যেতে নাহি দিব হায়,
তবু যেতে দিতে হয়
তবু চলে যায়!!
হ্যা অপ্রিয় সেই সত্যিটি ঠিক যেন বিভীষিকার মত বার বার ফিরে আসে আমাদের জীবনে।
ঠিক তেমনি করে বিদায় ঘন্টা বাজছে Wapka.com এর।
সেই ২০১০ সালের দিকে প্রথম Wapka তে একাউন্ট করি ।
এক এক করে এখানে কত ফোরাম, ডাউনলোড আর কত ফিশিং সাইট বানিয়েছি তার কোন ইয়ত্তা নেই।
কত শত শত ঘন্টা কাঠিয়েছি ভালবাসার এই প্লাটফর্মটিতে।
কিন্তু Wapka আজ মৃতুর দিকে ধাবিত।
হ্যা বন্ধ হয়ে যাচ্ছে Wapka Server,
Android আসার পর থেকে Wapka ব্যাবহার এতটাই কমে গেছে যে কতৃপক্ষ এর সার্ভার ব্যয় ই বহন করতে
পারছে না।
www.wapka.com/updates
এই লিংকে গেলে Wapka কতৃপক্ষের Last Update টি পাওয়া যায়। যাতে লিখা আছে,,,,
17-08-18 08:41
Dear wapmasters,
Because unable to afford expensive server costs, we are really sad to inform you that we are planning to shut down WAPKA service. We will reserve some days to let you back up and export your data.
The date is arranged like this, FM/CM/VM uploading service will be shut down on 15th Sept, the entire service will be shut down on 15th Nov.
Please note that the data will be deleted permanently after the service shut down, you will be unable to sign in Passport as well. So please sure to handle the data properly before the end time coming.
We are appreciated all the effort you paid in WAPKA. Thanks for your brilliant creations. Thanks for your whole supports. Because of you along the way, we can be so wonderful. Lasting bless you.
If any questions and problems, please feel free to contact us via email admin@wapka.mobi.
এর মানে হচ্ছে ব্যায়বহুল Server Maintain খরচ বহন করতে না পেরে কতৃপক্ষ Wapka, Shut Down করে দিচ্ছে।
কিন্তু ব্যাবহারকারীর ডাটা সংরক্ষণ করে রাখার জন্য তারা কিছু সময় দিচ্ছে।
১৫ সেপ্টেম্বর ২০১৮ থেকে তাদের সকল আপলোড পদ্ধতি বন্ধ থাকবে! এবং ১৫ নভেম্বর ২০১৮ তে তাদের
সম্পূর্ণ সাইট হারিয়ে যাবে কালের অতল গহীনে।
ভাবতেই বুকটা হো হো করে উঠছে বাধ না মানা কষ্টে।
এই কষ্ট শুধু Wapmaster রা ই বুঝবে!
Wapka Shut Down নিয়ে কিছু হৃদয়স্পর্শী মন্তব্য!
Iftykhar Uddin Abir
২০০৮ প্রথম ওয়াপকা সাইট খুলছিলাম, সে ওয়েব সাইট থেকে অনেক টাকা ইনকাম ও করছিলাম, ওয়াপকা সাইটের কোডিং এর কাজ করতে করতে আজ অনেক freamwork এর কাজ পারি, ডেভিলপমেন্ট জগতে আশা, ওয়াপকার কারনে হইত এত দূর । we are miss u wapka & mr. martin
Noor Un Nabi
Starting of everything…
Pray e mone pore…Kotokisui na shikhsilam tokhon…sitegula block hoiia ase..activate korar monei thake na .
Tamim Chowdhury
ভালবাসা থেকে যাবে আজীবন…
জীবন এর প্রথম ওয়েবসাইট বানায় ছিলাম Wapka দিয়েই।
এখন আর চাইলেও পারা যাবে না।
Morshed Sarkar
প্রথমবার যখন নিজের সাইট খুলেছিলাম wapka থেকে নিজেকে খুব ব্রিলিয়ান্ট মনে হচ্ছিল । সারাদিন বসে থাকতাম এটা নিয়ে।
Golam Kibria
যখন ক্লাস এইটে পড়তাম তখন wapka থেকে ফিশিং সাইট বানিয়ে ফ্রেন্ড দের আইডি হ্যাক করতাম। খুব মনে পড়ছে আজ সেই দিন গুলো। এই দিন গুলো আর কখনোই ফিরে আসবেনা।
Noor Un Nabi
তোমার সাইট থাইকাই টিউটোরিয়াল দেইখা দেইখা শিখছিলাম । অনেক কিছুই শিখছিলাম । নিজেই ৬-৭ টা ফোরাম আর ডাউনলোড সাইট পুরোপুরি রেডি করছিলাম । কয়দিন পর আর কিছুই থাকবে না । তবে ওয়াপকা কে কখনও ভুলব না ।এইগুলায় ঘাটাঘাটি করেই তোমাদের সাথে পরিচয় । এর অবদান সবসময় মনে থাকবে ।
Mushfiqul Islam Anik
এখনো মনে আছে, ক্লাস সেভেনে থাকতে ওয়াপকা থেকেই প্রথম ওয়েবসাইট বানানো আর এখান থেকেই কোডিং এর ব্যাপারে জানা শুরু ।
Kayes
Oy somoyer kiso popular website
Waptrick . Musicbd . Polapian
Ownskin agolo ses..
