আশাকরি সকলে ভালো আছেন।
আজ আপনাদের দেখাবো কিভাবে আপনার Wapka সাইটে Subdomain নিয়ে PHP তে Youtube Downloader সাইট বানাবেন।
প্রথমে এখান থেকে PHP Youtube Downloader Script ডাউনলোড করে নিন Download Here
(php script unzip করুন।Unzip করার জন্য আপনি playstote থেকে explorer app টা ডাউনলোড করে unzip করতে পারেন।)
অবশ্যই প্রথমে আপনার ডোমেইন ওয়াপকাতে পার্ক করুন।।
এরপর আপনার ডোমেইন প্যানেলে ডুকেন।তারপর Name Server চেন্জ করুন নিচের মতো করে
ns1.byet.org
ns2.byet.org
Save এ ক্লিক করুন
Connect এ ক্লিক করুন
তারপর এই লিংকে যান এবং নিচের মতো কাজ করেন
Signup for Free Hosting এ ক্লিক করুন
তারপর নিচের মতো ফর্ম পাবেন এগুলো সঠিকভাবো পূরণ করুন
তারপর Register এ ক্লিক করুন
এখন আপনি আপনার ইমেইল এর inbox অথবা Spam box চেক করুন দেখবেন একটি ভেরিফিকেশন লিংক পাঠাইছে।
সেই লিংকে ক্লিক করে ভেরিফাই করেন।ভেরিফাই হলে নিচের মতো একটা পেজ পাবেন
এই পেজ থেকে আপনি আপনার username এবং ftp server এদুটো মনো রাখুন অথবা লিখে রাখুন
এখন আপনার cpanel এ যান [url=http://panel.byethost.com] Go to cpanel[/url[
তারপর উক্ত username ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
তারপর Addon domain এ ক্লিক করুন
তারপর আপনার সাইটেরর অরিজিনাল ডোমেইন যোটান নেম সার্ভার চেন্জ করেছিলেন সেটা বসান ও Add domain এ ক্লিক করুন।
তারপর Cpanel এর হোমপেজে যান এবং Subdomain এ ক্লিক করুন এবং বক্সে আপনার সাবডোমেইন এর নাম দিন।যেমন: tube
তারপর নিচের বক্স থেকে আপনার সাইটের অরিজিনাল ডোমেইন সিলেক্ট করুন এবং Create Subdomain এ ক্লিক করুন।
এবার এখান থেকে FTP Cafe এই App টা ডাউনলোড করুন।
Download FTP Cafe apk
তারপর এ্যাপটি ওপেন করুন এবং প্রোফাইল বক্সে আপনার আপনার নাম,User name বক্সে আপনার cpanel এর নাম দিন, Password বক্সে আপনার cpanel এর পাসওয়ার্ড দিন,ftp host বক্সে আপনার cpanel এর ftp server টা দিন।( এখানে username এবং ftp server or host যেটা আপনাকে লিখে রাখতে বা মনো রাখতে বলেছিলাম সেইটা দিবেন এবং পাসওয়ার্ড Free hosting এ Ragister করার সময় যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা দিবেন।
নিচের মতো –
তারপর দেখুন আপনার সাইট মানে tube.yoursite আপনি যে নামে সাবডোমেইন বানিয়েছিলেন সেইটাতে ক্লিক করুন।
এবার htdocs এ ক্লিক করুন
তারপর local এ ক্লিক করুন।
আপনার সকল ফাইল মার্ক করে upload এ ক্লিক করুন।
ব্যাস কাজ শেষ।
যদি আপনার অরিজিনাল ডোমেইন যেটা ওয়াপকাতে পার্ক করছেন মেটাতে ডুবতে অসুবিধা হয়ে তাহলে আপনি আবার আপনার ডোমেইনেরর নেম সার্ভার চেন্জ করে দিন।
ভাই অনেক কষ্ট করে লিখছি ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।