Site icon Trickbd.com

নিজেই তৈরি করুন নতুন ডিজাইন এর ফোরাম সাইট ওয়াপকাতে খুব সহজে। [Part-1]

আসসালামু আলাইকুম


আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভাল আছি।
আমি কাল আপনাদের মতামত জানার জন্য একটি পোস্ট করেছিলাম। সকলেই বলেছে পোস্ট টি করার জন্য। তাই আপনাদের মতামতে আজ আমি ওয়াপকা সাইটে BDruse.ga এর মতো ফোরাম সাইট বানানোর পোস্ট শুরু করলাম। আর বেশি কথা বলবো না,, এবার মূল পোস্ট এ যায় ।

১.প্রথমে আপনি Wapka.com এ যান। নিচের মতো দেখতে পাবেন এবং Sign Up এ ক্লিক করেন নিচের মতো।
২.এবার নিচের মতো আসবে এবং নিচের মতো সব তথ্য দিয়ে পূরন করুন।
৩.সব তথ্য দেওয়া হলে নিচের মতো Sign Up এ ক্লিক করেন।
৪.এবার আপনার মেইল এ দেখুন একটি মেইল আসছে না পেলে স্পাম বক্স দেখুন,,,,আপমার অ্যাকাউন্ট টি Confirm করুন। এবং wapka.com এ গিয়ে আপনার অ্যাকাউন্ট লগিন করেন এবং নিচের মতো আপনার বানানো সাইটে যান।
৫.নিচের দিখে যান এবং Other এ ঢুকুন।

৬.দুই ঘরে ঠিক দিন,,,এবং Change এ ক্লিক করেন এবং Back যান।

৭. এবার সাইট এর এডমিন মোডে যান।

৮.এবার Edit Site এ যান।

৯.এবার Global এ যান।

১০.এবার হেড টেগ এ যান।

১১.এবার বক্স এ নিচের কোড File টি ডাউনলোড করে কোড কপি করে বসান এবং Set এ ক্লিক করেন।
হেড টেগ কোড এখান থেকে নিয়ে নিন
আথবা,
কোড File টি এখান থেকে ডাউনলোড করেন
আজ এখানে শেষ করি। কোনো প্রব্লেম হলে কমেন্ট করেন,,,,। আর next part. কাল দিব।
আমার নতুন ফোরাম সাইটে আউটর নেওয়া হবে কেউ হতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন এবং সাইটি বিজিট করতে নিচে ক্লিক করেন