Site icon Trickbd.com

নিজেই তৈরি করুন PC এবং Mobile ভার্শন সহ ফোরাম সাইট With Thumbnail System । [ Part 1 ]

Unnamed

হ্যালো বন্ধুরা আজ থেকে আমি আপনাদের PC ও Mobile ভার্শন With Thumbnail System সহ একটা ফোরাম সাইট বানানো শিখাব ।
আপনারা কিছু না বুঝলে কমেন্ট করবেন ।
আর বুঝলে এবং উপকারে আসলে কমেন্টে একটা Thanks দিবেন আশা করি |

বিঃদ্রুঃ Wapka সম্পর্কে সবাই কম বেশী জানেন ও বুঝেন । তাই স্ক্রিনশট দিলাম না ।

যাক প্রথমেই Wapka.com থেকে একটা একাউন্ট এবং সাইট খুলে নিন ।

তাড়পর সাইটে ক্লিক করুন । এবং Other এ ক্লিক করুন ।
দুটো চেকবক্স পাবেন ।
মার্ক করে সাবমিট করুন ।
এবার আবার ব্যাক দিয়ে Admin Mode এ আপনার সাইটে প্রবেশ করুন ।

তারপর নিচের মত করে যান Edit Site তারপর Global Settings এ ক্লিক করুন । তারপর Other লেখাতে ক্লিক করুন । এবার দেখুন
Disable cell phone emutator in www version (www.yoursite.wapka.mobi)
এর পাশের চেকবক্সটাতে মার্ক দিন ।
তার পর Set এ ক্লিক করুন ।
এবার আবার
Edit Site এ ক্লিক করুন তারপর Global Settings এ যান । তারপর HEAD tags (meta,style,…)লেখাতে ক্লিক করলে একটা বক্স দেখবেন । তাতে নিচের কোডটা দিন ।

অথবা বক্স থেকে কপি করুন ।
কোড পোস্ট Show করছে না । তাই এখান থেকে নিন

এবার submit/Set দিন ।
আজকের মত এপর্যন্তই থাক ।
আগামী পর্বে আবার আসছি । সবাই ভাল থাকবেন এবং Trickbd এর সাথেই থাকবেন ।যাক অনেক কষ্ট করে পোষ্টটা লিখলাম । কমেন্টে একটা Thanks দিতে ভুলবেন না ।

ধন্যবাদ …..

বিঃদ্রঃ কমেন্টে অনেকেই কপি পেস্ট লিখে কমেন্ট করেন । এটা মোটেও কপি পেস্ট না । এই সাইট তৈরি করার ফুল পার্ট দিব এই পর্যন্ত সাথেই থাকুন ।

*খোদা হাফেজ

Exit mobile version