Waptrick ta ase ajo bt update ase month abar kono mase ase o na .
Dhakawap ar chat room ta silo onno lavel a
Md Abdul Kadir
যখন ছোটবেলায় জাভা ফোনে ব্রাউজিং আর ডাউনলোড করতে শিখি তখন শুধু এই সাইগুলো বেশী পেতাম,
আর ডাউনলোড ও করতাম প্রয়োজনী বিভিন্ন ফাইল
সেদিন ও কিছু হারিয়ে যাওয়া ফাইল যা ইউটিউবে অনেক খুজ পাইনি তা পেয়েছিলাম পুরাতন একটা wapka সাইটে
মিস করব সার্ভিসটাকে
যেমনভাবে মিস করি নকিয়া ফোনটাকে
Abdullah al mamun
একটা সময় Wapka নিয়ে সারাদিন পড়ে থাকতাম
তখন জাভা মোবাইল দিয়েই সারাদিন খুটিনাটি করতাম
কত সাইট বানাইছি হিসাব নাই
খুব মিস করব ওয়াপকা ??
Abdullah al mamun.
একটা সময় Wapka নিয়ে সারাদিন পড়ে থাকতাম
কত সাইট বানাইছি হিসাব নাই
খুব মিস করব ।
S M Habibyr Rahman
আমার ওয়েবগুরু। শুরু করেছিলাম তাকে দিয়ে। অনেক কিছুই শিখেছিলাম। প্রথম যখন সাইট খুলেছিলাম তখন আমার মোবাইল ছিল নোকিয়া c1 classic. অইটা দিয়া খুইলা খুব ভাল লেগেছিল। প্রায় সারা দিন আর রাতের অর্ধেক সময়টাই সে খেয়ে দিত।
মিস করব খুব। লাভ ইউ ওয়াপকা।
Diluar Husain Rubo
জিবনের প্রতম সাইট তেরি করে ছিলাম খুব মিসস করব।অনেক স্রিতি অনেক মানুষ এর মায়া সব কিছু মিসস করব।
Rehan Sahriar
Wapka diye amar website development ar career shuru.onek website baniyechilam wapka diye.khali tutorial dekhtam and onno site ar moto site banatam.first income korechilam wapka diye site baniye.miss you wapka.never forget you.
Khayer Ahmed
wapka নিয়েই প্রথম শুরু করেছিলাম আমি সেই ২০১৪ তে। সারাদিন এটা নিয়েই পড়ে থাকতাম
shakib
কত কত ওয়াপ সাইট, এখন ও হিসাব মিলাইতাম পারতাম না ।
Opu khan
সেদিন গুলোর কথা মনে পরলে চোখের কোনে জল এসে যায় কিন্তু তার পরও জল পড়তে দেই না। যারা Wapka দেখেনি বা দেখতে পাবে না তারা আমার মতে কিছুই দেখেনি। Wapka তে যেমন ভাল ভাবে টিউটোরিয়াল শেয়ার হত তা এখন কোথাও শেয়ার হতে দেখিনি। কোনো একটা File Search দিলেই Wapka এর কোনো না কোনো সাইট আগে পাওয়া যেত। দিনগুলি Miss করি! দিনের ১২/১৪ ঘন্টাই Wapka তে থাকতাম!
বিঃদ্রঃ- আপনিও একসময়ের Wapmaster হয়ে থাকলে, কিংবা Wapka কে মন থেকে ভালবেসে থাকলে তার স্মরনে একটা বাক্য লিখে যান
অনেকদিন ধরেই ট্রিকবিডি ভিজিট করি, কিন্তু ট্রেইনার হয়েছি মাত্র কয়েকদিন হল।
সবাই আশির্বাদ করবেন যেন সারাজীবন
ট্রিকবিডির সাথে থাকতে পারি।
আর ভুল ক্রুটি অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
যদিও আমি তেমন একটা অভিজ্ঞ না কিন্তু
তবু আপনাদের জন্য একটা
Youtube Channel
খুলেছি।
দয়া করে Channel টা ঘুরে আসবেন।
ফেইসবুকে আমিঃ-Connect me on Facebook
আমার ব্লগঃ-Bapon’s World Blog
আমার চ্যানেলঃ-Bapon’s World Youtube Channel
ভালবাসা অবিরাম…… ?