ওয়েবসাইট কি এ বিষয়ে অাগে একটা পোস্ট করাই অামি অাজকে এইচটিএমএল থেকেই শুরু করছি।

যারা  অাগের পোস্টটি দেখেননি তারা দেখে নিন→ওয়েবসাইট কি?

তো চলুন শুরু করা যাক-

HTML  এর মৌলিক  বিষয়সমূহঃ

HTML হলো  একটি  স্ক্রিপটিং  ভাষা।  মূলত  বিভিন্ন  ধরনের  ট্যাগ  ব্যবহার  করে  কোড  লিখতে  হয়।  সুতরাং html  দ্বারা  ওয়েব  পেজ  তৈরীর  জন্য  কিছু  মৌলিক  বিষয়−কাঠামো,  বিভিন্ন  ধরনের  ট্যাগ,  হাইপার  লিংক, চিত্র, টেবিল ইত্যাদি সংযোজনের  পদ্ধতি  ইত্যাদি অামাদের জানতে হবে।

HTML এর ধারণা:

ইন্টারনেট  ব্যবহারকারীদের  ব্রাউজ  করার  জন্য  বিভিন্ন  ওয়েব  সার্ভারে রাখা  ফাইলকে  ওয়েব  পেজ  বলে।  আর  এ  ওয়েব  পেজগুলো  ইন্টরনেটের মাধ্যমে  ওয়েব  ব্রাউজার  সফটওয়্যার  ব্যবহার  করে  দেখা  যায়।  ইন্টারনেটে ব্যবহারযোগ্য  এসব  ওয়েব  পেজকে  সাধারণত  html দ্বারা  লেখা  হয়।  ওয়েব  পেজের  বিভিন্ন  অংশ  ব্রাউজারের  মাধ্যমে  কীভাবে  প্রদর্শিত  হবে  তা html এ  markupট্যাগসমূহ  ব্যবহার  করে  প্রকাশ  করা  হয়। বৈজ্ঞানিক  গবেষণার  তথ্য,  উপাত্ত  দ্রুত  পৃথিবীর  বিভিন্ন  স্থানে  আদান-প্রদানের  উদ্দশ্যে  টিম  বার্নাস-লী  html বা    hyper text markup language  তৈরী   করেন।  ১৯৯০  সালের  দিকে  মোজাইক  ব্রাউজারের  মাধ্যমে html পরিচিতি  লাভ  করে।২০১০  সালে  প্রচলিত html   এর সর্বশেষ  ভার্সন  html ৫ পরিচিতি লাভ করে।.

.

HTML এর সুবিধাঃ

HTML এর  সবচেয়ে  বড়  সুবিধা  হলো  যে  এটি  বিনা  মূল্যে পাওয়া  যায়।  এর  জন্তিয  কোনো  প্রকার সফটওয়্যার  বা  প্রোগ্রাম  কিনতে  হয়না।  শুধুমাত্র  নোটপেড  ব্যবহার  করে  HTML  কোড  লিখলেই  প্রোগ্রামটি নির্বাহ  করে।  কোনো  নির্দিষ্ট  কমান্ড  ভুল  হলে  শুধু  ঐ  নির্দেশ  কাজ    করে  না  বাকি  নির্দেশ  যথাযথভাবে  কাজ করে।  এ  কারণে  এ  ভাষায়  কোড    লেখা  যেকোনো  প্রোগ্রামিং  ভাষা  থেকে  সহজ।  এর  ফলে  ওয়েব  সাইট তৈরীতে অনেক  সাশ্রয়  হয়।  সকল  ডেভেলপমেন্ট  টুলস্  HTML কে  সাপোর্ট  করে-  যেহেতু  এটি  একটি ফ্রন্টপেজ,  অন্যান্য  ওয়েব  সাইট  উন্নয়ন  টুলস্  দ্বারা  এবং  প্রোগ্রামিং  ভাষা  দ্বারা  সাপোর্ট  করে।  এটি  সকল  সার্চ ইঞ্জিন  ফ্রেন্ডলি  ,সকল  ওয়েব  প্রোগ্রামিং  ভাষার  মধ্যে  HTML  সকল  সার্চ  ইঞ্জিনের  কাছে  সবচেয়ে  বেশি ফ্রেন্ডলি।  সকল  সার্চ  ইঞ্জিনের  জন্য  HTML  পড়া  এবং  এক্সেস  করা  সহজ।  ফলে  এক্সেস  টাইম  বা  ওয়েভ  পেজ লোড  হতে  সময়  কম  লাগে।  এর  ফলে  সার্চিং  এ  ভালো  ফলাফল  পওয়া  যায়।

.

HTML  ট্যাগ  ও  সিনটেক্স  পরিচিতি  :

HTML  এ  প্রোগ্রাম  লিখার  সময়  <>  এবং  </>  চিহ্ন  ও  এর  মধ্যে  কীওয়ার্ড যেমন-  head,title,body ইত্যাদি  ব্যবহার  করা  হয়।  <>  এবং  </>    চিহ্ন সহ  মাঝখানের  কীওয়ার্ডকে  একত্রে  ট্যাগ  বলা  হয়।  HTML এ  শুরু  <>  এবং  শেষ </>    ট্যাগ  এর  মাঝখানের  অংশকে  HTML ইলিমেন্ট  বলা  হয়।       যেমন:   <h1>  It is Element </h1>

এখানে “This is Element ” একটি ইলিমেন্ট।

নিচে htmlএ ব্যবহৃত কিছু সাধারণ ট্যাগ এবং এদের ব্যবহার বর্ণনা করা হলো-

.

