Site icon Trickbd.com

wapka সাইটে নতুন রেজিস্টেশনকারীদের জন্য কিভাবে অটো profile সেট করবেন। (with screenshot )

Unnamed

আসসালামু আলাইকুম।
আমরা অনেক সময় দেখি যখন কোনো ওয়াপকা সাইটে রেজিস্টেশন করি তখন অটোমেটিক আপনার নির্দেশ ছাড়া আপনার প্রোফাইলে একটা প্রোফাইল এসে যায়।
যদি আপনি আপনার সাইটে এই Systemটা চালু করতে চান তবে নিচের স্টেপগুলো অনুসরণ করুন।
প্রথমে Edit site→user→user profile এ গিয়ে Allow redefined avatars ( set pictures )
Enabled করে set করুন। না বুঝলে নিচের স্কিনশট দেখুন।

তারপরে আবার Allow redefined avatars এর পাশের set picture এ ক্লিক করুন।

তারপরে
add new avatars এ ক্লিক করুন।

তারপরে Upload Picture ক্লিক করুন।

তারপরে আপনার মোবাইল থেকে একদম শুরুতে যে ছবিটা দিসিলাম সেটা upload করুন।

এবার Show pictures ক্লিক করুন। সেখানে আপনি যেই ছবি upload করেছেন সেটা দেখবেন এবং কতগুলো English letter দেখবেন। English letter “A” তে ক্লিক করুন।
তারপরে নিচের স্কিনশটের মত set default ক্লিক করুন

ব্যাস আপনার কাজ শেষ এবার সবার মত আপনার সাইটেও নতুন রেজিস্টেশনকারীদের প্রোফাইলে ছবি যোগ হয়ে যাবে।
Full Credit Sayem, Top_Author Newtips24.us

Always New Tricks And Tips

সৌজন্যেঃ আমার সাইট

Exit mobile version