Site icon Trickbd.com

এবার Html কোডকে কনভার্ট করে PHP,JavaScript এবং ASP কোডে রূপান্তর করার সিস্টেম করে নিন আপনার ওয়াপকা সাইটে!

Unnamed

আসসালামুআলাইকুম

কেমন আছেন সবাই?আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন।
আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি।তাই তো আবারো আপনাদের মাঝে একটি নতুন ট্রিক নিয়ে হাজির হয়েছি।

আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার wapka সাইটে html কোড থেকে php,javascipt and ASP কোড কনভার্ট করার সিস্টেম করবেন!

তাহলে চলুন কাজ শুরু করা যাকঃ
নিচের স্ক্রিনশট এবং নির্দেশনা অনুযায়ী কাজ করুন।
প্রথমেই আপনার ওয়াপকা সাইটে প্রবেশ করুন,অর্থাৎ যে সাইটে আপনি কনভার্টার সিস্টেম করতে চান সেই সাইটে।
তারপর Admin Mode এ ক্লিক করুন।

এবার একটু নিচে যান এবং Edit Site লিখায় ক্লিক করুন।

এবারে WML/XHTML Code এ ক্লিক করুন।

এখন আপনাকে একটি কোড কপি করতে হবে, নিচের লিংকে গিয়ে কোডটি কপি করে নিনঃ

এবার নিচের মতো একটি পেইজ আসবে।
প্রথম বক্সে আপনার কপি করা কোডটি পেষ্ট করে দিন, তারপর আর কনো প্রকার পরিবর্তন না করে Submit এ ক্লিক করুন।

এবার হোমপেইজে ফিরে এসে দেখুন আপনার সাইট তৈরি!!!

এবারে পরিক্ষা করার পালা,যে আমাদের তৈরি করা সাইট কাজ করছে কি না???
তাই প্রথমে ফাঁকা বক্সটিতে আপনি আপনার যেই HTML কোডটি কনভার্ট করতে চান সেটি লিখুন,
উদাহরণ স্বরূপ আমি একটা কোড লিখেছি।
কোড লিখা হয়ে গেলে এবার HTML_>PHP লিখায় ক্লিক করুন।

এবার পেজ লোড হয়ে গেলে দেখুন আপনার HTML কোড কনভার্ট হয়ে PHP কোডে পরিণত হয়েছে!

এবার ধরুন আপনার লিখা কোডটি কনভার্ট করে JavaScript করতে চান,

তাহলে HTML_> JAVASCRIPT লিখায় ক্লিক করুন,এবং পেজ লোড হয়ে গেলে দেখুন আপনার html কোডটি JavaScipt এ কনভার্ট হয়ে গেছে।

এবার যদি আপনার লিখা কোডটিকে ASP তে কনভার্ট করতে চান,তাহলে HTML_>ASP তে ক্লিক করুন এবং পেজ লোড হয়ে গেলে দেখুন আপনার html কোড asp তে কনভার্ট হয়ে গেছে!

এভাবে আপনি ইচ্ছেমত আপনার লিখা HTML কোডগুলোকে PHP,IavaScript and ASP কোডে কনভার্ট করতে পারবেন!

আশা করি আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের একটু হলেও উপকারে আসবে।

তো আজকে এখান থেকেই শেষ করছি।পোষ্টটা ভালো লাগলে একটা thanks আশা করতেই পারি…।
যেকোন প্রকার দরকারে এই ছোট্ট ভাইটাকে ফেসবুকে নক দিতে পারেন।
হেল্প করার চেষ্ঠা করবো ইনশাল্লাহ।

সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন।
ট্রিকবিডির সাথেই থাকবেন।

আল্লাহ্‌ হাফেজ

Exit mobile version