Site icon Trickbd.com

Wapka তে Html ও Css দিয়ে খুব সহজেই cricket Live score ওয়েব সাইটে পরিনত করতে পারবেন। নিজের পছন্দ মত বানিয়ে নিন ক্রিকেট লাইভ স্কোর সাইট।

Unnamed

আসসালামু আলাইকুম। ‌‌কেমন আছেন সবাই। আশা করি অনেক অনেক ভাল আছেন। আমি Devilz_Coder। আজ দেখাব Wapka তে কিভাবে অতি সহজেই Cricket Live Score ওয়েব সাইট বানানো যায়। যদি একটু একটু Html পারেন, তাহলে বাকিটা ভিডিও দেখে কয়েক মিনিটেই Cricket Live score সাইট বানিয়ে নিতে পারবেন।
TrickBD.com | know for share

##Cricket Live Score ওয়েবসাইট Wapka তে দেখা যায় না। আজ পর্যন্ত কেউ ডেভেলপড করতে পারছে কিনা তাও জানি না। কিন্তু হঠাৎ মাথায় আইডিয়াটা আসে এবং কাজ শুরু করে দেই। অনেক কষ্ট করার পর Cricket Live Score সাইট Wapka তে বানাতে সফল হয়েছি।

Cricket Live Score Theme zip ফাইল টা Download করে নিন। যার ভিতরে সকল কোড ও CSS কোড আছে।

Download Cricket Live Score Zip

বানানোর পর কেমন হবে তার কিছু Screenshot. দেখে নিতে পারেন।



ওয়েব ডেভেলপের কাজ লিখে বুজানো সম্ভব না। এখানে কোড ও শেয়ার করা যায় না। তাই আমি মনে করি 5 মিনিট সময় নষ্ট করে দেখে নিলে অনেক ভাল হবে। তাছাড়া Zip ফাইলে Help নির্দেশনা দেয়া আছে।
Click for Video Tutorial

https://youtu.be/w_jaqifDpCo

হ্যাকার হতে চান… তাহলে আজই Subscribe করে নিন এবং শিখতে থাকুন হ্যাকিং টিউটুরিয়াল।
Subscribe For Hacking

Exit mobile version