোরিয়াল
পিএইচপি বেসিক
পিএইচপি ফ্রেমওয়ার্ক
কোডইগনাইটার
ডেটাবেস
এস কিউয়েল (SQL)
এডভান্স এসকিউয়েল
ডেটাবেস ডিজাইন
পিএইচপি এবং ডেটাবেস
হোস্টিং টিউটোরিয়াল
সিএমএস
জুমলা টিউটোরিয়াল
ওয়ার্ডপ্রেস টিউটোরিয়াল
ওয়েবমাস্টার
সার্চ ইন্জিন অপটিমাইজেশন
ফটোশপ
ফটোশপ বেসিক
এডভান্সড ফটোশপ
সাইটের লিংক: WebCoachBD.Com
এখন শিখতে থাকুন,সুস্থ থাকুন,
আমাদের সাথেই থাকুন।
ধন্যবাদ।