আজকের বিষয়
আজকে আমি নিয়ে এসেছি যেভাবে আপনারা কোনো সফটওয়্যার ছাড়া ওপেরা মিনি দিয়েই যেকোনো সাইটের কোড বের করবেন। আসলে এটা একটা Requested পোস্ট। অনেকে আমাকে Request করেছিল তাই এটা নিয়ে পোস্ট করলাম।
টপিক বিষয়ক কিছু কথা
আমি জানি আপনারা অনেক ভদ্র ও অনেক জ্ঞানি। মানুষ বলতেই ভুল হয় তাই আমার পোস্টে কোথাও ভুল দেখলে ছোট ভাই মনে করে ক্ষমা করবেন এবং ভুলটা ধরিয়ে দিবেন। আর মনে রাখবেন ব্যবহার ই কিন্তু বংশের পরিচয়।
চলুন এখন আমরা কাজে চলে যাই
প্রথমে আপনারা Opera Mini ব্রাউজার এ যান। তারপর নিচে Sshot গুলো দেখে কাজ করুন।।
ব্যস এখন আপনি যে সাইটের কোড বের করতে চান সেই সাইটে চলে যান। তারপর নিচের মতো Address বার এ ক্লিক করুন।
এখন আপনার আগের Address টা কেটে দিয়ে server:source লিখে Go তে ক্লিক করুন।
ব্যস কাজ শেষ। এখন ওই সাইটের সকল কোড বের হয়ে যাবে। এখন আপনার যে কোড দরকার ওটা কপি করে নিন।
বিশেষ একটা কথা
আশা করি সকলে বুঝতে পারছেন। তারপরও যদি কোথাও না বুঝে থাকেন। অবশ্যই একটা কমেন্ট করবেন অথবা আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন। আমি যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করব।
ধনবাদ বার্তা
আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ্য থাকবেন। আর ট্রিকবিডির সাথেই থাকবেন।