HTML এট্রিবিউটস:

HTML ট্যাগ এর কার্যক্ষমতাকে বর্ধিত করার জন্য এট্রিবিউটস ব্যবহার করা হয়।HTML এট্রিবিউটস ইলিমেন্টের প্রাসঙ্গিক তথ্য অর্থাৎ ইলিমেন্টের কিছু বৈশিষ্ট্য নির্দিষ্ট করে দেয়া হয়। যেমন- <font>…   </font> ট্যাগের এট্রিবিউট হিসেবে ফ্রন্টের কিছু বৈশিষ্ট্য  উল্লেখ করা হয়। নিচের উদাহরণে ফ্রন্টের size,face,color নির্দিষ্ট করে দেওয়া হয়েছে→

<font size=”13’ face= æTahoma” color=”green”> ILove my Country</font>

.

.

তো অাজ এ পর্যন্তই।পরবর্তী পর্বে এইচটিএমএল এর অারো কিছু কাজ দেখানোর চেষ্টা করব।.

অাশা করি নতুন কিছু শিখতে পেরেছেন।অামার লেখাটি ইন্টারনেট,বই ও নিজের জ্ঞান এর সম্মিলনে তৈরী।কোনো ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

 

.

বিঃদ্রঃ লেখাটি মানুষের উপকারের জন্য লেখা হয়েছে।দয়া করে এটা কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না।লেখাটি কোনোধরনের খারাপ কাজে ব্যবহৃত হলে লেখক দায়ী নয়।

(ধন্যবাদ)

28 thoughts on "ওয়েব ডিজাইন ও HTML পরিচিতি (পর্ব-১)"

    1. Scientist Tahir Author Post Creator says:
      thank you..চেষ্টা করব সব part গুলো দ্রুত দেওয়ার জন্য।অাশা করি অাপনাদের উৎসাহ পাব…
  1. ট্রিকবিডির এডমিন & মোডারেটর ভাইরা আপনারা কি কনট্রিবিউটরের পোস্ট কি রিভিউ করেন না???????
    আমার পোস্ট গুলা রিভিউ করেন।।
    এত দেরি করতাছেন কেন?
  2. MRS Author says:
    ভালো উদ্যোগ চালিয়ে যান নেক্সট পোষ্ট আশা করছি।
    1. Scientist Tahir Author Post Creator says:
      thank you..চেষ্টা করব সব part গুলো দ্রুত দেওয়ার জন্য।অাশা করি অাপনাদের উৎসাহ পাব…
      .
    2. MRS Author says:
      জ্বী ভায়া অবশ্যই।
  3. Tahsin Author says:
    HTML নিয়ে ট্রিকবিডি তে ১০+ পোস্ট আছে|
    1. Tariqul Islam Khan Contributor says:
      হুম আছে,
      আগের গুলা থেকে এইটা ভালো লাগছে,
      আর নেক্সট যারা করবে নিশ্চই আগের ১০+ আর এইটা থেকে ভাল ই করবে, তার জন্যই লেখা হবে।
    2. Scientist Tahir Author Post Creator says:
      thank you.. অার অামি সব part গুলো ভালোভাবে উপস্থাপনের চেষ্টা করব
    3. Tahsin Author says:
      হুম বুঝেছি
      সারা জিবন ট্রিকবিডি তে তোমার মত এমন লোক থাকবে যাদের প্রতিদিন পিসি অন-অফ করা শিখাতে হবে|
    4. Tariqul Islam Khan Contributor says:
      হাহাহাহাহাহাহাহ

      এনালগ ই রয়ে গেছেন ভাই,

      আমি চাই প্রতিদিন ডিজিটাল হতে

    5. Tahsin Author says:
      হিঃহিঃহিঃ ডিজিটাল তো না ডিজে-টাল এমন ডিজে-টাল লোক ই তো আজ ট্রিকবিডি কে প্রথমিক জ্ঞান শিক্ষার আসর বানিয়ে ফেলেছে|
  4. CyberSabbir Contributor says:
    এ কারণে এ ভাষায় কোড লেখা যেকোনো প্রোগ্রামিং ভাষা থেকে সহজ।
    html not programming language…
  5. Parvej Perfect Author says:
    Good All Part Taratari Den
    1. Scientist Tahir Author Post Creator says:
      thank you..চেষ্টা করব সব part গুলো দ্রুত দেওয়ার জন্য।অাশা করি অাপনাদের উৎসাহ পাব……
  6. Md Jahid Contributor says:
    নতুন কিছু শিখে ভালোই লাগলো…যাই হক সুন্দর পোষ্ট করেছেন…
    1. Scientist Tahir Author Post Creator says:
      thank you
  7. Soyeb Khan Author says:
    ভালো, তবে ভাইয়া এইচটিএমএল কোন স্ক্রিপ্টিং ভাষা না এটা Markup Language. তাই পোষ্টটি ঠিক করুন
  8. Aabheer Leyon Contributor says:
    সুন্দর। তবে HTML5 language টা সেখালে সবাই উপকৃত হবে।
  9. Nc,,,,tobe code gulor example dakhale vlo hoto,,,
  10. md Tohid Author says:
    আপনি পারেন কি?
    1. Scientist Tahir Author Post Creator says:
      thank you
    2. Maruf Contributor says:
      Hi,
      Saimum
      কি খবর
  11. gsm sohan Author says:
    Good post
    next all step one tutorial a diben asa kori
  12. TanviR MondoL Contributor says:
    next part deyar nam nai
  13. Saharul Contributor says:
    Nice post

Leave a Reply