Site icon Trickbd.com

নিজেই তৈরী করুন ২০১৮ সালের সম্পুর্ন নতুন ডিজাইনকরা ফোরাম সাইট! ▶পর্ব-১◀

Unnamed

আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন?
অনেক আগে থেকে পার্ট গুলো প্রস্তুত করে রেখেছিলাম কিন্তু সময়ের অভাবে প্রিয় ট্রিকবিডিে শেয়ার করতে পারছিলাম না।
কাল মাদ্রাসা বন্দ দিলো কিছু দিন আপনার সাথেই আছি,
এই ফাকে ভাবলাম পার্ট গুলো দিয়ে দিবো।
আমরা ১০ ঘন্টা পর পর একটি পার্ট শেয়ার করবো ১৬ পার্ট পর্যন্ত
পার্ট গুলো হবে একদম সহজ ভাবে প্রয়োজন ছারা স্কিনশট ব্যবহার করবোনা,
কোন প্রবলেম হলে আমি চেস্টা করুবো সেটা সমাধান করে দিতে।
তাই কাজ গুলো শুরু করার পূর্বেই এই অধম কে আপনার ফ্রেন্ড লিস্টে এড করুন
My Facebook Account
আমি আজ থেকে শেখাবো কিভাবে একটি ফুল ফোরাম সাইট বানাতে হয় ।
চলুন শুরু করি
~~:: Steps ::~~
১। এখান থেকে একটা এ্যাকাউন্ট করে নিন।
মানে সাইন আপ করুন।
ওই কাজ শেষ হলে চলুন সামনে যাই।

আগেই এ্যাডমিন মোডে যাইয়েন না দাড়ান কিছু কাজ আছে।
Others > – Allow fast access to edit functions [√ ]
– Enable PREMIUM program [√] Mark It and Change Setting…!
তারপর, আবার
Edit Text >> Private Messages /Friends >>
এ গিয়ে টপিক এর নিচে যেই বক্স আছে ওটা তে এক এক করে কোড গুলো বসান।
you have new private message
<span class="brdr"><span class="phdr">Message Coming</span><span class="eror"><img loading="lazy" src="https://greentooth.xtgem.com/i3/mail4.png" height="20" width="20" /> ...You Have Got New Mail...</span></span>

Off line
<img src="https://wapkaimage.com/4375/4375326_a90fb42ba0.png" />

Online:
<img src="https://wapkaimage.com/4375/4375324_8a3a6e2a65.png" />

+
accept


Reject

এবার এডমিন মোডে যান। এখানে একটা সাদা পর্দা আসবে এটাকে ডিজাইন করতে হবে। চলুন শুরু করি
প্রথমে যেকন সাইট করতে হলে এর যাবতিয় সি এস এস ক্লাস গুলা একত্রে একজায়গায় জমা করা হয় যাকে হেড ট্যাগ বলে। এখন আমাদের যেটা করতে হবেঃ
Edit site >> Global Setting >> HEAD tags (meta,style,…)
#ashik_fold{-o-mini-fold:folded} body {background-color:;background-image:url("");max-width: 100%; margin: 0px; border:2px solid #5588ff; color:black; font-family:Arial, San-serif, Times New Roman; font-size:x-small;} a:link {color:green;} aisited {color:green;} a:active {color:green;} a:hover {color:cyan;}input[type=submit]{color: #fff; background: url(https://stevendie.xtgem.com/themes/blue/rek.gif)<br />repeat-x top left ; border-bottom: 1px solid ; margin: 1px 0; padding: 4px; }

আপনারা হয়ত মনে করতে পারেন হেড টেগ টা এত ছোট কেন।
চিন্তার কোনো কারন নেই এতে আমাদের ডিজাইন এর কোন অসুবিধা হবে না।
আজ এই পর্যন্তই…!
Nex part আসছে ১০ ঘন্টা পর
আগামি পর্বে অনেক কাজ করাবো…!
আর সাথেই থাকুন |
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন,আল্লাহ হাফেজ।
•••কোন সমস্যা হলে মন্তব্য করুন ।
সরাসরি প্রকাশিত হচ্ছেঃ
আপনার প্রিয় ওয়েব সাইটে