Site icon Trickbd.com

[Wapka]আপনার সাইটের জন্য নিয়ে নিন অসাধারণ একটি নোটিশবোর্ড কোড!

Unnamed

আসসালামুআলাইকুম

কেমন আছেন সবাই?
আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।

আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি।
তাই তো আবারো আপনাদের মাঝে একটি নতুন ট্রিক নিয়ে হাজির হয়েছি।

আজ Wapka ইউজারদের জন্য একটি দারুন নোটিশবোর্ড কোড নিয়ে এসেছি!

কথা বাড়াবোনা…..সরাসরি কাজে চলে যাই।
প্রথমেই নোটিশবোর্ডের একটি ছবি নিচে দেখে নিন।

কি? নোটিশবোর্ডের ডিজাইন ভালো লেগেছে!
তাহলে নিচের বক্স থেকে কোডটা কপি করে নিয়ে আপনার সাইটে বসিয়ে দিন!

Notice Board Of your site name
★ আমরা আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করি আপনার জানা টিপস দিয়ে সাহায্য করুন। এবং নিজের জানা টিপস দিন যাতে অন্যরা শিখতে পারে আপনার জানা জ্ঞান ছড়ালে আপনার কমবে না বরং বাড়বে এটা আমার কথা নয় জ্ঞানী ব্যক্তিদের কথা। আমরা আপনার মুল্য বান টপিক বা পোস্টের আশায় থাকব || আমাদের সাইটে ৩ জন দক্ষ মোডারেটর লাগবে। হতে চাইলে এডমিনদের সাথে যোগাযোগ করুন।ফেইসবুকে এডমিন।
★প্রতিদিন নতুন নতুন টিপ্স পেতে আমাদের সাথেই থাকুন।আমাদের মতো সাইট বানাতে চাইলে এডমিন(RIPON)কে কোল করুন- 01797989254 এই নম্বরে
★যেকোন সাহায্যের জন্য Help Desk এ পোস্ট করুন।
♥আমাদের সাইটের ডোমেইন♥

এবার নিজের মত করে কোডটি এডিট করে নিন।
কোথায় কোথায় এডিট করবেন তা আমি দেখিয়ে দিচ্ছি…
প্রথমে আপনার Wapka আইডি লগইন করুন।
তারপর Admin Mode > Edite Site > Wml/Html code এ গিয়ে প্রথম বক্সে কোডটি পেষ্ট করে দিন, তারপর Submit এ ক্লিক করুন।

নিচের চিত্রে দেখুন your site name লিখা আছে,
সেটা কেটে দিয়ে আপনার নিজের সাইটের নাম দিন।
এবং যেখানে other site name লিখা আছে সেটা কেটে দিয়ে আপনার অন্য কনো সাইট/অন্য কনো লিংক দিন।

নিচের চিত্রটি লক্ষ্য করুন।
যেখানে আমার নাম(RIPON)লিখা আছে সেটা কেটে দিয়ে আপনার নাম আর ফোন নম্বরের জায়গায় আপনার ফোন নম্বর বসিয়ে দিন।

নিচে যেখানে facebook.com/mehediislamripon/about দেওয়া আছে সেটা কেটে দিয়ে আপনার নিজের ফেসবুক আইডির লিংক দিন।

নিচে দেখুন Notice Board Of এর পরে your site name লিখা আছে,
সেটা কেটে দিয়ে আপনার সাইটের নাম দিন।

ব্যাস! এভাবে এডিট করে আপনার সাইটে বসিয়ে নোটিশবোর্ডটির মজা নিতে থাকুন!

তো আজকে এখান থেকেই শেষ করছি।
পোষ্টটা ভালো লাগলে একটা thanks আশা করতেই পারি…।

যেকোন প্রকার দরকারে এই ছোট্ট ভাইটাকে ফেসবুকে নক দিতে পারেন।
হেল্প করার চেষ্ঠা করবো ইনশাল্লাহ।

সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।
ট্রিকবিডির সাথেই থাকবেন।

খোদা হাফেজ